Advertisment

IPL 2024 Opening Ceremony: আইপিএল মহাযুদ্ধের আগে মহাধামাকা! দর্শক নাচানো বিনোদন অক্ষয়, সোনুদের

IPL 2024: ঘোষণা শেষ হতেই সোনু নিগম অনুষ্ঠানের পরবর্তী অংশ শুরু করেন 'বন্দে মাতরম' গান গেয়ে। এরপরই মঞ্চে আসেন এআর রহমান। তিনি তাঁর চিরাচরিত ঢঙে, 'মা তুঝে সালাম' গেয়ে ওঠেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2024 Ceremony Live Streaming: আইপিএল শুরুর অনুষ্ঠান

IPL 2024 Opening Ceremony: উদ্বোধনী ম্যাচে দক্ষিণী যুদ্ধের আগে শুক্রবার আইপিএল শুরুর অনুষ্ঠান মাতিয়ে দিলেন অক্ষয় কুমাররা। (ছবি-টুইটার)

IPL 2024 opening ceremony in Chennai: ৩০৪ দিন পর ফের ভক্তদের সামনে জার্সি নম্বর ৭। অর্থাৎ, চেন্নাই সুপার কিংসের হার্টথ্রব মহেন্দ্র সিং ধোনি ওরফে এমএস। উলটোদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উদ্বোধনী ম্যাচে দক্ষিণী যুদ্ধের আগে শুক্রবার আইপিএল শুরুর অনুষ্ঠান মাতিয়ে দিলেন অক্ষয় কুমাররা। বিসিসিআই আগেই ঘোষণা করে দিয়েছিল, কোন তারকারা থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।

Advertisment

সেই মত সন্ধে সাড়ে ৬টা বাজার একটু পরেই স্টেডিয়ামে প্রবেশ করলেন অক্ষয় কুমার। আলোর ঝলকানি আর স্বল্পবসনা সুন্দরীদের মধ্যেই অক্ষয়ের নাচ মন ছুঁয়ে গেল দর্শকদের। একের পর পর হিট সিনেমার গান আর অক্ষয়ের নাচ দেখে হর্ষধ্বনিতে ক্ষণেক্ষণেই স্টেডিয়াম ভরিয়ে দিলেন দর্শকরা। অক্ষয়ের অনুষ্ঠানের মাঝপথেই মঞ্চে প্রবেশ করতে দেখা গেল টাইগার শ্রফকে। দুই তারকা যখন তাঁদের অনবদ্য পারফরম্যান্সের মাধ্যমে স্টেডিয়ামে দর্শকদের উঠে দাঁড়াতে বাধ্য করেছেন, তখনই মঞ্চে আসেন গায়ক সোনু নিগম।

ঘোষক, সোনু নিগম এবং এআর রহমানের নাম ঘোষণার আগে ভারতের অগ্রগতি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেন। বলা হয়, বর্তমান ভারত শুধুমাত্র চাঁদ দেখে 'করবা চউথ' পালন করে না। চাঁদের দক্ষিণ মেরুতেও অভিযান চালায়। সেই ঘোষণা শেষ হতেই সোনু নিগম অনুষ্ঠানের পরবর্তী অংশ শুরু করেন 'বন্দে মাতরম' গান গেয়ে। এরপরই মঞ্চে আসেন এআর রহমান। তিনি তাঁর চিরাচরিত ঢঙে, 'মা তুঝে সালাম' গেয়ে ওঠেন। গলা মেলান সোনুও। এরপর একের পর এক গায়ক মঞ্চ মাতান। বলিউডের পাশাপাশি চলে দক্ষিণী গানও।

আরও পড়ুন- চেন্নাই বনাম বেঙ্গালুরু! দেখে নিন দুই দলের সাক্ষাতের ফলাফল

এভাবেই একের পর এক গান চলতে থাকে। 'জয় হো' দিয়ে গানের পর্ব শেষ হতেই শোনা যায় বাজির শব্দ। আর, তারপরই গানের অনুষ্ঠান পর্বের কার্যত সমাপ্তি ঘোষণা করে ভেসে আসে সঞ্চালিকা শেফালি বাগ্গার কণ্ঠস্বর। ততক্ষণে মাঠের মধ্যেকার ঘুরন্ত স্তম্ভের মাধ্যমে আইপিএলের ক্রিকেটারদের ছবি তুলে ধরা হয় স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের সামনে। এরপরই মঞ্চে চলে আসেন রজার বিনি, জয় শাহরা। মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানানো হয় এআর রহমান, সোনু নিগম, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রুতুরাজ গায়কোয়াড়দের।

Chennai Super Kings MS DHONI BCCI Chennai Jay Shah IPL 2024
Advertisment