New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/ie-IPL.jpg)
IPL 2024: এই ট্রফির জন্যই লড়াই হবে আইপিএলের ১৭তম সিজনে। (এক্সপ্রেস ফটো)
Opening Ceremony: চেন্নাইয়ের চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়াম মাতাবেন একঝাঁক দক্ষিণী এবং বলিউডি তারকা। অন্যবারের মত এবারও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানকে রঙিন করে তুলতে চেষ্টার কসুর করেনি ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই।
IPL 2024: এই ট্রফির জন্যই লড়াই হবে আইপিএলের ১৭তম সিজনে। (এক্সপ্রেস ফটো)
IPL 2024 Opening Ceremony MA Chidambaram Stadium in Chennai: অপেক্ষার অবসান। আর কিছু পরেই উদ্বোধন হবে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ, আইপিএলের সপ্তদশ পর্বের। তার আগে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিবারের মত এবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠান বর্ণাঢ্য হতে চলেছে। চেন্নাইয়ের চিপকের এমএ চিদাম্বরম স্টেডিয়াম মাতাবেন একঝাঁক দক্ষিণী এবং বলিউডি তারকা। অন্যবারের মত এবারও আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানকে রঙিন করে তুলতে চেষ্টার কসুর করেনি ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই। সব মিলিয়ে নাচে-গানে ভরে উঠবে গোটা উদ্বোধনী অনুষ্ঠান পর্ব।
আরও পড়ুন- চেন্নাই বনাম বেঙ্গালুরু! দেখে নিন দুই দলের সাক্ষাতের ফলাফল
দর্শকদের মনে আগ্রহ জাগাতে আইপিএল কর্তৃপক্ষ আগেই শিল্পীদের নাম প্রকাশ করে দিয়েছে। জানিয়েছে যে, এবারে থাকছেন দক্ষিণী সংগীতে অন্যতম আন্তর্জাতিক মুখ এআর রহমান। এছাড়াও থাকছেন গায়ক সোনু নিগম। পাশাপাশি থাকছেন অক্ষয় কুমার, টাইগ্রার শ্রফরাও। সব মিলিয়ে মোট একঘণ্টা ধরে এই বর্ণময় অনুষ্ঠান চলবে।
The stage is set, the lights are bright, and the stars are ready to shine at the #TATAIPL 2024 Opening Ceremony! 🎉🥳
Get ready for an unforgettable fusion of cricket and entertainment ft. a stellar lineup! ✨
🗓22nd March
⏰6:30 PM onwards pic.twitter.com/7POPthFITx— IndianPremierLeague (@IPL) March 20, 2024
শুধু এবারের আইপিএলই নয়, গতবারের আইপিএলও ছিল রীতিমতো জাঁকজমকপূর্ণ। সেখানে ছিলেন গায়ক অরিজিত সিং। অংশ নিয়েছিলেন তামান্না ভাটিয়া, রশ্মিকা মন্দানারা। সদ্য সমাপ্ত ডব্লিউপিএল বা ওমেনস প্রিমিয়ার লিগে আবার মঞ্চ মাতিয়েছিলেন শাহরুখ খান, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রারা। শুধু তাই নয়। এবারের আইপিএলের বিশেষত্ব যে, সুইডিশ ডিজে এবং রেকর্ড প্রোডিউসার ডিজে অক্সওয়েল ইনিংসের বিরতিকে ছন্দে মাতিয়ে তুলবেন।