Advertisment

Preity Zinta-Rohit Sharma: পাঞ্জাবের কি ক্যাপ্টেন হচ্ছেন রোহিত! ভাইরাল খবরে মুখ খুললেন মালকিন প্রীতি জিন্টা

Preity Zinta breaks silence: শোনা যাচ্ছিল রোহিত লখনউ সুপার জায়ান্টসে যোগদান করতে পারেন। তার মধ্যেই ভাইরাল হয় পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টার উক্তি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Preity Zinta, Rohit SharmaPreity Zinta, Rohit Sharma

Preity Zinta-Rohit Sharma: আগামী বছর, ২০২৫ সালে আইপিএলের মেগা নিলাম। সেই নিলামের সময় রোহিত দল বদলাতে পারেন বলে ইতিমধ্যে সংবাদ প্রকাশিত হয়েছে। (ছবি- টুইটার)

Preity Zinta And Rohit Sharma: তাঁর সম্পর্কে প্রকাশিত হয়েছে, তিনি নাকি বলেছেন যে রোহিত শর্মাকে পাওয়ার জন্য জীবন পর্যন্ত বাজি রাখতে পারেন। এমন ধরনের খবর সত্যতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। তিনি এই ধরনের প্রচারকে, 'নিম্নরুচির' বলে কটাক্ষ করেছেন। একইসঙ্গে তাঁর নাম করে চালিয়ে দেওয়া এই উক্তি সম্পর্কে প্রীতি জানিয়েছেন, এমন কোনও কিছু তিনি বলেননি। সবটাই ভুয়ো। তাঁর নামে স্রেফ মিথ্যে প্রচার করা হয়েছে।

Advertisment

এবারের আইপিএলে রোহিত শর্মা গোড়া থেকেই রীতিমতো আলোচনার বিষয়। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে তিনি দলকে পাঁচ বার আইপিএল জিতিয়েছেন। কিন্তু, তারপরও তাঁকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যুক্তি দেওয়া হয়েছে তিনি নাকি শেষ কয়েক বছর দলকে সাফল্য এনে দিতে পারেননি। অথচ, এই রোহিতই জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। দলকে সাফল্য দিয়েছেন। তারপরও রোহিত সম্পর্কে বয়সের অজুহাত দেখিয়ে অবস্থান বদলাননি মুম্বই ইন্ডিয়ান্সের মালিক অম্বানিরা।

রোহিতকে সরিয়ে যাকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছে, সেই হার্দিক পান্ডিয়া একসময় মুম্বই ইন্ডিয়ান্সেই ছিলেন। তিনি ২০২২ আর ২০২৩, এই দুই বছরের জন্য গুজরাট টাইটান্সে গিয়েছিলেন। গুজরাট টাইটান্সের (সংক্ষেপে জিটি) অধিনায়ক হিসেবে তিনি ২০২২ সালে দলকে চ্যাম্পিয়ন করেন। আর, দ্বিতীয় বছর অর্থাৎ ২০২৩ সালে দলকে আইপিএলে রানার্স করেন।

হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর থেকেই রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে শুরু হয় তীব্র জল্পনা। মুম্বইয়ের অনেক সমর্থকেরই ধারণা হয়েছিল যে রোহিত শর্মা আগামিদিনে মুম্বই ইন্ডিয়ান্সে খেলবেন না। আগামী বছর, ২০২৫ সালে আইপিএলের মেগা নিলাম। সেই নিলামের সময় রোহিত দল বদলাতে পারেন বলে ইতিমধ্যে সংবাদ প্রকাশিত হয়েছে।

শোনা যাচ্ছিল রোহিত লখনউ সুপার জায়ান্টসে যোগদান করতে পারেন। তার মধ্যেই ভাইরাল হয় পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টার উক্তি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করা হয় যে প্রীতি জিন্টা বলেছেন, তিনি তাঁর দলে রোহিত শর্মাকে পেতে 'জীবন বাজি' রাখবেন। আর, সেই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন প্রীতি। তীব্র প্রতিবাদ করেছেন এই ধরনের দাবির।

আরও পড়ুন- বৃথা গেল ধোনির চেষ্টা, ৮ উইকেটে চেন্নাইকে হারাল লখনউ সুপার জায়ান্টস

প্রীতি বলেছেন, 'ফেকনিউজ! এই সমস্ত প্রতিবেদন সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। আমি রোহিত শর্মাকে অত্যন্ত সম্মান করি এবং আমি তাঁর একজন বড় ভক্ত। আমি কখনও কোনও সাক্ষাৎকারে তাঁকে নিয়ে আলোচনা করিনি বা এই বিবৃতিও দিইনি! শিখর ধাওয়ানকেও আমি ভীষণ শ্রদ্ধা করি। তিনি বর্তমানে আহত। আর, সেই কারণে এই সংক্রান্ত প্রতিবেদনগুলো খুব খারাপ স্বাদে প্রকাশ পেয়েছে। অনেক সময়ই যাচাই না করেই নানা সংবাদ অনলাইনে প্রকাশিত হয়। এই প্রতিবেদন তারই এক নিখুঁত উদাহরণ। আমি সমস্ত মিডিয়াকে বিনীতভাবে অনুরোধ করছি, সবাইকে বিব্রত করে, এমন ধরনের মন্তব্য প্রচার করা থেকে বিরত থাকুন। আমি শুধু এটুকুই বলব যে, এবার আমরা এক দুর্দান্ত দল তৈরি করেছি। ম্যাচ জয়ই আমাদের একমাত্র লক্ষ্য।'

Mumbai Indians Rohit Sharma Shikhar Dhawan Preity Zinta PBKS
Advertisment