Advertisment

Virat Kohli century: IPL-এ 'নিকৃষ্টতম' পরিসংখ্যানে 'টুকটুক' কোহলি! শুভেচ্ছা জানিয়ে বিরাট বিতর্কে জড়ালেন পাকিস্তানের জুনেইদ

Virat Kohli's slowest century: চলতি লিগে চতুর্থ হার হজম করার পরেই আঙুল উঠে গিয়েছে কোহলির ব্যাটিং নিয়ে। গোটা ইনিংস ব্যাট করেও কোহলির স্ট্রাইক রেট মাত্র ১৫৬.৯৪! সবথেকে বড় কথা জস বাটলারের পাল্টা ৫৮ বলে সেঞ্চুরি যেন কোহলির স্ট্রাইক রেট আরও নির্মমভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Kohli century, Junaid Khan

Kohli century: শতরান করেও সমালোচনার মুখে বিরাট কোহলি (টুইটার)

Virat Kohli century against Rajasthan Royals: কোহলি কি স্রেফ ব্যক্তিগত কীর্তির সৌধ গড়ার জন্যই খেলছেন নাকি দলগত প্রয়োজনে নিজেকে নিংড়ে দিচ্ছেন। শনিবার রাজস্থান রয়্যালস ম্যাচের পর ফের এক এই প্রশ্ন হাজির হয়ে গেল। সওয়াই মান সিং স্টেডিয়ামে শনিবার রাতে কোহলি নিজের অষ্টম আইপিএল শতরান করে গিয়েছেন। হাফসেঞ্চুরি করতে নিয়েছেন ৩৯ বলে। তারপর শতরান করেছেন ৬৭ বলে। অর্থাৎ হাফসেঞ্চুরি থেকে সেঞ্চুরিতে পৌঁছতে কোহলি নিয়ে ফেলেছেন আরও ২৮ বল। শেষমেশ কোহলি ৭২ বলে করেছেন ১১৩ রান। প্রথম থেকে শেষ পর্যন্ত অপরাজিত থাকা ইনিংসে কোহলি হাঁকিয়েছেন একডজন বাউন্ডারি এবং চারটে ওভার বাউন্ডারি।

Advertisment

কোহলির সৌজন্যেই আরসিবি কোনওরকমে স্কোরবোর্ডে তুলেছিল ১৮৩ রান। তবে পাঁচ বল বাকি থাকতে রাজস্থান রয়্যালসের জয় ছিনিয়ে নিতে কোনও সমস্যাই হয়নি।

আরও পড়ুন: KKR-এর প্রথম ১১-য় বাদ এই তারকা! ধোনিদের হারাতে ইমপ্যাক্ট হিসাবে চমকে দেওয়া প্ল্যানিং নাইটদের, জানুন একাদশ

আর চলতি লিগে চতুর্থ হার হজম করার পরেই আঙুল উঠে গিয়েছে কোহলির ব্যাটিং নিয়ে। গোটা ইনিংস ব্যাট করেও কোহলির স্ট্রাইক রেট মাত্র ১৫৬.৯৪! সবথেকে বড় কথা জস বাটলারের পাল্টা ৫৮ বলে সেঞ্চুরি যেন কোহলির স্ট্রাইক রেট আরও নির্মমভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

কোহলির এই মন্থর ইনিংসের জন্যই খোঁচা দিয়ে দিলেন এবার পাকিস্তানের প্রাক্তন পেসার জুনেইদ খান। টুইটার হ্যান্ডলে তিনি লিখে দিলেন, "আইপিএল-এর মন্থরতম শতরানের জন্য কোহলি তোমাকে শুভেচ্ছা!"

পরিসংখ্যানও জুনেইদ খানের পক্ষে সাক্ষ্য দিচ্ছে। ২০০৯-এ মনীশ পান্ডেও ৬৭ বলে শতরান করেছিলেন ডেকান চার্জার্স-এর বিপক্ষে। কোহলি মন্থরতম শতরান করার তালিকায় মনীশ পান্ডেকেও ছুঁয়ে ফেললেন শনিবার।

এমনিতে কোহলির আসন্ন টি২০ বিশ্বকাপে খেলার বিষয়টি পাকা নয়। টিম ইন্ডিয়ার টি২০-তে কোহলির বিপক্ষে গিয়েছে তাঁর এই ধীরে খেলার প্রবণতাই। চলতি আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক আপাতত তিনিই। তবে সমালোচনায় দগ্ধ হতে হচ্ছে তাঁকে।

আরও পড়ুন: বেঁচে গেল KKR, মুস্তাফিজ নেই ধোনির দলে! রাসেলদের থামাতে এভাবেই ‘অস্ত্র জড়ো’ করছে চেন্নাই

পাকিস্তানি বোলারদের মধ্যে সবথেকে বেশিবার কোহলিকে আউট করার কীর্তি রয়েছে জুনেইদ খানের। ২০১২/১৩ সিজনে পাকিস্তান যেবার ভারতে ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল, সেবার কোহলিকে সিরিজে তিন-তিনবার আউট করেন জুনেইদ। তিনিই এবার খোঁচা দিয়ে বসলেন মহাতারকাকে।

ঘটনা হল, কয়েক দিন আগেই নাদির আলির পডকাস্টে গিয়ে জুনেইদ কোহলির প্রশংসাই করেছিলেন। বলে দিয়েছিলেন, "কোহলি এখনও বিশ্বের সেরা পাঁচ ব্যাটারদের অন্যতম, বিশেষ করে সীমিত ওভারের ফরম্যাটে। যেভাবে ও রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছে, শচীনের সেঞ্চুরির রেকর্ড ভাঙল, ও একজন বিশ্বমানের ক্রিকেটার!"

কিন্তু এই রেকর্ড নিয়ে কতদিন, পারফরম্যান্স-ই শেষ কথা!

RCB Virat Kohli Rajasthan Royals Royal Challengers Bangalore IPL Pakistan Cricket Pakistan Cricket Team IPL 2024
Advertisment