সানরাইজার্স হায়দরাবাদ: ১৬২/৬
গুজরাট টাইটান্স: ১৬৮/৩
Sunrisers Hyderabad vs Gujarat Titans IPL 12nd Match Highlights: গুজরাটের বোলিংয়ের সামনে মাত্র ১৬২ রানে আটকে গিয়েছিল হায়দরাবাদ। রশিদ খান, নূর আহমেদ-মোহিত শর্মাদের সামনে খাপই খুলতে পারেননি হেমরিখ ক্ল্যাসেন, আইডেন মার্করাম, অভিষেক শর্মাদের বিধ্বংসী ব্যাটিং লাইনআপ। শক্তিশালী গুজরাটের ব্যাটিংয়ের সামনে এই রান ডিফেন্ড করা সম্ভব ছিল না। তা হয়ওনি।
ওপেনিং জুটিতে রিংটোন সেট করে দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা এবং শুভমান গিল। শাহবাজের বলে ঋদ্ধিমান (২৫) আউট হয়ে গেলেও শুভমান (৩৬)-সুদর্শন (৪৫) জুটি ম্যাচের রাশ ধরে নেন। গিল আউট হয়ে গেলেও গুজরাটের জিততে সমস্যা হয়নি। ডেভিড মিলার ২৭ বলে ৪৪ করে ফিনিশিং টাচ দেন।
SRH vs GT IPL 10th Match Report 2024
প্রথমে ব্যাটিং করতে নেমে হায়দরাবাদের শুরুটা মোটামুটি হয়েছিল। মায়াঙ্ক আগারওয়াল ঠিকমত কানেক্ট করতে পারছিলেন না। মায়াঙ্ক আউট হয়ে গেলেও ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা দলকে হাফসেঞ্চুরির গন্ডি পার করিয়ে দেন। তবে প্ৰথম বিরতির পরেই ট্র্যাভিস হেডের উইকেট হারায় হায়দরাবাদ। কিছুক্ষণ পর অল্প রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হয়ে যান অভিষেক শর্মাও। ক্রিজে নেমে হেনরিখ ক্ল্যাসেন আগুন মেজাজে শুরু করেছিলেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আউট হয়ে যান গতবারের ক্যাপ্টেন আইডেন মার্করামও।
এরপরে ১৪ বলে ২৫ করে আব্দুল সামাদ, শাহবাজ আহমেদের সঙ্গে ৪৫ রানের জুটিতে দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন। এদিন হায়দরাবাদ ব্যাটিংয়ের কোনও কিছুই যেন ঠিকঠাক হয়নি। মাঝের ওভারে পার্টনারশিপ গড়তে যেমন ব্যর্থ হয়েছে সানরাইজার্স শিবির, তেমন নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যেতে হয়েছে।
অন্যদিকে, গুজরাট প্রতিপক্ষের মাঠে শৃঙ্খলাবদ্ধ বোলিং পারফরম্যান্স-এর নজির তুলে ধরল। দলের প্রত্যেক বোলারই নিজেদের ভূমিকায় সফল। তবে বর্ষীয়ান মোহিত শর্মা আবার নিজের জাত চিনিয়ে গেলেন ৩ উইকেট দখল করে। বলের বৈচিত্র্য এনে হায়দরাবাদ ব্যাটারদের নাভিশ্বাস তুলে দিলেন তিনি। পাওয়ার প্লেতে গুজরাট কিছুটা ব্যাকফুটে ছিল। তবে আজমাতুল্লা ওমরজাই ধাক্কা দিয়েছিলেন উইকেট দখল করে। নূর আহমেদকে খেলানোর সিদ্ধান্ত একদম সঠিক প্রমাণিত হল। নিজের প্ৰথম ওভারেই হেডকে তুলে নিয়েছিলেন তিনি।
রশিদ খান নিজের প্রথম ওভারে অভিষেক শর্মার হাতে চার-ছয়ের ধাক্কা হজম করেন। তবে পরে দারুণভাবে কামব্যাক করেন। বিস্ফোরক ক্ল্যাসেনকে ফিরিয়ে দলকে ঠিক সময়ে চালকের আসনে বসিয়ে দিয়েছিলেন। ডেথ ওভারে দর্শন নালকাণ্ডেও প্রভাব ফেলে গেলেন।