Hardik Pandya's Captaincy Disaster: হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে টানা দুটো ম্যাচে হার। আর তারপরেই হার্দিকের নেতৃত্ব দেওয়ার ধরণ, স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠে গেল। মুম্বই ইন্ডিয়ান্স বোলাররা ২৭৭ রান খরচ করলেন। রান চেজ করতে নেমে মুম্বই থামল ২৪৬ রানে। সবমিলিয়ে বুধবারের ম্যাচে উঠল রেকর্ড ৫২৭ রান। হায়দরাবাদ জয়ের খাতা খুলল ৩১ রানে জিতে।
স্টার স্পোর্টস-এর হয়ে আইপিএলে কমেন্ট্রি করছেন স্টিভ স্মিথ। মুম্বই অধিনায়ক হার্দিকের ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন তুলেছেন তিনিও, "মুম্বইয়ের প্রথম ইনিংসে বেশ কিছু বোলিং পরিবর্তন অবাক করল। পঞ্চম ওভারে বুমরাকে আক্রমণে আনা হল। যেখানে ও খরচ করল মাত্র ৫ রান! তারপর ১৩তম ওভার পর্যন্ত বুমরাকে দেখাই গেল না। ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল। হায়দরাবাদ ১৭৩ তুলে ফেলেছিল স্কোরবোর্ডে। নিজের সেরা বোলারকে সেই সময় আক্রমণে এনে বেশ কয়েকটা উইকেট তুলে নিতে পারত মুম্বই। ১৩তম ওভারে বুমরাকে আনার প্ল্যানিং ভুল ছিল।"
সেই সঙ্গে স্মিথের আরও সংযোজন, "হার্দিক বেশ কিছু ভুল করেছিল। তবে এটা ছিল প্রধান। বিশ্বের অন্যতম সেরা বোলারকে সেই সময়ে মাত্র ১ ওভার বোলিং করানো রীতিমত ভুল। বল যখন বারবার মাঠের বাইরে যাচ্ছিল, সেই সময় নিজের সেরা বোলারকেই তো আক্রমণে আনা উচিত। আমি হলে বুমরার ওভারের কোটা ১৫ ওভারের মধ্যেই খতম করে ফেলতাম। সেই সময় উইকেট পড়লে রান রেট এমনিতেই কমে যেত।"
"ব্যাটার যদি ক্রিজে শেষ পর্যন্ত টিকে যায়, তাহলে ডেথ ওভারে কে বল করছে সেটা আর মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় না। বুমরার ক্ষেত্রে সেটাই হল, দেখলাম কীভাবে ওঁকেও মাঠের বাইরে ফেলল ওঁরা। ওঁকে যদি আগে আক্রমণে এনে বেশ কয়েকটা উইকেট তুলে ফেলা যেত, তাহলে কে বলতে পারে পরিস্থিতি অন্যরকম হত না! হয়ত ওঁরা ২৪০-এর মধ্যেই আটকে যেত। ১৩ ওভার পর্যন্ত বুমরা মাত্র ১ ওভার করল, এটা আমার বোধগম্য হচ্ছে না।"
হার্দিকের অধিনায়কত্ব নিয়ে কড়া সমালোচনা করলেন ইরফান পাঠানও। ম্যাচ চলাকালীনই টুইট করলেন, "সত্যি কথা বলতে হার্দিকের নেতৃত্ব রীতিমত সাধারণ। ব্যাট হাতে যখন ঝড় উঠেছে, সেই সময় বুমরাকে দীর্ঘক্ষণ আক্রমণে না আনা, আমার ভাবনার বাইরে।"
হার্দিকের ব্যাটিং নিয়েও ঝাঁঝালো আক্রমণ করেছেন ইরফান। বলে দিয়েছেন, "গোটা দল যখন ২০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, সেই সময় ক্যাপ্টেন কখনই ১২০ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন না।