Yash Dayal father speaks: চেন্নাই ম্যাচে ছেলের দুর্দান্ত পারফরম্যান্সের পর সমালোচকদের একহাত নিলেন পেসার যশ দয়ালের বাবা। ২০২৩-এ রিংকু সিংয়ের কাছে ছয় বলে পাঁচটা ছয় খেয়ে ইতিহাসের পাতায় চলে যাওয়া প্রয়াগরাজের পেসার, সমালোচকদের হাসি-ঠাট্টার পাত্র হয়ে ওঠেন। এবারে আরসিবি তাঁর পিছনে ৫ কোটি টাকা ঢেলেছে। চুক্তির অঙ্ক দেখে নিন্দুকদের অনেকে ঠোঁট উলটেছেন। কেউ তো আবার বলেই বসেছেন, আরসিবি পাঁচ কোটি টাকা জলে ফেলে দিল।
সেই সব সমালোচকদেরই এবার একহাত নিলেন যশ দয়ালের বাবা। চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক তথা গডফাদার এমএস ধোনিকে প্যাভেলিয়নের পথ দেখিয়ে এবারের আইপিএলের প্লে অফে আরসিবিকে হাত ধরে পৌঁছে দিয়েছেন ২৬ বছরের যশ। তাঁর বোলিংয়ে মুগ্ধ অধিনায়ক প্লেসিস তো নিজের, 'ম্যাচ অফ দ্য ম্যাচ'-এর পুরস্কারটাই দলের তরুণ পেসারের নামে উৎসর্গ করেছেন। এভাবে জিরো থেকে হিরোতে পৌঁছে যাওয়া ছেলের ক্যারিশমা তাড়িয়ে এখন উপভোগ করছেন যশের বাবা চন্দরপাল।
ছেলের ম্যাচ থাকলেই গোটা পরিবার টিভির সামনে থাকে। চেন্নাই ম্যাচেও ব্যতিক্রম হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে চন্দরপাল বলেছেন, 'ধোনি এখনও যে কোনও বোলারকে ছিঁড়ে ফেলতে পারে। ধোনি যখন ছয় মারল, আমি শুধু হাতজোড় করে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করছিলাম। বলছিলাম, হে ভগবান আজ অন্তত আমার ছেলের সঙ্গ দাও। সেদিনের মত যেন না হয়। শেষ পর্যন্ত ও ধোনিকে আউট করেছে। প্রথম বলে ওই ছয় খাওয়ার পরও ও যেভাবে স্নায়ুর জোর দেখিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমি এই জয়ের আনন্দটা উপভোগ করছি।'
চন্দরপালের আনন্দ করার কারণ আছে। চেন্নাই ম্যাচে সত্যিই অসাধ্য সাধন করেছেন যশদয়াল। শুধু ধোনি না। ডারিল মিচেলকেও আউট করেছেন। ধোনি আর জাদেজা আইপিএলের দুই সেরা ফিনিশার। ধোনিকে আউট করার পাশাপাশি জাদেজার বিরুদ্ধেও ভালো বল করেছেন যশ। এসব দেখে খুশি রিংকু সিং-ও। গত মরশুমে তাঁর জন্যই যশকে নিয়ে এত হাসাহাসি। সেই যশেরই এবার তাকলাগানো পারফরম্যান্স। যা দেখে স্যালুট ইমোজি দিয়ে রিংকু পোস্ট করেছেন, 'ঈশ্বরের পরিকল্পিত শিশু'।
আরও পড়ুন- কোহলিদের জন্য স্পেশ্যাল বার্তা দেশছুট বিজয় মালিয়ার, প্লে অফে RCB পৌঁছতেই এল বড় আপডেট
এসব দেখে পুরোনো সেই দিনগুলোর কথা মনে পড়ছে চন্দরপালের। তিনি বলেন, 'যশ যখন পাঁচটা ছক্কা খেল, তখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন পরিচিত লোক লিখেছিলেন, প্রয়াগরাজ এক্সপ্রেস শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। সঙ্গে, যশকে উপহাস করে একটা মিম শেয়ার করেছিলেন। এমন ঘটনা বারবার ঘটেছে, আমরা তো সব হোয়াটসঅ্যাপ গ্রুপই ছেড়ে দিয়েছিলাম। আর, এখন শুধুই অভিনন্দন বার্তা আসছে।'