Advertisment

Jasprit Bumrah-Canada: ভারত নয়, খেলতে চেয়েছিলেন এই দেশের হয়ে! নিজেই স্বীকার করলেন বুমরা, উঠল ঝড়

Jasprit Bumrah nationality: টেস্ট হোক বা একদিনের ম্যাচ অথবা টি-২০, বুমরাহ মানেই প্রতিপক্ষের কাছে একটা শক্তিশালী চ্যালেঞ্জ। শুধু তাই নয়, বুমরাহকে নিয়ে তৈরি ভারতীয় পেস স্কোয়াড এদেশের ক্রিকেটকে বিশ্ব ক্রিকেটের সেরা তিনটি পেসবোলিং নির্ভর দলের তালিকায় জায়গা করে দিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jasprit Bumrah, India

Jasprit Bumrah-India: বুমরাহর এক আত্মীয় থাকেন কানাডায়। (ছবি- ইনস্টাগ্রাম)

Jasprit Bumrah shocking revelation: ভারত নয়। আসলে, কানাডার হয়ে ক্রিকেট খেলতে চেয়েছিলেন ভারতীয় জাতীয় দলের পেসার জসপ্রিত বুমরাহ। বর্তমানে দেশজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল চলছে। তারই মধ্যে এই গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন জসপ্রিতের স্ত্রী সঞ্জনা গণেশন বুমরাহ।

Advertisment

গুজরাটের বাসিন্দা জসপ্রিত খেলেন মুম্বই ইন্ডিয়ান্স দলে। অতীতের স্পিন নির্ভরতা কাটিয়ে বর্তমান ভারতীয় দলের পেস নির্ভর হয়ে ওঠার পিছনে অন্যতম স্তম্ভের ভূমিকায় রয়েছেন বুমরাহ। টেস্ট হোক বা একদিনের ম্যাচ অথবা টি-২০, বুমরাহ মানেই প্রতিপক্ষের কাছে একটা শক্তিশালী চ্যালেঞ্জ। শুধু তাই নয়, বুমরাহকে নিয়ে তৈরি ভারতীয় পেস স্কোয়াড এদেশের ক্রিকেটকে বিশ্ব ক্রিকেটের সেরা তিনটি পেসবোলিং নির্ভর দলের তালিকায় জায়গা করে দিয়েছে।

কিন্তু, এসব বর্তমানের কথা। অতীতে একটা সময় ছিল যখন বুমরাহ দেশ ছাড়তে চেয়েছিলেন। ভালো সুযোগের জন্য কানাডায় যেতে চেয়েছিলেন। যাতে সেখানকার জাতীয় দলের হয়ে খেলতে পারেন। তার মধ্যেই আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলে ডাক আসে। তারপর বাকিটা ইতিহাস।

আইপিএল চলাকালীন বুমরাহর সেই অতীতটা খুঁড়ে এনেছেন তাঁর স্ত্রী সঞ্জনা। এক কথোপকথনের সময় ভারতীয় পেসারকে সঞ্জনা প্রশ্ন করেছেন, 'তুমি কানাডায় যেতে চেয়েছিলে? ওখানেই জীবন নতুন করে শুরু করতে চেয়েছিলে?' ওই কথোপকথনের সময় জবাবে বুমরাহ বলেন, 'আমাদের আগেও এনিয়ে কথা হয়েছে। এদেশের প্রতিটি রাস্তায় অন্তত ২৫ জন করে ক্রিকেটার আছে। তাঁরা প্রত্যেকেই জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখে। কিন্তু, সেই ইচ্ছা সফল করতে গেলে আপনাকে একটা পরিকল্পনা নিয়ে চলতে হবে। কানাডায় আমাদের আত্মীয় থাকে। প্রথমে ভেবেছিলাম, ওখানে গিয়ে লেখাপড়া করব। কিন্তু, আমার মা যেতে চায়নি। কারণ, ওখানকার ভিন্ন সংস্কৃতি! আমি জানি না যে কানাডায় গিয়ে সেখানকার দলে চান্স পেতাম কি না? তবে, আনন্দের ব্যাপার যে আমি এখানে তো অন্তত সেটা পেয়েছি। মু্ম্বই ইন্ডিয়ান্সেও খেলছি।'

আরও পড়ুন- গম্ভীরকে জড়িয়ে ধরতেই অনেকের জ্বলে গেল! বোমা ফাটিয়ে ফের IPL মাতালেন কোহলি

সামনেই টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। এবার এই কাপ হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। সেই দলেও জসপ্রিত বুমরাহর থাকার সম্ভাবনা প্রবল। সম্প্রতি, টি-২০ দলে বুমরাহ চেয়ে গলাও ফাটিয়েছেন প্রাক্তন জাতীয় তারকা মনোজ তিওয়ারি। তিনি বলেছেন, 'আমি অজিত আগরকারের জায়গায় থাকলে জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি আর মায়াঙ্ক যাদবকে অবশ্যই দলে রাখতাম।'

T20 World Cup gujrat Jasprit Bumrah India Canada Mumbai Indians Indian Cricket Team
Advertisment