Advertisment

Mustafizur Rahman rested: শক্তিশালী জিম্বাবোয়ের বিরুদ্ধে নেই মুস্তাফিজ! IPL-এর পর কী করবেন টাইগার পেসার, বড় আপডেট BCB-র

Bangladesh vs Zimbabwe t20 series: শাকিব আল হাসানকেও তিন ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছেন বিসিবি কর্তারা। তবে, শাকিবের ব্যাপারটা আলাদা। তাঁকে ঢাকা লিগে ক্লাব ক্রিকেট খেলতে দেওয়া হয়েছে। সেই জন্যই জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচে জাতীয় দলে রাখা হয়নি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dhoni, Mustafizur

Dhoni-Mustafizur: ধোনির পরামর্শে মুস্তাফিজুর হয়ে উঠেছিলেন এবারের আইপিএলে চেন্নাইয়ের বড় ভরসা। (ছবি- টুইটার)

Mustafizur Rahman and Shakib Al Hasan: চেন্নাইয়ে হয়ে আইপিএলে আর খেলতে না দিলেও পেসার মুস্তাফিজুর রহমানকে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচে বসিয়েই রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য, মুস্তাফিজুর আইপিএলে ব্যাপক খেটেছেন। সেই কারণে তাঁকে তিন ম্যাচ বিশ্রাম দেওয়া হচ্ছে।

Advertisment

একইভাবে শাকিব আল হাসানকেও তিন ম্যাচের জন্য বিশ্রাম দিয়েছেন বিসিবি কর্তারা। তবে, শাকিবের ব্যাপারটা আলাদা। তাঁকে ঢাকা লিগে ক্লাব ক্রিকেট খেলতে দেওয়া হয়েছে। সেই জন্যই জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচে জাতীয় দলে রাখা হয়নি। অথচ, আইপিএল থেকে মুস্তাফিজুরকে বিসিবি এই অজুহাতে নিয়ে যাচ্ছে যে, জাতীয় দল সর্বাগ্রে। ক্লাব ক্রিকেট তারপর। যদিও শাকিবের ক্ষেত্রে সেই রীতি মানছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা।

বামহাতি পেসার মুস্তাফিজুর বর্তমানে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। এখনও পর্যন্ত আইপিএলের অন্যতম সেরা উইকেট শিকারি বোলার মুস্তাফিজ। ২ মে তাঁকে বাংলাদেশ ফিরতে হবে। ১ মে তিনি এবারের আইপিএলে শেষ ম্যাচ খেলবেন। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ওই ম্যাচে চেন্নাই খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে।

মুস্তাফিজের ব্যাপারে বিসিবির নির্বাচক কমিটির সদস্য হান্নান সরকার জানিয়েছেন, 'শারীরিক এবং মানসিকভাবে মুস্তাফিজকে সুস্থভাবে ফিরে পেতেই ওঁকে তিনটে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। আইপিএলের পাশাপাশি মুস্তাফিজ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছে। টানা খেলে যাওয়ার জন্যই ওঁকে স্কোয়াডে রাখা হয়নি। আমাদের নির্বাচক কমিটির প্রধান ওঁর সঙ্গে কথা বলেছিলেন। ও নিজেই তিনটে ম্যাচ বিশ্রাম চেয়েছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ দুটি টি-২০ ম্যাচে আমরা ওঁকে দলে রাখছি।'

মুস্তাফিজ এবং শাকিবের বদলে দলে ঢুকেছেন আফিফ হোসেন। পাশাপাশি, প্রথমবারের জন্য বাংলাদেশ টি-২০ দলে জায়গা পেয়েছেন তানজিদ হাসান তামিম। দলে ফিরেছেন অলরাউন্ডার মহম্মদ সইফুদ্দিনও। টি-২০ সিরিজে শুক্রবার, ৩ মে জিম্বাবোয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

আরও পড়ুন- সৌরভের দিল্লিকে মাটি ধরিয়ে হারাল কেকেআর! প্লে অফের দরজায় গম্ভীরের সৈনিকরা

বাংলাদেশের স্কোয়াডে আছেন- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভির ইসলাম, আফিফ হোসেন, মহম্মদ সাইফুদ্দিন।

MS DHONI IPL Bangladesh Cricket IPL 2024
Advertisment