/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/Shahrukh-Khan-IPL.jpg)
Harshit Rana flying Kiss celebration: জয়ের পর উচ্ছ্বাসে ভেসে গেলেন শাহরুখ (আইপিএল এবং টুইটার)
Shah Rukh Khan, Harshit Rana's flying kiss celebration: রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। আর তারপরেই শাহরুখ খান প্রতিশ্রুতি করলেন দলের তারকা পেসার হর্ষিত রানার কাছে। বলে দিলেন, তাঁর ট্রেডমার্ক ফ্লাইং কিস স্টাইলেই দলের ট্রফি জয় উদযাপন করবেন।
জিও সিনেমায় এক ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে এসআরকে-কে বলতে শোনা যাচ্ছে, "গোটা দলকে আমার সঙ্গে দাঁড়াতে হবে। ৩ থেকে ১ গুনব, তারপরে সকলকে এটা করতে হবে।"
এরপরে রানাকে দেখা যায়, দলের মালিক শাহরুখকে আলিঙ্গন করে ওপরে তুলে ধরেন। বলতে থাকেন, "কাল রাতেও আমার ১০২ জ্বর এসেছিল।" দলের সকলেই এরপরে যাতে হর্ষিত রানার স্টাইলে জয় উদযাপন করে, সেটা নিশ্চিত করেন শাহরুখ।
একদম একপেশে ফাইনালে ১১৩ রানে প্রতিপক্ষকে গুটিয়ে দেয়। এটাই আইপিএল ফাইনালে কোনও দলের করা সর্বনিম্ন স্কোর। কেকেআর হায়দরাবাদকে পরাস্ত করে ৮ উইকেটে। সবমিলিয়ে তিন নম্বর বার ট্রফি জিতল কেকেআর।
জয়ের পর হর্ষিত রানা বলে দিয়েছেন, "আমি ঠিক কতটা খুশি, বলে বোঝাতে পারব না!" এই উদযাপন কেন আলোচনায়?
২২ বছরের কেকেআর পেসার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অভিষেক পোড়েলকে আউট করার পর আগ্রাসী ভঙ্গিতে সেলিব্রেট করতে থাকেন। সেটা ছিল হর্ষিত রানার সদ্য শেষ হওয়া আইপিএলে দ্বিতীয় অপরাধ।
SRK in love with his team’s performance 💜#KKRvSRH#IPLonJioCinema#IPLFinalonJioCinema#TATAIPLpic.twitter.com/6eWvce34ih
— JioCinema (@JioCinema) May 26, 2024
তার আগে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলার সময় মায়াঙ্ক আগারওয়ালকে আউট করে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছিলেন। সেই ঘটনার পর ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা হয় তাঁর। দিল্লি ম্যাচে একই ভুল করায় জরিমানার সঙ্গেই এক ম্যাচ নির্বাসনে যেতে হয় তাঁকে।
আরও পড়ুন- গৌতিকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন শাহরুখ, ‘গুরু’ গম্ভীরকে বেনজির টানা হ্যাঁচড়া কেকেআর-জয় শাহদের
আইপিএলে অন্যতম প্রতিশ্রুতিমান তারকা হিসাবে আবির্ভাব ঘটেছে হর্ষিত রানার। ১৩ ম্যাচে ১৯ উইকেট শিকার করে নিয়েছেন। আইপিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় তিনি চতুর্থ স্থানে ফিনিশ করলেন। হর্শল প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং জসপ্রীত বুমরার উইকেট সংখ্যা একমাত্র তাঁর থেকে বেশি।