Ireland Cricketer takes 5 Wickets in 5 balls: আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার (Curtis Campher) ক্রিকেট ইতিহাসে অবিশ্বাস্য কীর্তি গড়েছেন। কার্টিস ক্যাম্ফার পরপর ৫ বলে ৫ উইকেট নেওয়া বিশ্বের প্রথম বোলার হয়েছেন। তিনি এই নজির গড়েছেন ইন্টার-প্রভিন্সিয়াল টি-২০ টুর্নামেন্টে। পেশাদার ক্রিকেটে এটাই প্রথম ঘটনা, যেখানে কোনও বোলার টানা ৫ উইকেট নিয়েছেন।
২৬ বছরের কার্টিস ক্যাম্ফার আয়ারল্যান্ডের তারকা ক্রিকেটার। তিনি আয়ারল্যান্ডের হয়ে ১১১টি ম্যাচ খেলেছেন। ইন্টার-প্রভিন্সিয়াল টি-২০ টুর্নামেন্টে মুন্সটার রেডসের অধিনায়ক হিসেবে তিনি বৃহস্পতিবার নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিরুদ্ধে এই অনন্য রেকর্ড গড়েছেন।
বৃহস্পতিবার নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিরুদ্ধে ক্যাম্ফার এমন খেলেছেন যেন একাই ম্যাচ জেতাবেন। প্রথমে ব্যাট হাতে মুন্সটার রেডসের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন। এরপর বল হাতে এমন ঝড় তুলেছেন যে প্রতিপক্ষ ১৪ ওভারও টিকতে পারেনি।
আরও পড়ুন বিলেতে বৈভবের জন্য 'পাগলামি' দুই কিশোরীর, শুধু তাঁর সঙ্গে দেখা করতে ৬ ঘণ্টা পথ পাড়ি
মুন্সটার রেডস নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সকে জয়ের জন্য ১৮৯ রানের লক্ষ্য দেয়। জবাবে ১১.৪ ওভারে ওয়ারিয়র্স ৫ উইকেটে ৮৬ রান তুলেছিল। সেখান থেকে শুরু হয় ক্যাম্ফারের তাণ্ডব। ১২তম ওভারের পঞ্চম বলে উইলসন এবং ষষ্ঠ বলে গ্রাহাম হিউমকে আউট করেন তিনি। এরপর ১৪তম ওভারের প্রথম তিন বলেই তিনটি উইকেট নেন ক্যাম্ফার। ওই ওভারের প্রথম বলে অ্যান্ডি ম্যাকব্রায়ানকে আউট করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। পরের বলে রবি মিলার এবং তৃতীয় বলে জশ উইলসনকে বোল্ড করে ওয়ারিয়র্সের ইনিংস শেষ করে দেন।
৫ উইকেট নিয়ে কী বললেন ক্যাম্ফার?
জশ উইলসন ছিলেন ওয়ারিয়র্সের ১১ নম্বর ব্যাটার। তিনি আউট হওয়ার পর ক্যাম্ফারের টানা ৬ বলে ৬ উইকেট নেওয়ার সুযোগ আর থাকেনি। ম্যাচের পর যখন তাঁকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়, ক্যাম্ফার বলেন, ‘আমার মনে হয় না সেটা সম্ভব হত। যা পেয়েছি তাতেই খুশি। এই পারফরম্যান্সে আমি খুবই আনন্দিত।’