Vaibhav Suryavanshi: বিলেতে বৈভবের জন্য 'পাগলামি' দুই কিশোরীর, শুধু তাঁর সঙ্গে দেখা করতে ৬ ঘণ্টা পথ পাড়ি

Vaibhav Suryavanshi female fans: মাত্র ১৪ বছরের বৈভব এখনই মহিলামহলে মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন। ক্রিকেটারদের প্রতি মেয়েদের ক্রেজ নতুন কিছু নয়। আর সেই তালিকায় এখন রাইজিং সুপারস্টার বৈভব সূর্যবংশীর নামও জুড়েছে।

Vaibhav Suryavanshi female fans: মাত্র ১৪ বছরের বৈভব এখনই মহিলামহলে মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন। ক্রিকেটারদের প্রতি মেয়েদের ক্রেজ নতুন কিছু নয়। আর সেই তালিকায় এখন রাইজিং সুপারস্টার বৈভব সূর্যবংশীর নামও জুড়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vaibahv Suryavanshi Female fans: মাত্র ১৪ বছরের বৈভব এখনই মহিলামহলে মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন

Vaibahv Suryavanshi Female fans: মাত্র ১৪ বছরের বৈভব এখনই মহিলামহলে মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন

Vaibhav Suryavanshi News: বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) এখন শুধু একটা নাম নয়, বরং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে সেঞ্চুরি করে হইচই ফেলে দেওয়া এই বাঁ-হাতি ব্যাটার এখন ইংল্যান্ডেও চর্চায় রয়েছে। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে যখন একের পর এক রেকর্ড ভাঙছিলেন, তখন দুই কিশোরী তাঁর সঙ্গে দেখা করার জন্য খুবই উৎসুক হয়ে পড়েছিলেন।

Advertisment

হ্যাঁ, ঠিকই শুনেছেন! মাত্র ১৪ বছরের বৈভব এখনই মহিলামহলে মধ্যে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন। ক্রিকেটারদের প্রতি মেয়েদের ক্রেজ নতুন কিছু নয়। আর সেই তালিকায় এখন রাইজিং সুপারস্টার বৈভব সূর্যবংশীর নামও জুড়েছে।

পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ জেতার পর ১২ জুলাই থেকে শুরু হচ্ছে টেস্ট সিরিজ। তার আগে দুই কিশোরী, অন্যা আর রিভা, ওরসেস্টার থেকে প্রায় ৬ ঘণ্টার দীর্ঘ যাত্রা করে বৈভবের সঙ্গে দেখা করতে চলে আসে। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ফ্র্যাঞ্চাইজি সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করেছে।

Advertisment

আরও পড়ুন সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন বৈভব, ছক্কার বন্যায় কাড়লেন ইংরেজদের ঘুম!

ইংল্যান্ডে বৈভবের বিধ্বংসী ব্যাটিং 

IPL 2025 রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত খেলা এই প্রতিভাবান বিহারি ব্যাটার ইংল্যান্ডে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ৩৫৫ রান করেছেন। এই সময়ে ১৭৪.০২ স্ট্রাইক রেট আর ৭১ গড়ে ৩০টি চার আর ২৯টি ছক্কা মেরেছেন তিনি।

যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি 

সবচেয়ে স্মরণীয় ছিল তাঁর ১৪৩ রানের ঝোড়ো ইনিংস, যা তিনি মাত্র ৫২ বলে করেছিলেন। এর ফলে যুব ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের নামে করে নেন। ভারত এই সিরিজ ৩-২ ব্যবধানে জেতে, যেখানে বৈভবের অবদান ছিল অপরিসীম।

আরও পড়ুন ব্রিটিশদের মাটিতে ফের তাণ্ডব বৈভবের, সূর্যবংশীর ৮৬ রানের ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

আইপিএলে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি 

আইপিএল নিলামে এই বছর সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়েছিলেন বৈভব সূর্যবংশী। অভিষেকেই প্রথম বলেই ছক্কা মেরে নিজের আগ্রাসী মনোভাব স্পষ্ট করে দেন। তারপর মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ভারতীয়দের মধ্যে সবচেয়ে দ্রুততম আইপিএল সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেন।

আরও পড়ুন কথা দিয়েও কথা রাখতে পারলেন না বৈভব, শেষ ম্য়াচে মুখ ডোবালেন ভারতের

Rajasthan Royals Vaibhav Suryavanshi