Advertisment

Pathan backs Rohit-Virat: ওডিআই ওঁদের প্রিয় ফরম্যাট, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফর্ম ফিরবে, খোঁচা পাঠানের

Pathan backs Rohit and Virat: লাল বলের ক্রিকেটে রোহিত এবং বিরাটের সময়টা খুব একটা ভালো কাটেনি। সম্প্রতি একের পর এক সিরিজে দুই তারকাই ব্যর্থ হয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma-Virat Kohli: টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা ও বিরাট কোহলি

Rohit Sharma-Virat Kohli: টি২০ বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা ও বিরাট কোহলি। (ছবি-বিসিসিআই)

Pathan backs Rohit and Virat: ইরফান পাঠান শনিবার আসা প্রকাশ করেছেন যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফর্ম ফিরে পাবেন। টেস্ট ম্যাচে দুই ক্রিকেটার ব্যর্থ হলেও সেটা একদিনের ফরম্যাটে হবে না বলেই তিনি কোহলি এবং রোহিতের ভক্তদের আশ্বস্ত করেছেন। পাঠানের কথায়, 'ওডিআই ওঁদের প্রিয় ফরম্যাট, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফর্ম ফিরবে।'

Advertisment

পাঠান বলেন, 'ওরা সাদা বলের ক্রিকেটে রান করতে শুরু করবে, এতে কোনও সন্দেহ নেই। টেস্ট ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন বলের খেলা। অফ-স্টাম্পের বাইরে বিরাটের ডেলিভারি খেলাই হোক বা রোহিতের ছন্দ খুঁজে পাওয়া, ফর্ম শেষ পর্যন্ত ফিরবে। ওডিআই ওঁদের প্রিয় ফরম্যাট। তাই সেখানও ওঁরা ভালোভাবেই পারফর্ম করবে।'

সম্প্রতি লাল বলের ক্রিকেটে রোহিত এবং বিরাটের সময়টা খুব একটা ভালো কাটেনি। ভারত ১০ বছরের মধ্যে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার কাছে বর্ডার-গাভাসকর ট্রফি হেরেছে। সফরে মাত্র তিনটি টেস্ট খেলার পর, রোহিতের গড় ছিল ৬.২০, অন্যদিকে পার্থে অপরাজিত সেঞ্চুরি করা কোহলিও ২৩.৭৫ গড়ে সিরিজ শেষ করেছেন।

এর আগে, ভারত নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হেরেছে। যা ভারতীয় টেস্ট দলের কলঙ্কজনক অধ্যায়। এই সিরিজে, রোহিত ৬ ইনিংসে মাত্র ৯১ রান করেছিলেন, গড়ে ১৫.১৬, অন্যদিকে কোহলি ৬ ইনিংসে মাত্র ৯৩ রান করেছিলেন, গড়ে ১৫.৫০।

Advertisment

গত সপ্তাহে, নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকার বলেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে টিম ম্যানেজমেন্ট সবার মূল্যায়ন করবে। সিডনি টেস্টে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচ থেকে বাদ পড়ার পর রোহিত অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছেন। একইসঙ্গে দুই সুপারস্টার ফর্মে ফেরার জন্য লড়াই চালাচ্ছেন। এই পরিস্থিতিতে দলে কোহলির অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন- 'আমাকে হুমকি দিয়েছিল গম্ভীর, কোনওদিন খেলতে দেবে না KKR-এ', বিস্ফোরক বাংলার তারকা

ভারতীয় দলে রদবদলের ব্যাপারে আগরকর বলেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফি এখনও একমাস দেরিতে হবে। এই ছেলেরা একদিনের ক্রিকেটে অসাধারণ পারফর্ম করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেলে ফের তেমনটাই দেখা যাবে। তাই এই মুহূর্তে সবার মনোযোগ দেওয়া উচিত একদিনের ক্রিকেট এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে।'

cricket Virat Kohli Champions Trophy Rohit Sharma ODI Irfan Pathan Cricket News
Advertisment