Advertisment

বুমরা ইস্য়ুতে রাজ্জাককে কত ধানে কত চাল বুঝিয়ে দিলেন পাঠান

বিশ্বের এক নম্বর ওয়ানডে বোলার জসপ্রীত বুমরাকে সম্প্রতি ‘বেবি বোলার’ বলে আখ্য়া দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আবদুল রাজ্জাক। তাঁর মুখ বন্ধ করে দিলেন ভারতের প্রাক্তন পেসার ইরফান পাঠান।

author-image
IE Bangla Web Desk
New Update
Irfan Pathan gives befitting response to Razzaq’s ‘baby bowler’ comment

আবদুল রাজ্জাককে কত ধানে কত চাল বুঝিয়ে দিলেন ইরফান পাঠান

বিশ্বের এক নম্বর ওয়ানডে বোলার জসপ্রীত বুমরাকে সম্প্রতি ‘বেবি বোলার’ বলে আখ্য়া দিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আবদুল রাজ্জাক। তিনি বলেছিলেন যে, বুমরাকে অবলীলায় শাসন করতেন তিনি। রাজ্জাকের মুখে এই বিতর্কিত মন্তব্য় শোনার পর ঝড় উঠে গিয়েছে সোশালে। কিন্তু রাজ্জাকের মুখ বন্ধ করে দিলেন ভারতের প্রাক্তন পেসার ইরফান পাঠান।

Advertisment

২০০৪ সালের ঘটনা। পাকিস্তান তখন পরিকল্পনা করছিল নিজেদের মাটিতে ভারতকে টেস্ট খেলার আমন্ত্রণ জানানোর। সেসময় পাঠান ছিল দুরন্ত ফর্মে। তাঁর প্রসঙ্গে জাভেদ মিয়াঁদাদ একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “আপানাদের (ভারতের) ইরফান পাঠানের মতো বোলার আমাদের অলগলিতে রয়েছে। আমরা ওকে নিয়ে বিন্দুমাত্র ভাবিত নই।” মিয়াঁদাদের এই মন্তব্য়ের ঠিক পাঠান করাচি টেস্টে গিয়ে হ্য়াটট্রিক করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। বিশ্বের একমাত্র বোলার হিসাবে তিনি ম্য়াচের প্রথম ওভারে পরপর তিন বলে তিন উইকেট নেওয়ার নজির গড়েন।

আরও পড়ুন-বুমরাকে শাসন করতাম: আবদুল রজ্জাক

প্রায় ১৫ বছর পর মিয়াঁদাদের সেই কথা মনে করলেন পাঠান। টুইটারে নাম না করেই বিঁধলেন রাজ্জাককে। প্রাক্তন ভারতীয় পেসার লিখলেন, “ইরফানের মতো বোলার আমাদের অলিগলিতে পাওয়া যায়, কিন্তু এই গলির বোলারই যখন ওদের সঙ্গে খেলল তখন ওদের দম বার করে দিয়েছিল। ফ্য়ানেদের অনুরোধ করব এরকম মন্তব্য়ে তারা যেন কর্ণপাত না করেন। শুধু পড়বেন আর হাসবেন।”

আরও পড়ুন-শচীনের সমমানের নয় কোহলি: আবদুল রাজ্জাক

cricket pakistan India
Advertisment