Advertisment

Hardik Pandya Vice Captaincy: জয় শাহরা তোল্লাই দিচ্ছেন হার্দিককে, বুমরা কেন নয় ভাইস ক্যাপ্টেন! ফের বোর্ডকে পান্ডিয়া-বোমা পাঠানের

Irfan Pathan Statement: মুখ খুলে ইরফান পাঠান জানিয়েছেন, "আগেও হার্দিক অধিনায়ক হয়েছে। তবে রোহিত ওঁর থেকে টি২০-র নেতৃত্ব পুনরায় নিয়েছে। ওয়ার্ল্ড কাপের পর ভারতের রোডম্যাপ বদলে গিয়েছে। তরুণ দলের নেতা হিসেবে হার্দিক অথবা সূর্যকুমারকে ভাবা হচ্ছিল। তারপরেও ভারতীয় দলের জন্য হার্দিকের দায়বদ্ধতা, পারফরম্যান্স, ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।"

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya Vice Captaincy: হার্দিক পান্ডিয়া সহ অধিনায়ক

Hardik Pandya Vice Captaincy: হার্দিক পান্ডিয়া সহ অধিনায়ক

Hardik Pandya vs Irfan Pathan, T20 World Cup: হার্দিক নন, রোহিতের ডেপুটি হওয়ার জন্য আদর্শ ছিলেন জসপ্রীত বুমরা। এমনটাই মনে করছেন ইরফান পাঠান। টি২০ বিশ্বকাপের জন্য ভারত দল ঘোষণা করেছে ৪৮ ঘন্টা আগেই। রোহিতকে অধিনায়ক করে সহ অধিনায়কের জন্য ঘোষণা করা হয়েছে জসপ্রীত বুমরার নাম।

Advertisment

এরপরেই মুখ খুলে ইরফান পাঠান জানিয়েছেন, "আগেও হার্দিক অধিনায়ক হয়েছে। তবে রোহিত ওঁর থেকে টি২০-র নেতৃত্ব পুনরায় নিয়েছে। ওয়ার্ল্ড কাপের পর ভারতের রোডম্যাপ বদলে গিয়েছে। তরুণ দলের নেতা হিসেবে হার্দিক অথবা সূর্যকুমারকে ভাবা হচ্ছিল। তারপরেও ভারতীয় দলের জন্য হার্দিকের দায়বদ্ধতা, পারফরম্যান্স, ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।"

৩৯ বছরের পাঠান এরপরে একহাত নিয়েছেন হার্দিককে। বলে দিয়েছেন, "গোটা বছর ধরে জাতীয় দলে খেলার জন্য ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ বাধ্যতামূলক। চোট-আঘাত হবেই। তবে জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য নির্দিষ্ট পরিকল্পনা, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে খেলা ভীষণই গুরুত্বপূর্ণ। তবে এরপরেও একজন ক্রিকেটার রয়েছে, যে এই মানদণ্ড পূরণ করছে না। এমন হওয়া উচিত নয়। এতে দলের বাকিদের কাছে ভুল বার্তা যাবে। যখন দল দেখে কোনও নির্দিষ্ট প্লেয়ারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে, দলের পরিবেশ নষ্ট হয়।"

মুম্বই ইন্ডিয়ান্স-এর নেতা হিসাবে হার্দিক পান্ডিয়া ব্যাপক চাপে রয়েছেন। দায়িত্ব নিয়ে মোটেও ভরসা জাগানোর মত পারফরম্যান্স মেলে ধরতে পারছেন না। অধিনায়কত্ব তো বটেই ব্যাটে-বলে ধারাবাহিক ব্যর্থ হয়ে চলেছেন হার্দিক। দশ দলেড লিগে হার্দিকের মুম্বই এই মুহূর্তে ৯ নম্বরে।

আর ফর্ম হারানো হার্দিককে কেন সহ অধিনায়ক করা হল, তা নিয়ে প্ৰশ্ন তুলেছেন পাঠান, "নেতা বাছাইয়ের ক্ষেত্রে বোর্ডের নীতির ধারাবাহিকতা বজায় রাখার জন্যই হার্দিককে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। এটা বুঝেছি। নির্বাচকদের এই বিষয়টি বোধগম্য। তবে জসপ্রীত বুমরার মত কেউ ভাইস ক্যাপ্টেন হলে, বিষয়টি এত খারাপ -ও হত না!"

ভারতীয় দলে অনেককেই অহেতুক তোল্লাই দেওয়া হচ্ছে। এমন অভিযোগ-ও করেছেন পাঠান, "অতীতেও দেখেছি, বিশেষ করে গত টি২০ বিশ্বকাপের সময় যা ভারতীয় দলের মূল্যবোধের পরিপন্থী। বেশ কিছু দৃষ্টান্ত রয়েছে যেখানে বিশেষ কিছু ক্রিকেটারকে বাকিদের থেকে বেশি সুযোগ-সুবিধা পেয়ে থাকছে। এমনটা মোটেই মেনে নেওয়া যায়না। বিশ্বকাপের মত টুর্নামেন্টে সফল হওয়ার শর্ত একটাই, সকলকে যেন সমান চোখে দেখা হয়।"

T20 World Cup Indian Team Jasprit Bumrah Hardik Pandya Irfan Pathan Indian Cricket Team
Advertisment