রাত পোহালেই শহর কলকাতায় আরও একটা আইপিএল ম্যাচ। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলবে রাজস্থান রয়্য়ালসের। এখন কেকেআরের অন্দরমহলে একটা খবরই ঘুরপাক খাচ্ছে। ক্য়াপ্টেনসি খোয়াতে পারেন দীনেশ কার্তিক।
কেকেআর পরের ম্যাচের আগেই বেছে নিতে পারে নতুন কোনও অধিনায়ককে। টুর্নামেন্টে দুরন্ত শুরু করেও ক্রমাগত হারের ধাক্কায় কলকাতার প্লে-অফে যাওয়া নিয়ে কার্যত ধোঁয়াশা দেখা দিয়েছে। আর খারাপ পারফরম্যান্সের জেরেই গর্দান যেতে পারে দীনেশের। এমনটাই জোর জল্পনা।
আরও পড়ুন: বিশ্বকাপের আগেই ছুটি চাইছেন ধোনি
শেষবার ২০১৫ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা প্লে-অফে পৌঁছাতে পারেনি। কার্তিকের পদ নিয়ে টানাটানির অন্যতম কারণ আন্দ্র রাসেল। এই টুর্নামেন্টে কলকাতার স্টার ব্যাটসম্য়ান অভিযোগ করেছেন যে, তাঁকে এত নিচের দিকে নামানো হচ্ছে যে, তিনি খেলার জন্য় বেশি ডেলিভারে পাচ্ছেন না। দেখতে গেলে এই মরসুমে কার্তিকও ডাঁহা ফেল করেছেন। ১০ ম্যাচ খেলে ১১৭ রান করেছেন তিনি। ১৬.৭১-এর গড় তাঁর।
দীনেশকে ছাঁটাই করার প্রসঙ্গে এবার মুখ খুললেন কলকাতার হেড স্যার জ্যাক কালিস। টাইমসনাওডটকম-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন, "এই নিয়ে আমাদের কোনও আলোচনাও হয়নি। এমনকি বিষয়টাও সামনে আসেনি। এরকম কোনও কথাই হয়নি। আমাদের আরেকটু ভাল খেলতে হবে। সবাইকে ভাল প্রচেষ্টা করেই জিততে হবে।"
খারাপ পারফরম্য়ান্সের জেরে অধিনায়কত্ব বদলের ঘটনা নতুন নয়। এই মরসুমে রাজস্থান রয়্যালস অজিঙ্ক রাহানাকে সরিয়ে স্টিভ স্মিথকে আবার ক্যাপ্টেন করে নিয়ে এসেছে। গতবছর গৌতম গম্ভীরও ক্যাপ্টেনসির ব্যাটন টুর্নামেন্টের মাঝপথেই তুলে দিয়েছিলেন শ্রেয়াস আয়ারের হাতে। এমনকি রাইজিং পুণে সুপারজায়েন্টও ধোনির থেকে ক্যাপ্টেনসির দায়িত্ব স্মিথকে তুলে দিয়েছিল। এখন দেখার দীনেশের ভাগ্যে কী অপেক্ষা করে রয়েছে!