/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/ishan_kisan_kohli_copy_1200x676.jpg)
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে দুরন্ত ইনিংস উপহার দিলেন ঈশান কিষান। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ম্যাচেই হাফসেঞ্চুরি। তাও আবার আদিল রশিদের বলে ছক্কা হাঁকিয়ে। তবে হাফসেঞ্চুরি করেও প্রথা মেনে ব্যাট তুলতে কিছুটা দেরি করেন ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটসম্যান। ম্যাচের পরেই এর কারণ খোলসা করলেন তরুণ তুর্কি। তিনি জানালেন, বিরাট কোহলি না বললে তিনি জানতেই পারতেন না তাঁর অর্ধশতরান হয়ে গিয়েছে।
যুজবেন্দ্র চাহালকে ম্যাচের পরে বিসিসিআই টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে ঈশান কিষান বললেন, "সত্যি কথা বলতে আমি নিশ্চিত ছিলাম না যে আমি হাফসেঞ্চুরি করেছি। যখন বিরাট ভাই আমাকে বলল, টপ ইনিংস! তখনই বুঝতে পারলাম আমি হাফসেঞ্চুরি করে ফেলেছি। তবে ফিফটির পরে আমি সাধারণত ব্যাট তুলি না। সেই সময় বিরাট ভাই আমাকে পিছন থেকে বলল, 'ওয়ে, চার দিকে ঘুরে ব্যাট দেখা, এটাই তোর প্রথম ম্যাচ! তারপরেই আমি বুঝতে পারলাম, এটা কার্যত আদেশের মত।"
আরো পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্স ছাড়বেন ঈশান, সূর্যকুমার! আগামী IPL-এ বড়সড় ধাক্কার মুখে চ্যাম্পিয়ন দল
কেএল রাহুল শুরুতে আউট হয়ে যাওয়ার পরে দ্বিতীয় উইকেটে বিরাট কোহলি এবং ঈশান কিষান ৯ ওভারেই ৯৪ রান তুলে ফেলেন। দুই ব্যাটসম্যানই একে অন্যকে স্ট্রাইক দিয়ে রানের ঘড়ি সচল রাখছিলেন। তারপরেই মাত্র ২৮ বলে টি২০ ক্রিকেটে প্রথম ম্যাচেই হাফসেঞ্চুরি করে ফেলেন তিনি।
📺 Debut for India & debut on Chahal TV right away 😎
DO NOT MISS: @yuzi_chahal chats up with @ishankishan51 after his superb batting performance in the 2nd T20I against England. 👍👍 - By @RajalArora#TeamIndia#INDvENG@Paytm
Full interview 🎥 👉https://t.co/X68QuvB55Ypic.twitter.com/iCKzbTewU1— BCCI (@BCCI) March 15, 2021
A lot of hard work, belief and backing behind the scenes culminating into this moment. Thank you everyone for your support. There is no bigger joy than playing for India. 🇮🇳😍🙌 pic.twitter.com/OstCuyuO3e
— Ishan Kishan (@ishankishan51) March 14, 2021
ঈশান কিষান আউট হয়ে গেলেও বিরাট কোহলি শেষ পর্যন্ত ৪৯ বলে ৭৩ রান করে অপরাজিত রয়ে যান। ঈশান কিষান আউট হয়ে যাওয়ার পরে ঋষভ পন্থ ব্যাট করতে নামেন। তিনিও কিছুক্ষণ পরে প্যাভিলিয়নে ফেরেন। তারপরেই রুদ্রমূর্তি ধরেন ক্যাপ্টেন কোহলি।
ঈশান কিষান ম্যাচের পরে বলে যান, "শুরুর দিকে কোহলির সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট করতে সমস্যায় পড়ছিলাম। বাউন্ডারি হাঁকানোর পর অথবা দু-রান ছুটে নেওয়ার পর ওঁর এনার্জি, এমনটা আগে দেখিনি। তবে এই পর্যায়ে সফল হওয়ার জন্য শরীরী ভাষা কেমন হওয়া প্রয়োজন, সেটা এদিন বুঝলাম।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন