Ishan Kishan captain of Jharkhand Ranji Team: রঞ্জি ট্রফিতে ঝাড়খণ্ডের অধিনায়ক করে দেওয়া হল ঈশান কিষানকে। ২০২৪-এর ফেব্রুয়ারিতে, বছর ২৬-এর কিষান বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন। বোর্ড তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে বললেও নির্দেশ অমান্য করেছিলেন ঝাড়খণ্ডের এই খেলোয়াড়। তারই সাজা হিসেবে তাঁকে বোর্ডের চুক্তি থেকে বাদ পড়তে হয়।
কিষান অবশ্য নানাভাবে বুঝিয়ে দিয়েছেন, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। আর, বোর্ডও ঘরোয়া ট্রফিগুলোয় প্লেয়ারদের খেলা নিশ্চিত করতে আরও বেশি কড়া হয়েছে। এই পরিস্থিতিতে আসন্ন রঞ্জি মরশুমে কিষানকে ঝাড়খণ্ডের অধিনায়ক করা হল। প্রাক্তন জাতীয় উইকেটরক্ষকের দল রঞ্জিতে উদ্বোধনী ম্যাচ খেলবে অসমের বিরুদ্ধে গুয়াহাটিতে। কিষান এবছর ইতিমধ্যেই ঝাড়খণ্ডের হয়ে বুচিবাবু ট্রফিতে খেলেছেন। দলীপ ট্রফিতে ইন্ডিয়া সি-এর হয়ে খেলেছেন। ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় একাদশেও ছিলেন। সব জায়গাতেই তাঁর পারফরম্যান্স বেশ ভালো।
এবছরের ফেব্রুয়ারিতে কিষান জাতীয় চুক্তি থেকে বাদ পড়ার আগে বিসিসিআই সচিব জয় শাহ সব খেলোয়াড়দেরকেই সতর্ক করে জানিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেট জাতীয় দলে সুযোগ পাওয়ার মাপকাঠি। তাই ঘরোয়া ক্রিকেটে না খেললে জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। কিন্তু, কিষান তাতে কান দেননি। উলটে আইপিএলের জন্য হার্দিক পান্ডিয়ার সঙ্গে অনুশীলন শুরু করে দেন। এরপরই বোর্ডের বার্ষিক চুক্তি থেকে কিষান বাদ পড়েন।
যদিও কিষান ঘনিষ্ঠদের দাবি, 'শাহর ওই সতর্কবার্তা ঈশানের জন্য ছিল না। কারণ, ও বরাবরই রঞ্জিকে প্রাধান্য দিয়েছে। ২০২২-২৩ এ জাতীয় দলে থাকাকালীনও রঞ্জি খেলেছে। কেরলের বিরুদ্ধে সেঞ্চুরি করেছে। তারপরই তো টেস্ট দলে জায়গা পেল। তাই কিষানের বিরুদ্ধে ঘরোয়া ট্রফিতে না খেলাটা, ভুলভাল অভিযোগ।'
তবে কিষান ঘনিষ্ঠরা যাই বলুন, ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটার শাহর ওই সতর্কবার্তার পরই জাতীয় দলে তিন ফরম্যাট থেকেই বাদ পড়েন। এমনকী রুতুরাজ গায়কোয়াড় অসুস্থ থাকা সত্ত্বেও কিষান আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে জায়গা পাননি। এনিয়ে কিষানের মনেও খেদ আছে। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, 'আমি রান করছিলাম। তারপরও রিজার্ভে রাখা হচ্ছিল। দলগত খেলায় এসব হয়। কিন্তু, আমি টানা সফরে ক্লান্ত হয়ে পড়ছিলাম। আমার ভালো লাগছিল না। তাই একটু বিশ্রাম নিতে চাইছিলাম। কিন্তু, আমার সেই ব্যাপারটা পরিবার আর ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ বুঝতে চায়নি।'
আরও পড়ুন- কর্মফলে বিশ্বাস করি, সাকিবের সঙ্গে ঝামেলায় বিস্ফোরক মন্তব্য এবার তামিমের
ঝাড়খণ্ড রঞ্জি স্কোয়াড: ইশান কিষান (অধিনায়ক), বিরাট সিং (সহ-অধিনায়ক), কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), নাজিম সিদ্দিকি, আর্যমান সেন, শরণদীপ সিং, কুমার সুরজ, অনুকুল রায়, উৎকর্ষ সিং, সুপ্রিয় চক্রবর্তী, সৌরভ শেখর, বিকাশ কুমার, বিবেকানন্দ তিওয়ারি, মনীষী, রবি কুমার যাদব, রৌনক কুমার