/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/imgonline-com-ua-twotoone-JEuYYpDAmzGiI_copy_759x422.jpg)
সদ্য সমাপ্ত আইপিএলের পর রাতারাতি সুপারস্টারের তকমা পাচ্ছেন ঈশান কিষান। ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করে মুম্বইয়ের জার্সিতে নিজের জাত চিনিয়েছেন। দলের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে ঈশানের অবদান অনস্বীকার্য। অনেকেই ঝাড়খণ্ডের ঈশানকে ধোনির উত্তরসূরি বলছেন।
ধোনির রাজ্যের ঈশান তারকা হওয়ার বহু আগেই অবশ্য সঙ্গে অন্য পিচে ব্যাটিং করছেন বান্ধবী অদিতি হুন্ডিয়ার সঙ্গে। ঈশান যেমন আইপিএল থেকে লাইমলাইটে উঠে এলেন, তেমনই অদিতির প্রচার পাওয়াও আইপিএলে। গ্যালারিতে বসে প্রিয় দলকে চিয়ার করছিলেন। তারপরেই ক্যামেরাম্যানের লেন্স ফোকাস করে তার প্রতি। রাতারাতি সুন্দরী অদিতি সেনসেশন হয়ে যান!
আরো পড়ুন: পন্থ নন, ধোনির রাজ্যের ঈশানই ভবিষ্যৎ! জানালেন ঋষভেরই ‘মেন্টর’
২০১৯-এ চেন্নাই বনাম মুম্বই ফাইনালে সকলের আকর্ষণ কেড়ে নেওয়ার আগেই অদিতি প্রচারে এসেছিলেন 'মিস সুপার ন্যাশনাল ইন্ডিয়া'-এর শিরোপা পাওয়ার পর।
সুপার মডেল অদিতির জন্ম ১৯৯৭-এর ১৫ জানুয়ারি রাজস্থানের জয়পুরে। ইন্টারন্যাশনাল স্কুলে পড়ার পর ব্যাচেলার্স ডিগ্রি পান বিজনেস স্টাডিজে। পড়তেন জয়পুরের সেন্ট জেভিয়ার্সে। আইপিএলের ফাইনালে ক্যামেরায় 'ধরা' পড়ে যাওয়ার পর ঈশান কিষানের সঙ্গে অদিতির সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।
শৈশব থেকেই মডেল হওয়ার স্বপ্ন দেখতেন অদিতি। ২০১৬ সালে অদিতি এলিট মিস রাজস্থান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখানে রানার আপ হন। তারপরের বছরেই ফেমিনা মিস ইন্ডিয়া রাজস্থান-এর শিরোপা জেতেন। এফবিবি কালার্স মিস ইন্ডিয়া ২০১৭-র সেরা দশেও জায়গা করে নিয়েছিলেন। ২০১৮-য় জেতেন সুপারন্যাচারাল। সেই বছরেই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করেন অদিতি।
যাইহোক, ঈশান-অদিতি দুজনে অবশ্য প্রকাশ্যে কখনো স্বীকার করেননি তাঁরা ডেটিং করছেন। 'গোপন'-ই রেখেছেন নিজেদের সম্পর্ক। তবে ইনস্টাগ্রাম স্টেটাসে দুজন দুজনকে নিয়েই ইঙ্গিতপূর্ণ ভারচুয়াল রোমান্স চালিয়ে যান। আইপিএল চলাকালীনই যেমন ঈশানের ব্যাট তোলা একাধিক ছবি সুন্দরীর ইনস্টাগ্রাম স্টেটাসে জায়গা করে নিয়েছিল।
২০১৮ সালে ৬.২ কোটি টাকায় মুম্বইয়ে নাম লেখান তিনি। চলতি আইপিএলে ১৪৫.৭৬ স্ট্রাইক রেট রেখে ৫১৬ রান করেছেন। সিজনের শুরুতে মিডল অর্ডারে ব্যাট করতে নামলেও রোহিতের অনুপস্থিতিতে ওপেন করেছেন শেষের দিকে। তবে পারফরম্যান্সে ঘাটতি পড়েনি। মাঠের মত মাঠের বাইরেও দুরন্ত ঈশান।
বাইশ গজের মত সুন্দরীর মনেও যে ছক্কা হাঁকাতে সিদ্ধহস্ত তিনি, সেকথা বলাই বাহুল্য।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন