Advertisment

পূজারা-রাহানে নন, প্রোটিয়াজ সফরের পরেই বাতিল এই তারকা! বড় আপডেট সামনে

বিগত কয়েক মাসে সময় যত গড়িয়েছে, ততই ঈশান্তের ফর্মের পতন ঘটেছে। তাই চরম সিদ্ধান্ত নিতে আর দ্বিধাগ্রস্ত নন নির্বাচকরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কোহলিকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়ে উথালপাতাল তৈরি করেছে ভারতীয় বোর্ড। তবে দ্রাবিড় জমানায় চমকের এখানেই শেষ নয়। জানা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকা সফরের পরেই ছেঁটে ফেলা হচ্ছে ইশান্ত শর্মাকে। দক্ষিণ আফ্রিকাই ঈশান্তের কেরিয়ারে শেষ বিদেশ সফর হতে চলেছে। এমনটাই জানানো হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে।

Advertisment

এমনিতে টেস্টেও প্ৰথম একাদশে জায়গা হারিয়েছেন বেশ কিছুদিন হল। ১০৫ টেস্টে জাতীয় দলের হয়ে অংশ নেওয়া ইশান্ত ধারাবাহিকতার অভাবে ভুগছেন সম্প্ৰতি। এর মধ্যেই উঠতি বেশ কিছু প্রতিভা দীর্ঘদিনের সম্ভবনা জাগিয়ে হাজির হয়েছেন ভারতীয় ক্রিকেটে। নির্বাচকরা সেই তরুণদেরই বেশি করে ম্যাচ খেলানোর পক্ষপাতী। ঈশান্তের বিকল্প হিসেবে নির্বাচকদের নজরে রয়েছেন শার্দূল ঠাকুর এবং মহম্মদ সিরাজ। তাই দক্ষিণ আফ্রিকা সফরে চেতেশ্বর পূজারা এবং রাহানেদের সঙ্গেই নির্বাচকদের কড়া নজরে থাকবেন ইশান্ত।

আরও পড়ুন: কোহলিকে হঠানোয় কোনও স্বচ্ছতা নেই! সৌরভকে ভয়াবহ আক্রমণ বিরাট-কোচের

বোর্ডের এক কর্তা ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়েছেন, "রাহানেকে সহ অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়ে কার্যত ওয়ার্নিং দেওয়া হয়েছে। একজন সিনিয়র মেম্বার হিসাবে দলে আরও বেশি অবদান রাখা উচিত ওঁর। একই কথা প্রযোজ্য পূজারার ক্ষেত্রেও। দীর্ঘদিন জাতীয় দলের সঙ্গে রয়েছে পূজারা। গুরুত্বপূর্ণ ম্যাচে আরও বেশি অবদান রাখুক ও, সেটাই চাইছে টিম ম্যানেজমেন্ট।"

"দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করলে তবেই পূজারা-রাহানের টেস্ট কেরিয়ার দীর্ঘায়িত হবে। তবে ঈশান্তের ক্ষেত্রে এটাই শেষ সফর।"

কয়েক বছর আগেও টেস্টে জাতীয় দলের পেস বিভাগের নেতৃত্বে ছিলেন ইশান্ত। তবে মহম্মদ শামি এবং জসপ্রীত বুমরার ধারাবাহিক উত্থান ইশান্তকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। কয়েক দিন আগে ইংল্যান্ড সফরে চার পেসারের প্ৰথম একাদশে জায়গা হয়নি তারকার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কয়েকদিন আগের টেস্ট সিরিজেও ইশান্ত দ্বিতীয় টেস্টে সুযোগ পাননি। বিগত কয়েক মাসে সময় যত গড়িয়েছে, ততই ঈশান্তের ফর্মের পতন ঘটেছে। তাই চরম সিদ্ধান্ত নিতে আর দ্বিধাগ্রস্ত নন নির্বাচকরা। গত একবছরে ইশান্ত ৮ টেস্টে মাত্র ১৪ উইকেট নিয়েছেন। ৩২.৭১ গড় সমেত।

ভারতের টেস্ট দলের ওয়েটিং লিস্টে রাখা হচ্ছে একঝাঁক প্রতিভাবান তারকাকে। এঁদের মধ্যে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ, উমরান মালিক, আবেশ খান, নভদীপ সাইনি। দক্ষিণ আফ্রিকা সফরে ঈশান্তের জন্য কী অপেক্ষা করছে, সময়ই বলবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Indian Team Ishant Sharma
Advertisment