Advertisment

ATK vs Chennaiyin FC: চেন্নাই থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরছে এটিকে

এটিকে ডাইন দ্য মিডল দিয়ে চেন্নাইয়িনের অর্ধে কাউন্টার অ্যাটাক করছিলেন মাইকেল সুসাইরাজের মাধ্য়মে। গত মরশুমে চেন্নাই সিটির জার্সিতে নজর কেড়েছিলেন সুসাইরাজ। আইলিগের পরে আইএসএলও মাতাচ্ছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
ATK

গোল করার মুহূর্তে ডেভিড উইলিয়ামস (আইএসএল)

এটিকে: ১ (ডেভিড উইলিয়ামস)
চেন্নাইয়িন এফসি: ০

Advertisment

চেন্নাই থেকে তিন পয়েন্ট নিয়েই ফিরছে এটিকে। ডেভিড উইলিয়ামসের গোলে এটিকে এদিন পুরো পয়েন্টই ঘরে তুলল। এই নিয়ে টানা দুটো ম্যাচে জয় পেল এটিকে।

হাবাস ও জন গ্রেগরি- দুই কোচই এদিন আগের ম্যাচ থেকে একটি পরিবর্তন ঘটিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন। চেন্নাই যেমন আগের ম্য়াচে খেলা স্ক্রেমব্রিকে বসিয়ে নিয়ে এসেছিল ভালকিস। তেমনই হায়দরাবাদ এফসিকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া প্রথম একাদশ থেকে বাদ পড়েছিলেন জয়েশ রাণে। বদলে হাবাস নামান প্রণয় হালদারকে।

আরও পড়ুন ISL 2019, ATK vs Chennaiyin FC: বিরতিতে গোলশুন্য এটিকে-চেন্নাইয়িন

প্রথমার্ধে, চেন্নাই আক্রমণাত্মক। আক্রমণের ঢেউ ভেসে আসছিল এটিকের অর্ধে। দুই বাঙালি সাইড ব্যাক প্রণয় হালদার এবং প্রবীর দাসের প্রান্ত থেকেই আক্রমণের সূচনা করছিলেন চেন্নাইয়িনের দুই উইঙ্গার ছাংতে এবং ফিরতুলেস্কু। এর মধ্য়ে সারাক্ষণই এটিকে আক্রমণকে ব্যস্ত রাখছিলেন ছাংতে। পরিসংখ্যান বলছে, গত মরশুমে ভারতীয় ফুটবলারদের মধ্যে ফরোয়ার্ডদের অ্যাসিস্ট করার জন্য সবথেকে সঠিক ক্রস রেখেছিলেন ছাংতে। এদিনই সেই ছাংতে ভোগাচ্ছিলেন এটিকে রক্ষণকে।

অন্যদিকে, এটিকে উইং প্লে নয়। ডাইন দ্য মিডল দিয়ে চেন্নাইয়িনের অর্ধে কাউন্টার অ্যাটাক করছিলেন মাইকেল সুসাইরাজের মাধ্য়মে। গত মরশুমে চেন্নাই সিটির জার্সিতে নজর কেড়েছিলেন সুসাইরাজ। আইলিগের পরে আইএসএলও মাতাচ্ছেন তামিল ফুটবলারটি। এটিকের জার্সিতে এদিনই তিনিই সবথেকে ঝলমলে। একাধিক গোলের বিল্ড আপ তৈরি করলেন তিনি। তবে আপফ্রন্টে ভেদ্যতা না থাকায় গোল আসছিল না।

আরও পড়ুন ATK vs Chennaiyin fc: কোথায়, কখন দেখবেন, জানুন

Micheal Soosairaj গোটা ম্যাচে দারুণ খেললেন সুসাইরাজ (আইএসএল)

তবে বিরতি পর্যন্ত দুই দলই গোলের জন্য হাপিত্যেশ করে বসে থাকার পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল। কৃষ্ণ-ডেভিড উইলিয়ামস এবং সুসাইরাজের ত্রিমুখী আক্রমণে ভেঙে পড়ে চেন্নাইয়িনের রক্ষণ। বিরতির পরে সবে বল গড়িয়েছে। চোখের পলক পড়তে না পড়তেই গোল এটিকের। রয় কৃষ্ণ ডানপ্রান্তিক আক্রমণে বল পেয়েছিলেন। সেই বল তিনি বাড়িয়ে দিয়েছিলেন সুসাইরাজের কাছে। সুসাইরাজের গোলমুখী শট আবার চেন্নাইয়িনের ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হয়ে পৌঁছয় অরক্ষিত ডেভিড উইলিয়ামসের কাছে। সেখান থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে যান অজি স্ট্রাইকার।

আরও পড়ুন ISL 2019, Chennaiyin FC vs ATK Preview: মরসুমের প্রথম জয়ের লক্ষ্যে চেন্নাইয়িন

তবে গোল করার পরেই বড়সড় ধাক্কা এটিকে শিবিরে। এল সাবিয়ার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে স্ট্রেচারে শুইয়ে মাঠ ছাড়লেন এটিকের মাঝমাঠের প্রাণভ্রোমরা সুসাইরাজ। দ্বিতীয়ার্ধের শেষ কোয়ার্টারে একাধিকবার আক্রমণের বিল্ড আপ তৈরি করেও চেন্নাই গোল পায়নি আপফ্রন্টের ভেদ্যতার অভাবে। গোল করার সুবাদে ম্যাচের সেরা ডেভিড উইলিয়ামস।

Indian Football ATK
Advertisment