Advertisment

বিশ্বমাণের ফ্রি-কিকেও জয় অধরা সবুজ মেরুনের, হাবাসদের ড্র গোয়ার বিপক্ষে

আগের ম্যাচেই মুম্বই সিটি এফসির কাছে হেরে বসেছিল এটিকে এমবি। গোয়ার বিরুদ্ধে হাবাস বাহিনীর লক্ষ্য ছিল জয়ের সরণিতে প্রত্যাবর্তন করার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এটিকে মোহনবাগান: ১ (এডু গার্সিয়া)

Advertisment

গোয়া: ১
(ঈশান পন্ডিতিয়া)

আগের ম্যাচে হারের পর গোয়ার বিরুদ্ধে জয়ে ফিরতে পারল না এটিকে মোহনবাগান। ১-১ গোলে ড্র করে সন্তুষ্ট থাকল সবুজ মেরুন ব্রিগেড। দ্বিতীয়ার্ধে এডু গার্সিয়ার বিশ্বমানের ফ্রি কিকে এগিয়ে গিয়েছিল এটিকে মেরিনার্সরা। কিছুক্ষণ পরেই দুরন্ত গোল করে গোয়ার হয়ে সমতা ফিরিয়ে দেন ঈশান পন্ডিতিয়া।

এফসি গোয়া আগের ম্যাচের অপরিবর্তিত একাদশই নামিয়েছিল। তবে মেরিনার্স বস হাবাস তিনটে চেঞ্জ করেন আগের ম্যাচের একাদশে।মনবীর সিং, জাভি হার্নান্দেজ এবং মার্টিন্সকে বাইরে রেখে এদিন ফার্স্ট ইলেভেন নিয়ে আসা হয় প্রবীর দাস, শেখ সাহিল এবং ম্যাকহিউকে।

প্রথমার্ধে দুই দলই সমানে সমানে টক্কর দেয়। গোয়ার প্রাধান্য থাকলেও এটিকের রক্ষণভাগ ভালভাবেই গোয়ার আক্রমন সামাল দিচ্ছিল। বিরতিতে গোলশূন্য থাকে ফলাফল।

দ্বিতীয়ার্ধে গোয়া আক্রমণে আরো চাপ বাড়িয়েছিল। তবে খেলার গতির বিপরীতেই গোল করে যান এডু গার্সিয়া। রয় কৃষ্ণকে ফাউল করেছিলেন ডোনাচি। ফ্রি কিক থেকে চোখ ধাঁধানো গোল করে যান এডু গার্সিয়া। স্প্যানিয়ার্ডের দুরন্ত গোলে এটিকে মোহনবাগান লিড নিলেও তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। কিছুক্ষণ পরেই সমতাসূচক গোল করে যায় গোয়া।

এবারেও গোল আসে সেটপিস থেকে। কর্নার পেয়েছিল গোয়া। ডোনাচির গোলমুখী হেড প্রতিহত করেন প্রবীর। তবে রিবাউন্ড থেকে গোল করে যান ঈশান।

এরপরে আর দুই দল জয়সূচক গোল করতে পারেনি।

এটিকে মোহনবাগান:
অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, সন্দেশ জিংঘান, প্রবীর দাস, কার্ল ম্যাকহিউ, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণ, এডু গার্সিয়া, শেখ সাহিল, শুভাশিস বোস

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের হয়ে অভিষেকেই উজ্জ্বল ব্রাইট, নতুন বছরের প্ৰথম ম্যাচেই প্রথম জয় ফাউলারের

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

ATK Mohun Bagan ISL
Advertisment