এটিকে মোহনবাগান: ২ (রয় কৃষ্ণ, সন্দেশ জিংঘান)
নর্থইস্ট ইউনাইটেড এফসি: ০
থামানোই যাচ্ছে না এটিকে মোহনবাগানকে। বছরের প্রথম ম্যাচেই ২-০ গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে উড়িয়ে নিজেদের জয়ের ধারা বজায় রাখল সবুজ মেরুন ব্রিগেড। বছরের প্রথম ম্যাচেও গোল রয় কৃষ্ণের। বাকি গোল আত্মঘাতী।
হাবাস বাহিনী বছর শেষ করেছিল ফার্স্ট হয়ে। নতুন বছরের প্রথম ম্যাচেও জয় আসে কিনা, তা নজর রাখতেই এদিন টিভির সামনে বসেন মেরিনার্সরা। সমর্থকদের আশ্বস্ত করেই এল এদিনের কর্তৃত্ব নিয়ে জোড়া গোলে জয়।
শুরু থেকেই ম্যাচের রাশ ছিল এটিকে মোহনবাগানের হাতে। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর গোল করে যান রয় কৃষ্ণ। ৫১ মিনিটে তিরির দুরন্ত পাস থেকে দলকে প্রথমে লিড এনে দেন ফিজিয়ান তারকা।
সেই গোলের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় গোল আসে। আত্মঘাতী গোল করে বসেন নর্থইস্ট ইউনাইটেডের ডিফেন্ডার বেঞ্জামিন ল্যাম্বোট। এদুয়ার্ড এর ক্রস দারুনভাবে ফিনিশ করে গোলে বল পাঠান সন্দেশ। তবে ল্যাম্বোতের পায়ে সেই বল লেগে গোলে জড়িয়ে যায়।
এরপর দ্বিতীয়ার্ধে আর খুঁজে পাওয়া যায়নি জেরার্ড নেসের দলকে।
এটিকে মোহনবাগান- অরিন্দম ভট্টাচার্য, সন্দেশ জিংঘান, তিরি, শুভাশিস বোস, প্রীতম কোটাল, প্রবীর দাস (মনবীর সিং), কার্ল ম্যাকহিউ, এডু গার্সিয়া (গ্লেন মার্টিন্স), সাহিল শেখ (প্রণয় হালদার), ডেভিড উইলিয়ামস (ব্র্যাড ইনমান), রয় কৃষ্ণ
নর্থ ইস্ট ইউনাইটেড এফসি: গুরমিত সিং, প্রভাত লাকরা (গুরজিন্দর), আশুতোষ মেহতা, ডিলান ফক্স, বেঞ্জামিন ল্যাম্বোট, খাসা কামারা (লুইস), ফ্রেডেরিকো গালেগো, লামামাওয়া, রচারজেলে (মিতেই), ইদ্রিসা সাইলা, সুহের ভিপি
আরো পড়ুন: অস্ট্রেলিয়ায় কোভিড বিধিভঙ্গ! রোহিত-পন্থদের আইসোলেশনে পাঠানো হল
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন