ফের ঝকঝকে ব্রাইট! ১০ জনে খেলেও জয় মাঠে রেখে এল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল বছরের প্রথম ম্যাচ খেলতে নেমেই টুর্নামেন্টের প্রথম জয় ছিনিয়ে নেয় ওড়িশা এফসির বিপক্ষে। দ্বিতীয় ম্যাচেও লাল হলুদ ফুটবলাররা জয় ধরে রাখতে পারেন কিনা, সেটাই ছিল দেখার।

ইস্টবেঙ্গল বছরের প্রথম ম্যাচ খেলতে নেমেই টুর্নামেন্টের প্রথম জয় ছিনিয়ে নেয় ওড়িশা এফসির বিপক্ষে। দ্বিতীয় ম্যাচেও লাল হলুদ ফুটবলাররা জয় ধরে রাখতে পারেন কিনা, সেটাই ছিল দেখার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইস্টবেঙ্গল: ১ (ব্রাইট)
এফসি গোয়া: ১ (দেবেন্দ্র মুরগাওঁকর)

নতুন বছরে পা রাখতেই যেন আমূল বদলে গিয়েছে ইস্টবেঙ্গল। তিলক ময়দান স্টেডিয়ামে ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া ম্যাচ ১-১ শেষ হল। তবে ১০ জনে অধিকাংশ সময় খেলেই জয় নিয়ে মাঠ ছাড়তে পারত লাল হলুদ ব্রিগেড।

Advertisment

আর ভোল বদলে যাওয়া ইস্টবেঙ্গলের কারিগর ব্রাইট এনখোবারের অন্তর্ভুক্তি। লাল হলুদ জার্সিতে অভিষেকেই গোল করে দলকে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ দিয়েছিলেন। এদিনও স্কোরারের তালিকায় নাম লেখালেন নাইজেরীয় স্ট্রাইকার।

রবি ফাউলারের দল অবশ্য প্রথমার্ধে টেক্কা দিতে পারেনি গোয়াকে।।সুযোগ তৈরি থেকে বল পজেশন- সবকিছুতেই এগিয়েছিল হুয়ান ফেরান্দর গোয়া। তবে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ প্রথমার্ধে চীনের প্রাচীর না হয়ে দাঁড়াল বিরতির আগেই গোল হজম করে ফেলতে পারত তারা।

Advertisment

দ্বিতীয়ার্ধে অবশ্য অন্য ইস্টবেঙ্গল। অনেক বেশি পজিটিভ দিশা নিয়ে আক্রমণ শানাতে থাকে। তবে ৫৬ মিনিটে স্টেইনম্যান লাল কার্ড দেখে ফাউলারের প্ল্যানিং অনেকটাই গুবলেট করে দেন। আক্রমণে বল নিয়ে এগোচ্ছিলেন ফক্স। তাঁর কাছ থেকে বল চিনিয়ে নেন আলেকজান্ডার জেসুরাজ। এরপর মারাত্মক ট্যাকল করে বসেন ক্যাপ্টেন। সঙ্গেসঙ্গেই রেফারি লাল কার্ড দেখিয়ে দেন।

১০ জনে হয়ে গেলেও গোয়ার সঙ্গে সমানে সমানে পাল্লা দিচ্ছিল ইস্টবেঙ্গল। এরপরে ৭৯ মিনিটেই দুরন্ত গোল করে দলকে এগিয়েও দেন ব্রাইট। যদিও সেই গোলের লিড ধরে রাখতে পারেনি তারা। মাত্র ২ মিনিটের মাথায় গোয়ার হয়ে সমতা সূচক গোল করে যান দেবেন্দ্র মুরগাওঁকর।

এরপর আর গোল আসেনি। ১-১ অমীমাংসিতভাবে খেলা শেষ হয়।

ইস্টবেঙ্গল:
দেবজিত মজুমদার, রাজু গায়কোয়াড, অঙ্কিত মুখোপাধ্যায়, স্কট নেভিল, ড্যানিয়েল ফক্স, মনবীর সিং, স্টেইনম্যান, ব্রাইট এনখোবার, নারায়ণ দাস, হাওবাম সিং, হ্যালওয়ে

আরো পড়ুন: ইস্টবেঙ্গলের হয়ে অভিষেকেই উজ্জ্বল ব্রাইট, নতুন বছরের প্ৰথম ম্যাচেই প্রথম জয় ফাউলারের

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

East Bengal ISL