চেন্নাইয়ের বিরুদ্ধে ড্র! এটিকে-মোহনবাগানের বছর শেষ এক নম্বরে হয়ে

আগের ম্যাচে এফসি গোয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছিল এটিকে মোহনবাগান। শেষ মুহূর্তের গোলে এটিকেএমবির ত্রাতা হয়েছিলেন রয় কৃষ্ণ।

আগের ম্যাচে এফসি গোয়ার বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছিল এটিকে মোহনবাগান। শেষ মুহূর্তের গোলে এটিকেএমবির ত্রাতা হয়েছিলেন রয় কৃষ্ণ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এটিকে মোহনবাগান: ০
চেন্নাইয়িন এফসি: ০

গোলশূন্যভাবে এটিকেএমবি বনাম চেন্নাইয়িন এফসির খেলা শেষ হল। বাম্বলিনের জিএমসি স্টেডিয়ামে নব্বই মিনিট প্রবল হাড্ডাহাড্ডি লড়াই করেও গোল করতে ব্যর্থ হল দুই দল। এদিন ম্যাচে দেখা গেল দুই দলের দুরন্ত রক্ষণ। এটিকে এবং চেন্নাই একাধিক সুযোগ তৈরি করে গোটা ম্যাচ জুড়েই তবে রক্ষণভাগের দৃঢ়তায় কোনো দল জালে বল জড়াতে পারেনি। তাই নব্বই মিনিট শেষে স্কোরলাইন ১-১ এই রয়ে গেল।

Advertisment

এদিন এটিকে হার সমেত মাঠ ছাড়তে পারতেন। তবে সবুজ মেরুন জার্সিতে এদিন ত্রাতা হয়ে উঠলেন অরিন্দম ভট্টাচার্য। দ্বিতীয়ার্ধে একের পর এক গোলমুখী শট নিয়েছিল প্রতিপক্ষ চেন্নাই ফুটবলাররা। তবে প্রত্যেক শটই প্রতিহত করেন অরিন্দম। মেমো মৌরা এবং রেগান সিংয়ের নিশ্চিত গোল বাঁচান তিনি।

এই নিয়ে চলতি টুর্নামেন্টে ছয়টি ম্যাচেই দলের ক্লিনশিট বজায় রাখলেন তিনি। ম্যাচের সেরা তাই অরিন্দম। ম্যাচের পরেই অরিন্দম বলে গেলেন, "চেন্নাইয়ের মত কঠিন প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়ায় আমরা খুশি। ব্যক্তিগত পুরস্কার সবসময় ভাল, তারউপর ক্লিনশিট হলে তো কথাই নেই। আমাদের আপাতত পরের ম্যাচের জন্য তৈরি হতে হবে, কারণ নর্থ ইস্টও ভাল দল।"

Advertisment

এদিকে দল শীর্ষে উঠলেও খুশি নন কোচ হাবাস। বলে দিলেন, "এদিন আমাদের পারফরম্যান্সে আমি মোটেই খুশি নই। এমন দিনে ড্র তাই মনদের ভাল। চেন্নাই এদিন দারুণ খেলেছে। তবে আমরাও বেশ কিছু সুযোগ পেয়েছি। দলের প্রচেষ্টা ভাল লেগেছে, তবে পারফরম্যান্স একদম নয়। প্রতিদিন ভাল খেলা সম্ভব নয়, এটা বোধগম্য তবে আমাদের আরো ভালো খেলার মান ধরে রাখতে হবে।"

এরপরে স্প্যানিশ বসের সংযোজন, "যখন কেউ জিততে পারে না, সেটা হারের থেকে অন্তত ভাল। এদিন ছিল আমাদের কাছে তেমনই একটা দিন।"

এদিন ড্রয়ের পর লিগ তালিকায় একনম্বরে থেকেই বছর শেষ করল হাবাসের দল। ৮ ম্যাচ খেলার পর এটিকে মেরিনার্সদের সংগ্রহে আপাতত ১৭ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে চেন্নাই আবার ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আটকে রইল।

আরো পড়ুন: লিগে এটিকেএমবি-ই ফেভারিট, অভিমান ভুলে বলে দিলেন কিবু

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

ATK Mohun Bagan ISL