Advertisment

স্টেইনম্যানের জোড়া গোলে ফের ড্র ইস্টবেঙ্গলের

একটাও জয় নেই। ফুটবল কেরিয়ারে সম্ভবত এমন খারাপ অবস্থায় সগে পড়েননি ইস্টবেঙ্গল বস রবি ফাউলার। এদিন চেন্নাইয়িনের কাছে অনেকটা সম্মান রক্ষার লড়াইও ছিল তাঁর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইস্টবেঙ্গল: ২ (স্টেইনম্যান)

Advertisment

চেন্নাইয়িন এফসি: ২ (চাঙতে, রহিম আলি)

ভালো খেলেও জয় অধরা ইস্টবেঙ্গলের। আরো একবার। ক্রিসমাসের পরের দিনই খেলতে নেমে ইস্টবেঙ্গল ২-২ গোলে ড্র করল চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। ১০ মিনিটের মধ্যে জোড়া গোল করেও ম্যাটি স্টেইনম্যান জয় এনে দিতে পারলেন না ইস্টবেঙ্গলকে।

এই প্রথমবারের মত ইস্টবেঙ্গল বস রবি ফাউলার আগের ম্যাচের একাদশই নামিয়ে দিয়েছিলেন। কোনো পরিবর্তন আনেননি দলে। গত রবিবার কেরালার বিপক্ষে একাদশই মাঠে নামান তিনি চেন্নাইয়ের বিপক্ষে।

এদিন জিতলেই ছিল ইস্টবেঙ্গলের সামনে নয় নম্বরে ওঠার সুযোগ। তবে তা হল না। ম্যাচের মাত্র ১৩ মিনিটেই ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ে ছাঙ্গতের করা গোলে। এর আগে একাধিক সুযোগ নষ্ট করেছিলেন ছাঙতে। এদিন নিজের গোল খরা কাটান তিনি। ক্রিভেইলহো বুদ্ধিমত্তার সঙ্গে বল রেখেছিলেন ছাঙতের জন্য। সেখান থেকে দুটো টাচে আসে প্রথম গোল। গোলের পর যেন আরো প্রাধান্য নিয়ে খেলতে থাকে চেন্নাই।

বল পজিশন ছিল ৬৫ শতাংশ। এর মধ্যে ৩৭ মিনিটে একটি গোল মিস করেন রফিক। প্রথমার্ধে চেন্নাইয়ের প্রাধান্য থাকলেও ইস্টবেঙ্গল বেশ কয়েকবার চেন্নাই ডিফেন্সে হানা দেয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ইস্টবেঙ্গল। স্টেইনম্যানের হাত ধরে। ডান দিক থেকে ক্রস ধরে চেন্নাই ডিফেন্সকে বোকা বানিয়ে গোল করে যান স্টাইনম্যান। গোল করার সময় কোনোরকম মার্কিংয়েই ছিলেন না তিনি।

১-১ হয়ে যাওয়ার পাঁচ মিনিট পরেই গোল হজম করে পিছিয়ে যায় ইস্টবেঙ্গল। দুরন্ত পাসিং ফুটবলের নমুনা তুলে ধরে জাইরুকে বোকা বানিয়ে গোল করে যান রহিম আলি। ৬৯ মিনিটে স্টেইনম্যান দলের ও নিজের দ্বিতীয় গোল করে যান। গোলে বল খেলেছিলেন ফক্স। তো সেই লো বল আটকে দেন চেন্নাই গোলরক্ষক বিশাল কেইথ। তবে বল পুরোপুরি গ্রিপ করতে পারেননি। ফিরতি বল জালে জড়ান স্টেইনম্যান।

এরপর দুই দল আর গোল করতে পারেনি।

আরো পড়ুন: ইস্টবেঙ্গল ম্যাচের আগেই মায়ের মৃত্যু, বেনজির কীর্তি গড়ে হৃদয় জিতে নিলেন কিবু

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

East Bengal ISL
Advertisment