কিবু বনাম হাবাস। সুপার লিগের প্রথম ম্যাচেই ব্লকবাস্টার। একজন মোহনবাগান সংসারের প্রাক্তন। চ্যাম্পিয়ন করিয়েও প্রাক্তন। অন্যজন আবার এটিকেকে চ্যাম্পিয়ন করার কারিগর। মোহনবাগানের সঙ্গে এটিকের সংযুক্তির পরে ফ্র্যাঞ্চাইজি তাঁর উপরেই ভরসা রেখেছে। কিবু ভিকুনা বনাম আন্তোনিও লোপেজ হাবাস। এটিকেএমবি বনাম কেরালা ব্লাস্টার্সের উদ্বোধনী ম্যাচ আসলে দুই চ্যাম্পিয়ন স্প্যানিশ মগজাস্ত্রের অহংয়ের দ্বৈরথ। দেখিয়ে দেওয়ার লড়াই নিজের শ্রেষ্টত্ব।
হাবাস অবশ্য ম্যাচ শুরুর আগেই কিবুর উদ্দেশে হুঙ্কার দিয়ে রাখছেন, "মোহনবাগানে কিবু ভালো কাজ করেছিল। তবে এই টুর্নামেন্ট সম্পূর্ন আলাদা। ওঁর প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে শুক্রবার আমরাই তিন পয়েন্ট ঘরে তুলছি। যেকোনো সময় ওদের বিরুদ্ধে খেলতেই হত। সেটা শুরুতে হোক বা পরে, আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ নয়।"
আরো পড়ুন: মুম্বইয়ের টিম বাস আটকে তুমুল প্রতিবাদ, আইএসএল পণ্ড করার হুমকি কংগ্রেসের
আইএসএলে সমস্ত দল প্রাক মরশুম ফ্রেন্ডলি ম্যাচে অংশ নিয়েছে। তবে ব্যতিক্রম কেবল এটিকেএমবি। কেরালাই যেমন জোড়া প্রস্তুতি ম্যাচ খেলেছে। হাবাস অবশ্য এই প্রসঙ্গে ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, "প্রস্তুতি ম্যাচ খেলা এই মুহূর্তে প্রয়োজনীয় নয়। কারণ এবারের প্রি সিজন অন্যবারের তুলনায় আলাদা। প্রতিপক্ষের তুলনায় সতীর্থদের বিরুদ্ধে খেলা সবসময় কঠিন। তাছাড়া আমাদের জন্য কোনো রেফারি ছিল না। খেললে ট্রেনিং পিচেই খেলতে হত। তাই এবার প্রস্তুতি ম্যাচ খেলিনি আমরা।"
যেভাবে দল সাজানো হয়েছে, তাতে সন্তুষ্ট লা পামাসের প্রাক্তন হেড কোচ হাবাস। তিনি এবারেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ডাগ আউটে বসবেন। "কঠিন পরিস্থিতিতেও যেভাবে আমরা দল গুচিয়েছি, তা বেশ ভালো। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস দলের অন্যান্যদের মতই গুরুত্বপূর্ণ। দলে নতুন যাঁরা যোগ দিয়েছে প্রত্যেকের মধ্যেই জেতার খিদে রয়েছে। আমার বরাবরের মতই লক্ষ্য থাকছে, ভালো একটা টিম তৈরি করা, তারপর আইএসএল এবং অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্ট জয় লাভ করা।"
প্রথম ম্যাচেই হাবাস দলের সুপারস্টার সন্দেশ জিংঘানকে তাঁর পুরোনো ক্লাবের বিরুদ্ধে নামান কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। হাবাস বলছেন, "স্কোয়াডের অন্যান্যদের মতই প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে সন্দেশের। ও দীর্ঘদিন মাঠে নামেনি। অন্যান্যরাও সাত-আট মাস প্রতিদ্বন্দিতামূলক ম্যাচ খেলেনি।"
দল তারকা খচিত ফুটবলারে ভর্তি হলেও নিজেদের ফেভারিট মানতে নারাজ স্প্যানিশ মায়েস্ত্রো, "মার্চ-এপ্রিল না এলে আমরা নিজেদের ফেভারিট বলতে পারব না। আপাতত প্রত্যেক ম্যাচেই আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে তিন পয়েন্ট পাওয়ার জন্য।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন