দশ জনে দুর্গরক্ষা জামশেদপুরের বিপক্ষে, শঙ্করের চোটে চিন্তায় ফাউলার

হারের হ্যাটট্রিকের পর ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল জামশেদপুর এফসির বিরুদ্ধে। রবি ফাউলারের দলের সামনে ছিল ভালকিস খাড়া।

হারের হ্যাটট্রিকের পর ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল জামশেদপুর এফসির বিরুদ্ধে। রবি ফাউলারের দলের সামনে ছিল ভালকিস খাড়া।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইস্টবেঙ্গল: ০
জামশেদপুর:০

Advertisment

অবশেষে পয়েন্টের মুখ দেখল রবি ফাউলারের ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র করে ১ পয়েন্টের খাতা খুলল লাল হলুদ ব্রিগেড। তা-ও আবার দশ জনে সারাক্ষণ খেলে। ম্যাচের ২৫ মিনিটেই লিংডো লালকার্ড দেখে বেরিয়ে গিয়েছিলেন। তারপর তিনটে কোয়ার্টার দশ জনে খেলেই ফাউলারের দল রুখে দিল শক্তিশালী জামশেদপুরকে।

শেষ ম্যাচ থেকে এদিন প্রথম একাদশে চারটে পরিবর্তন করে টিম সাজিয়েছিলেন ফাউলার। দেবজিত মজুমদার, সুরচন্দ্র সিং, ওয়াহেংবাম এবং বলবন্তকে বাদ দিয়ে নিয়ে এসেছিলেন যথাক্রমে শঙ্কর, ইউজেনসিন লিংডো, রফিক এবং জেজেকে। অন্যদিকে জনশেদপুর বস মাত্র একটা পরিবর্তন করেন। জ্যাকিচাঁদ সিংয়ের জায়গায় নামিয়ে দেন অনিকেত যাদবকে।

Advertisment

শুরুর ২৫ মিনিটেই বিপত্তি ইস্টবেঙ্গলের। কাউন্টার এটাকের সময় লিমাকে সাইড ট্যাকল করেছিলেন লিংডো। তারপরেই মনরো রেফারির উপর কার্ডের দাবিতে সোচ্চার হন। পাল্টা দেন পিকলিংটন। সেই চাপের কাছেই নতি স্বীকার করে হলুদ কার্ড দেখান রেফারি। এর আগে আরো একবার কার্ড দেখায় লিংডোকে মাঠ ছাড়তে হয়।

তবে লিংডো চলে যাওয়ায় দশ জন হয়ে গেলেও সুবিধা নিতে পারেনি শিল্প শহরের ক্লাবটি। প্রথমার্ধেই বেশ কিছু সুযোগ নষ্ট করে বসে জামশেদপুর।

প্রথমার্ধে লাল কার্ড কোচ ফাউলারের সমস্যা হয়ে থাকলে দ্বিতীয়ার্ধে আবার গোলকিপার শঙ্কর রায় হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন। তার পরিবর্ত হিসাবে দেবজিতকে নামাতে বাধ্য হন কোচ। এমনিতেই চোট আঘাতের সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গল। এদিনের শংকরের চোট আরো দুশ্চিন্তা বাড়াবে ব্রিটিশ কোচের, সন্দেহ নেই।

এরপর দ্বিতীয়ার্ধেও দুই দল একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। দশ জনের ইস্টবেঙ্গলকে পেয়েও আওয়েন কয়েলের দল ফায়দা নিতে ব্যর্থ। উল্টে সংযোজিত সময়ের একদল শেষ মিনিটে লাল কার্ড দেখেন লালদিনলিয়ানা রেন্থলেই।

ইস্টবেঙ্গল:
শঙ্কর রায় (দেবজিত), স্কট নেভিল, নারায়ণ দাস, মহম্মদ ইরশাদ, শেহনাজ সিং, পিকলিংটন, জ্যাক মাঘোমা, ইউজেনসেন লিংডো, মহম্মদ রফিক, ম্যাটি স্টেইনম্যান, জেজে (লুয়াং)

জামশেদপুর এফসি:
টিপি রেহনেশ, পিটার হার্টলে, স্টিফেন এজে, লালডিংলিয়ানা রেন্থলেই, রিকি লালামনাওয়া, আলতর মনরোই, আলেকজান্দ্রে লিমা, মহম্মদ মোবাশির (জ্যাকিচাঁদ সিং), উইলিয়াম লালনুনফেলা, অনিকেত যাদব, নেরিজুস ভালকিস

আরো পড়ুন: ইনিয়েস্তার ক্লাবে কোচ হলেন আলেহান্দ্রো, স্প্যানিশ ফুটবলে বড় খবর

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

East Bangal ISL