/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/12/ATKMB-1.jpg)
মুম্বই সিটি এফসির কাছে পাঁচ গোল খাওয়ার তিক্ত স্মৃতি সরিয়ে রেখে সোমবার আইএসএলে নতুন করে অভিযান শুরু করতে চলেছে সবুজ মেরুন বাহিনী। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। হাবাসের দলে রক্ষণ যে একদমই ভঙ্গুর, তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মুম্বই সিটি।
সেই লজ্জার বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে এটিকে মোহনবাগানের সামনে এখন জামশেদপুর এফসি। যারা প্ৰথম তিন ম্যাচের পরে এখনও অপরাজিত।
আরও পড়ুন: লজ্জার একশেষ! ৫ গোল হজমে ISL-এ কলঙ্কের ইতিহাস সবুজ মেরুনের
সন্দেশ জিংঘান ক্রোয়েশিয়ার সিবেনিকে খেলছেন। তিরি আবার চোটের কারণে এখনও নামতে পারেননি। দুই তারকার অনুপস্থিতিতে তাসের ঘরের মত ভেঙে পড়ছে মেরিনার্সদের সেন্ট্রাল ডিফেন্স। প্রীতম কোটাল, কার্ল ম্যাকহিউ, শুভাশিস বোসদের রক্ষণ মুম্বই ম্যাচে একদমই ভরসা জোগাতে পারেননি। প্রথমে গোল হজম করার পরেই বেআব্রু হয়ে পড়ছে রক্ষণ। মুম্বই ম্যাচ যেন অনেকটাই ফিরিয়ে এনেছে এএফসি কাপে কিছুদিন আগে এফসি নাফাসের কাছে ছয় গোল হজম করার স্মৃতি।
হাবাস যদিও সমর্থকদের ভরসা জোগাতে বলছেন, তিরিকে ২০ জনের স্কোয়াডে রাখা হবে সোমবার। তবে ম্যাচে খুব সম্ভবত নামছেন না স্প্যানিশ তারকা। "তিরিকে ম্যাচে পাওয়া যাবে। ২০ জনের স্কোয়াডে ওঁকে রাখা হবে।" জামশেদপুর ম্যাচের আগে বলে দিয়েছেন কোচ হাবাস।
তিরির অনুপস্থিতিতে কার্ল ম্যাকহিউদের আরও একবার সামলাতে হবে জামশেদপুরের তুখোড় ফর্মে থাকা গ্রেগ স্টিওয়ার্টকে। স্টিওয়ার্টের গোলে আগের ম্যাচে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে জামশেদপুর।
মুম্বই ম্যাচ যেন এখনও তাড়া করে বেড়াচ্ছে হাবাসকে। ম্যাচের আগে স্প্যানিশ কোচ বলছেন, "খেলার মাঠে খারাপতম ঘটনা ঘটেছিল। কোনও সন্দেহ নেই মুম্বই অনেক এগিয়ে ছিল। তবে ম্যাচ রেফারির পারফরম্যান্সও ঠিক ছিল না। তবে মুম্বই ম্যাচ আপাতত অতীত। ওই ম্যাচ নিয়ে কোনও অজুজাত দিতে চাই না। আমাদের এখন লক্ষ্য নিজেদের পারফরম্যান্স উন্নত করা।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন