এটিকে মোহনবাগান: ২ (ডেভিড উইলিয়ামস, আশিস রাই-আত্মঘাতী)
হায়দরাবাদ এফসি: ২ (ওগবেচে, সিভেরিও)
টানা তিনে তিন হল না। শেষ মুহূর্তে গোল হজমে। টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম গোল। আবার ভারতীয় ফুটবলে দুঃস্বপ্নের স্মৃতি ফিরিয়ে কার্ল ম্যাকহিউয়ের এম্বুলেন্সে মাঠ ছাড়া। হুয়ান ফেরান্দোর সঙ্গে হায়দরাবাদ কোচ মানোলো মারকুয়েজের তুমুল বাগবিতণ্ডা- বুধবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে একের পর এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির জন্ম দিয়ে গেল। আর টানটান সেই লড়াই অমীমাংসিত থাকল এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ ডুয়েল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে হায়দরাবাদ এফসির সঙ্গে ২-২'এ ড্র করল এটিকে মোহনবাগান।
জিতলেই লিগ তালিকার শীর্ষে পৌঁছে যেত সবুজ মেরুন ব্রিগেড। শেষ মুহূর্তের গোলে ড্র করে বাগান নয়, প্রথমবারের মত লিগের একনম্বর হয়ে গেল হায়দরাবাদ।
আরও পড়ুন: ISL-এ খেলার পরিকাঠামোই নেই ইস্টবেঙ্গলের! বিদায়ের দিনেই ফুঁসে উঠলেন দিয়াজ
এক সপ্তাহ আগেই ব্যাপক ডামাডোলে বিদ্ধ ছিল সবুজ মেরুন বাহিনী। হাবাসের প্রস্থানের পরে জাদু বলে যেন ফুল ফোটাচ্ছেন মেরিনার্সরা। নতুন কোচ হুয়ান ফেরান্দোর কোচিংয়ে বুধবারও দারুণ ফুটবল উপহার দিল মেরিনার্সরা। শেষ মুহূর্তে গোল হজম করে টানা তিন ম্যাচে দলকে জয়ের হ্যাটট্রিকটাই যা হল না।
প্ৰথম একাদশে সবুজ মেরুনের নয়া স্প্যানিশ বস বুধবার নামাননি রয় কৃষ্ণকে। পরিবর্তে নামিয়েছিলেন ডেভিড উইলিয়ামসকে। আর অজি স্ট্রাইকার চলতি মরসুমে প্ৰথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই ইতিহাস গড়ে ফেললেন টুর্নামেন্টের দ্রুততম গোল করে। বাঁশি বাজার পরে ঠিক মত চোখের পলক ফেলার আগেই হায়দরাবাদ গোলকিপারের ভুলে মাত্র ১৬ সেকেন্ডে জালে বল জড়িয়ে দেন।
তবে প্ৰথমে গোল করলেও সবুজ মেরুন রক্ষণের ওপর টানা চাপ বজায় রেখেছিল হায়দরাবাদ। সেই টানা চাপের কাছেই মোহন ডিফেন্সকে বেআব্রু করে দিয়ে গোল করে যান ওগবেচে। যিনি আবার চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে রয়েছেন। তবে সেই গোলের ক্ষেত্রে অমরিন্দরের 'অবদান'ও কম নয়।
প্ৰথমার্ধে অন্তত চার গোল করে ফেলতে পারত হায়দরাবাদ। অনিকেত যাদব যেমন দুটো সহজ সুযোগ নষ্ট করেন। তেমন গোল মিসের তালিকায় নাম লেখান ওগবেচেও।
আরও পড়ুন: উড়ছে সবুজ মেরুন! মেরিনার্সদের হাতে বধ এবার ফেরান্দোর ‘প্রাক্তন’ গোয়া
বিরতির আগে হায়দরাবাদ ফুটবলারদের সঙ্গে সংঘর্ষে মাটিতে লুটিয়ে পড়েন বাগানের আইরিশ তারকা কার্ল ম্যাকহিউ। ঘাড়ে ছোট5 লাগায় নিশ্বাস নিতে পারছিলেন না তিনি। তবে বেশ কিছুক্ষণ পরিচর্যার পরে সকলকে স্বস্তি দিয়ে উঠে দাঁড়ান তিনি। যদিও তাঁকে সঙ্গেসঙ্গেই আরও চিকিৎসার জন্য এম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দ্বিতীয়ার্ধে বাগানের দ্বিতীয় গোলের পিছনেও ডেভিড উইলিয়ামস। বক্সের মধ্যে কাউকোকে লক্ষ্য করে বল বাড়িয়েছিলেন তিনি। দারুণ হেডে বল গোলে রাখেন ইউরো খেলে আসা তারকা। সেই বল আশিস রাইয়ের মাথায় লেগে জালে জড়িয়ে যায়।
এরপরে দুই দলই আর গোল করতে পারেননি। ঠিক যখন মনে হচ্ছিল তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বেন কাউকোরা, সেই সময়েই শেষ মুহূর্তে ছন্দপতন। পরিবর্ত হিসাবে নেমে বিপক্ষকে ফ্রি-কিক উপহার দিয়েছিলেন রয় কৃষ্ণ। সেই ফ্রিকিকে সংযোজিত সময়ে হেডে গোল করে সমতা ফিরিয়ে দেন জেভিয়ের সিভারিও।
এটিকে মোহনবাগান: অমরিন্দর সিং, তিরি, আশুতোষ মেহতা, প্রীতম কোটাল, প্রবীর দাস, কার্ল ম্যাকহিউ, দীপক টাংরি, ডেভিস উইলিয়ামস, হুগো বৌমাস, মনবীর সিং, লিস্টন কোলাসো
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন