scorecardresearch

ডার্বি খেলতে মুখিয়ে আছি! লাল হলুদে সই করেই হুঙ্কার আমিরের

প্ৰথম বিদেশি হিসাবে ইস্টবেঙ্গল সই করিয়ে ফেলল স্লোভেনিয়ার তারকা মিডফিল্ডার আমির দেরভিসেভিচকে। শনিবার দুপুরেই বড় খবর দিয়ে দেয় ইস্টবেঙ্গল।

ডার্বি খেলতে মুখিয়ে আছি! লাল হলুদে সই করেই হুঙ্কার আমিরের

অবশেষে লাল হলুদ সমর্থকদের সমস্ত প্রতীক্ষার অবসান। প্রথম বিদেশি হিসাবে স্লোভেনিয়ার জাতীয় দলে খেলা আমির দেরভিসেভিচকে সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় একদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ইস্টবেঙ্গলের বিদেশি বাছাই প্রায় চূড়ান্ত। দুজন ক্রোয়েশিয়ান, একজন করে নাইজেরিয়া, স্লোভেনিয়া এবং নেদারল্যান্ডসের ফুটবলার সই করাতে চলেছে ইস্টবেঙ্গল।

দুজন ক্রোট তারকার একজনের আবার অস্ট্রেলীয় পাসপোর্টও রয়েছে। সেই তারকা টমিস্লাভ মার্সেলা। সেই প্রতিবেদন প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই ইস্টবেঙ্গলের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল, স্লোভেনিয়ার সেন্ট্রাল মিডফিল্ডার আমির দেরভিসেভিচকে সই করাচ্ছে ক্লাব।

আরও পড়ুন: মান্দুকিচের দেশের অজি তারকা এবার ইস্টবেঙ্গলে, বিদেশি বাছাই চূড়ান্ত লাল হলুদে

শনিবারই বড়সড় ঘোষণায় ইস্টবেঙ্গল জানিয়ে দিল, কোচ মানোলো দিয়াজের প্রথম বিদেশি হতে চলেছেন স্লোভেনিয়ার সেন্ট্রাল মিডফিল্ডার আমির দেরভিসেভিচ। ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে আমির টানা আট বছর খেলেছেন স্লোভেনিয়ার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব এনকে মারিবরের হয়ে। ১৬১ ম্যাচে ১৮ই গোলও রয়েছে তাঁর নামের পাশে। মারিবর আবার স্লোভেনিয়া প্রিমিয়ার লিগের ১৫ বারের চ্যাম্পিয়ন। এর মধ্যে তিনবারই খেতাব জয়ে অবদান রয়েছে আমিরের। ২০১৪-এ আমির দলকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন মারিবরকে।

সই করেই স্লোভেনিয়ার তারকা জানিয়ে দিয়েছেন, “ইস্টবেঙ্গলে সই করতে পেরে ভাল লাগছে। নতুন সতীর্থ এবং টেকনিক্যাল স্টাফদের সঙ্গে দারুণ একটা মরশুমের অপেক্ষায় রয়েছি। প্রত্যেক ম্যাচে জয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আমি। ক্লাবের ইতিহাস এত সমৃদ্ধ। আমাদের নতুন কোচ এবং দলের জেতার মানসিকতা আমাদের সাহায্য করবে।”

আরও পড়ুন: বেঞ্চারিফার বাগান থেকে ফাউলারের ইস্টবেঙ্গলে! সাত বছর পর সুপারস্টার ফিরলেন কলকাতায়

আর সই করেই ডার্বি নিয়েও মুখ খুললেন তিনি। বলে দিলেন, “ইউরোপেও এই ডার্বির নাম শুনেছি। এটা মারাত্মক। এই ম্যাচে খেলার জন্য মুখিয়ে রয়েছি। স্লোভেনিয়ার সবথেকে বড় ডার্বি বহু বছর ধরে খেলেছি। এই ম্যাচের মাহাত্ম্য এবং সমর্থকদের সেন্টিমেন্ট ভালোই বুঝতে পারি।”

স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানায় জন্ম আমিরের। শহরের সবথেকে বড় ক্লাব মারিবরের হয়ে বহুদিন খেলেছেন। মারিবরের জার্সিতে ডার্বি খেলেছেন এনকে অলিম্পিয়া লুবলিয়ানার বিরুদ্ধে।

আরও পড়ুন: নাটকীয়ভাবে ছাঁটাই ফাউলার! আলেহান্দ্রো ‘কানেকশনে’ ইস্টবেঙ্গল হটসিটে তারকা স্প্যানিশ কোচ

২০১১-য় আমিরের কেরিয়ার শুরু ইন্টারব্লকের হয়ে। তারপরে মারিবরের জার্সি গায়ে চাপানোর আগে একমরসুম খেলেন ক্রাকার হয়ে। মারিবরের হয়ে ২০১৮-১৯ মরশুমে দুরন্ত খেলার সুবাদে জাতীয় দলে ডাক পান তারকা। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত হাফডজন ম্যাচ খেলেছেন তিনি।

প্লে-মেকার কিংবা দুরন্ত পাসার হিসাবে শুধু নয়, সেটপিস স্পেশালিস্ট হিসেবেও নাম ডাক রয়েছে আমিরের। লাল হলুদ জার্সিতে এবার ফুল ফোটাতে পারবেন তারকা? সেদিকেই তাকিয়ে সমর্থকরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Isl 2021 east bengal roped in slovenian central midfielder amir dervisevic for upcoming season