জন্মসূত্রে অস্ট্রেলিয়ান। আবার ক্রোয়েশিয়ারও নাগরিক। এমন দ্বৈত নাগরিক ফুটবলারকেই এবার এশীয় কোটায় সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। টমিস্লাভ মার্সেলো। ৩০ বছরের এই সেন্টার ব্যাককেই সই করিয়ে চমক দিতে চলেছে লাল হলুদ।
ক্রোয়েশিয়া এবং অস্ট্রেলিয়ায় একাধিক প্ৰথম সারির ক্লাবে খেলা তারকা বর্তমানে কোনও ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন। ফ্রি ফুটবলার হিসাবেই দলে যোগ দিচ্ছেন তিনি। জানা গিয়েছে ভারতে খেলতে আসার বিষয়ে অনেকটাই কথাবার্তা এগিয়েছিল বেঙ্গালুরু এফসির সঙ্গে। তবে শেষমেশ ইস্টবেঙ্গলেই সই করতে চলেছেন তিনি। এক মরশুম আগেই পারথ গ্লোরির হয়ে খেলেছেন এ লিগে।
আরও পড়ুন: নাটকীয়ভাবে ছাঁটাই ফাউলার! আলেহান্দ্রো ‘কানেকশনে’ ইস্টবেঙ্গল হটসিটে তারকা স্প্যানিশ কোচ
এছাড়াও ক্রোয়েশিয়ার হার্ভাটস্কি ড্র্যাগোভলজ্যাক, লোকোমোটিভ জাগ্রেবের মত দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকার। দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্রোয়েশিয়া অথবা অস্ট্রেলিয়া দুই দেশের হয়েই খেলতে পারেন তিনি। ২০১৫-য় ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচে কিরঘিজস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ২৩ জনের স্কোয়াডে টমিস্লাভকে রাখা হয়েছিল।
এদিকে, এর মধ্যেই বিদেশি বাছাই প্রায় চূড়ান্ত হয়ে গেল ইস্টবেঙ্গলে। ৪৮ ঘন্টা আগেই নতুন কোচের নাম ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। রবি ফাউলারের হটসিটে বসেছেন মানোলো দিয়াজ। তাঁর পরেই তাঁর সম্মতিতে প্রায় চূড়ান্ত করে ফেলা হয়েছে লাল হলুদের ছয় বিদেশি।
আরও পড়ুন: বেঞ্চারিফার বাগান থেকে ফাউলারের ইস্টবেঙ্গলে! সাত বছর পর সুপারস্টার ফিরলেন কলকাতায়
সূত্রের খবর, দুজন ক্রোয়েশিয়ান, একজন নাইজেরীয়, একজন স্লোভাক, একজন ডাচ ফুটবলার চূড়ান্ত হয়ে গিয়েছেন স্কোয়াডে। সরকারিভাবে নাম ঘোষণাই কেবল বাকি। এর মধ্যেই রয়েছেন ক্রোয়েশিয়ান-অস্ট্রেলীয় তারকা টমিস্লাভ মার্সেলা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন