এটিকে মোহনবাগান: ১ (প্রীতম কোটাল)
জামশেদপুর এফসি: ২ (ডঙ্গেল, লিমা)
মুম্বই ম্যাচের ব্যর্থতা কাটিয়ে উঠতে পারল না এটিকে মোহনবাগান। ১-২ গোলে এবার সবুজ মেরুন ফুটবলাররা হেরে বসল জামশেদপুর এফসির কাছে। বিরতির আগেই জামশেদপুর ১-০ করে ফেলে ডঙ্গেলের দুরন্ত গোলে। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে আলকজান্ডার লিমা দ্বিতীয় গোল করে মেরিনার্সদের ২-০ পিছিয়ে দেন।
একদম শেষ লগ্নে নাটকীয়ভাবে প্রীতম কোটাল ব্যবধান কমিয়ে দেন। রিপ্লে-তে দেখা যায় প্রীতম অফ সাইডে ছিলেন। তবে সহকারী রেফারি অফ সাইডের নির্দেশ দেননি। শেষে গোলশোধের জন্য ঝাঁপিয়ে পড়েন রয় কৃষ্ণরা। তবে শেষ রক্ষা হয়নি। আওয়েন কয়েলের দল দুরন্ত ডিফেন্ড করে ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেন।
আরও পড়ুন: সামনে লাস্ট বয় গোয়া! ১০ গোল হজম করা ইস্টবেঙ্গল কি পাবে প্ৰথম জয়
সোমবারের জয়ে জামশেদপুর চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত রইল। অন্যদিকে, টানা দুটো ম্যাচ হেরে প্ৰথম চার থেকে।ছিটকে গেল সবুজ মেরুন। চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে মোহনবাগান আপাতত পঞ্চম স্থানে।
ম্যাচ হারলেও এখনই হাল ছাড়তে রাজি নন আন্তোনিও লোপেজ হাবাস। ম্যাচের শেষে বলে দিয়েছেন, "ম্যাচে অনেক 'যদি' 'কিন্তু' ছিল। তবে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।"
অন্যদিকে অপরাজিত তকমা ধরে রাখতে পেরে খুশি জামশেদপুর কোচ আওয়েন কয়েল। জানিয়েছেন, "আইএসএলের মত কঠিন লিগে এখনও অনেক পথ পেরোতে হবে। যা খেলেছি আমরা তাতে এদিন যোগ্য দল হিসাবেই জিতেছি। সামনে মুম্বই ম্যাচ। রিকভারি করে দ্রুত মাঠে নামতে হবে। টুর্নামেন্টে যে কোনও দলের বিরুদ্ধে খেলতে আমরা তৈরি।"
এটিকে মোহনবাগান: অমরিন্দর সিং, প্রীতম কোটাল, কার্ল ম্যাকহিউ, শুভাশিস বোস, মনবীর সিং, সুমিত রাঠি, লেনি রদ্রিগেজ, আশুতোষ মেহতা, জনি কাউকো, হুগো বৌমাস, রয় কৃষ্ণ
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন