Advertisment

ইতিহাসে খালিদ জামিল! আইএসএলে বেনজির কীর্তি প্রাক্তন ইস্টবেঙ্গল কোচের

আইজলের জার্সিতে আইলিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার সেই নর্থ ইস্ট ইউনাইটেডই খালিদ জামিলকে দিল আইএসএলে ভারতীয় কোচের সম্মান।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইএসএলের ইতিহাসে নজির গড়ে ফেললেন খালিদ জামিল। প্রথম ভারতীয় হিসাবে পূর্ণ সময়ের ভিত্তিতে কোচিং করাতে চলেছেন কোনও দলকে। আসন্ন আইএসএলের আগে নর্থ ইস্ট ইউনাইটেড কোচ হওয়ার প্রস্তাব দিল ৪৪ বছরের আইলিগ জয়ী কোচকে।

Advertisment

জেরার্ড নুসকে সরিয়ে দেওয়ার পরে গত মরশুমে নর্থ ইস্ট অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে এনেছিল খালিদ জামিলকে। তারপরে খালিদের কোচিংয়ে হাইল্যান্ডাররা সেমিফাইনালে পৌঁছে নজর কেড়েছিল।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের মতই কোচ বদলাল মুম্বই সিটি! লোবেরা সরতেই কনিষ্ঠতম কোচকে সই করিয়ে চমক

আইএসএলে সকলের হিসেব নিকেশ বদলে দিয়েছিল খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড। বিদেশি কোচের অধীনে একের পর এক হারের পরে কোচ খালিদ টানা নয় ম্যাচ অপরাজিত রেখে রেকর্ড গড়েন। ভারতীয় ফুটবলে খালিদ জামিল অবশ্য বেশ পুরোনো নাম।

আইজল এফসিকে ২০১৭-য় আইলিগ চ্যাম্পিয়ন করেছিলেন। তারপরেই কলকাতায় এসে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে কোচিং করান তারকা কোচ।

আরও পড়ুন: ডুরান্ড কাপের তারকাকে সই করিয়ে চমক! ঘরের ছেলেকে ঘরে ফেরাল ইস্টবেঙ্গল

আইজল এফসির কোচ হিসেবে রূপকথা লেখার আগে মুম্বই এফসিতে টানা সাত বছর কোচিং করিয়েছেন। কুয়েতে ভারতীয় পিতা-মাতার সন্তান। খেলোয়াড়ি জীবনে মিডফিল্ডার ছিলেন। মাহিন্দ্রা ইউনাইটেড, এয়ার ইন্ডিয়া এবং মুম্বই এফসিতে খেলেছেন চুটিয়ে। ইস্টবেঙ্গল, মোহনবাগানের প্রস্তাব পেয়েও আসেননি।

এছাড়াও জাতীয় দলের জার্সিতে খেলেছেন। ২০১৯-২০ মরশুমে খালিদ জামিল নর্থ ইস্ট ইউনাইটেডে সহকারী কোচ হিসেবে যোগ দেন। সেখান থেকেই অস্থায়ী কোচ হিসেবে নজরকাড়া সাফল্য। এবার পুরোপুরি কোচের হটসিটে।

নভেম্বরের ২০-তে গোয়ার ব্যাম্বোলিনের এথলেটিক স্টেডিয়ামে নর্থ ইস্ট আইএসএল অভিযান শুরু করছে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Football ISL
Advertisment