কার্ল ম্যাকহিউকে আরো একবছর এটিকে মোহনবাগানে রেখে দেওয়া হল। আসন্ন সুপার লিগে তারকা বিদেশিকে সবুজ মেরুন জার্সি গায়েই দেখা যাবে। সরকারিভাবে ক্লাবের পক্ষ থেকে এমনটাই জানিয়ে দেওয়া হল। সবমিলিয়ে টানা তিন মরশুম আন্তোনিও লোপেজ হাবাসের কোচিংয়ে খেলতে দেখা যাবে তাঁকে।
আইরিশ তারকা ফুটবলার মিডফিল্ড এবং ডিফেন্সে একাধিক পজিশনে খেলতে পারেন। ডিফেন্সিভ মিডিও থেকে স্টপার এবং লেফট ব্যাক পজিশনেও সাবলীল তিনি। গত মরশুমে হাবাসের অন্যতম বড় ভরসা ছিলেন তিনি।
আরো পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে খেলা ট্রিকভস্কির সঙ্গে ATKMB-র আলোচনা জমলই না! কেন এলেন না সুপারস্টার
শুক্রবার সবুজ মেরুন জার্সিতে আরো বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পরে ম্যাকহিউ জানিয়ে দিলেন, "ক্লাব ম্যানেজমেন্ট আমাকে ধরেই আসন্ন লম্বা মরশুমের পরিকল্পনা করেছে, এর জন্য বেশ ভালো লাগছে। ট্রফি জেতার জন্য সবসময়েই মুখিয়ে থাকি, গতবার হয়নি। এবার খেতাব জয়ের জন্য সর্বস্ব উজাড় করে দেব।"
এরপরে কোচ হাবাসকে প্রশংসায় ভাসিয়ে দিয়ে বলেছেন, "কলকাতার আসার পরে আমার পারফরম্যান্সের অনেক উন্নতি হয়েছে। কারণ টেকনিক্যাল বিষয় তো বটেই আন্তরিকতার সঙ্গে উনি আমাকে তৈরি করেন।"
গতবার অল্পের জন্য খেতাব জয়ের স্বপ্ন পূর্ণ হয়নি তাঁর। সেই আক্ষেপ নিয়েই তিনি বলে দিয়েছেন, "গতবার ট্রফি জয়ের খুব কাছে গিয়েও সাফল্য পায়নি দল। এর জন্য যে হতাশ, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে হতাশাই আরো ভালো খেলতে সবাইকে উদ্বুদ্ধ করে। সেই আক্ষেপকে সঙ্গী করেই এবার চ্যাম্পিয়ন হতে চাই। দলে কয়েকজন নতুন ফুটবলার এসেছে। তাঁদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে রয়েছি।"
আইএসএল আবির্ভাবেই এটিকের জার্সিতে গোল করেছিলেন। প্রথম মরশুমে জিতেছিলেন খেতাবও। যদিও তিনি চোটের কারণে প্রথম মরশুমে সেভাবে নিজের জাত চেনাতে পারেননি। এটিকের সঙ্গে মোহনবাগানের সংযুক্তির পরে ম্যাকহিউকে রিটেন করা হয়েছিল। গত মরশুমে দলকে ফাইনালে তুলতে বড়সড় ভূমিকা নেন তিনি। এক মরশুম আগের সেই সাফল্য এবার পুনরাবৃত্তি করতে পারেন কিনা আইরিশ ফুটবলার, সেটাই এখন দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন