Advertisment

পোগবাই হয়ত বাইরে, চেন্নাইয়িনের বিরুদ্ধে কেমন একাদশ সাজাচ্ছেন বাগান বস ফেরান্দো

সেরার সেরা দল নামিয়েই বাজিমাত করতে চাইছেন এটিকে মোহনবাগান বস হুয়ান ফেরান্দো

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সোমবার আইএসএল অভিযান শুরু করছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। দক্ষিণী দলের বিরুদ্ধে ইস্টবেঙ্গল প্ৰথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে। এবার দক্ষিণের অন্য হেভিওয়েট দলের মুখোমুখি ফেরান্দোর বাগান।

Advertisment

গত দুই মরশুমে আইএসএল-এর একমাত্র দল হিসেবে প্লে অফে যোগ্যতা অর্জন করেছিল সবুজ মেরুন শিবির। তবে সেমিফাইনালের বাধা আর টপকাতে পারেনি। লিগ উইনার শিল্ডও হাতছাড়া হয়েছে পরপর দু-বার।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের ম্যাচ ডে’তেই মুখ খুললেন বাগানের তিরি! মনখারাপ করা বার্তায় গলিয়ে দিলেন হৃদয়

হাবাসের হাত থেকে গত মরশুমে দায়িত্ব নেওয়ার পর হুয়ান ফেরান্দো কোচ হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। বার্সেলোনা নিবাসী কোচের হাতের ধরে অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠেছে এটিকে মোহনবাগান। দলবদলের বাজারে অন্যতম সেরা দল গড়ে এবারও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার এটিকে মোহনবাগান। ফ্লোরেন্তিন পোগবা, কার্ল ম্যাকহিউ, ব্রেন্ডন হ্যামিলদের নিয়ে গড়া রক্ষণ টুর্নামেন্টের অন্যতম সেরা। তবে ডুরান্ড এবং এএফসি-তে বাগানের ব্যর্থতায় সবথেকে দুর্বলতম দিক ফাঁস হয়ে গিয়েছে। নিখুঁত ফিনিশারের অভাব। রয় কৃষ্ণ, ডেভিস উইলিয়ামসের প্রস্থানের পর দেশি ফরোয়ার্ড লাইন নিয়ে দুই লিগেই ভরাডুবি হয়েছে ফেরান্দো।

এবার সেই ব্যর্থতার মঞ্চেই ফুল ফোটাতে চাইছে এটিকে মোহনবাগান। সোমবার প্ৰথম একাদশ কেমন হতে পারে এটিকে মোহনবাগানের দেখে নেওয়া যাক-

রক্ষণ: কোচ হুয়ান ফেরান্দো ৩-৫-২ ছকে দল সাজাবেন প্ৰথম ম্যাচ থেকেই। আর তিনজনের ডিফেন্স লাইন সামলানোর দায়িত্ব থাকবে প্রীতম কোটাল, শুভাশিস বোস এবং ব্রেন্ডন হ্যামিলের ওপর। প্রীতম কোটাল রাইট সেন্টার ব্যাক হিসাবে যথারীতি থাকবেন। লেফট সেন্টার ব্যাক হিসাবে শুভাশিসের ওপর দায়িত্ব থাকবে। আর সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে স্প্যানিশ কোচের প্ৰথম বাছাই হতে চলেছেন অজি ব্রেন্ডন হ্যামিল। ফ্লোরেন্তিন পোগবাকে অনেক আশা জাগিয়ে আনা হয়েছিল। তবে ডুরান্ড বা এএফসি কাপে ভরসা যোগাতে পারেননি তিনি। অনেকটাই শ্লথ গতির তিনি। তাই সেন্টার ব্যাক হিসাবে হ্যামিলই যে প্ৰথম পছন্দের তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: বাগানের নজরে থাকা স্ট্রাইকারই কাঁপিয়ে দিলেন রোনাল্ডোর Man U-কে, আক্ষেপ কি হচ্ছে কোচ ফেরান্দোর

মিডফিল্ড: রক্ষণাত্মক মিডফিল্ডার হিসাবে কার্ল ম্যাকহিউকে ব্যবহার করতে পারেন ফেরান্দো। পিভট হিসাবে তাঁর ওপর দায়িত্ব থাকবে মাঝমাঠের দখল নিয়ে প্রতিপক্ষের আক্রমণ ধুয়ে ফেলা।

একইভাবে বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে কোচের চয়েস জনি কাউকো। গত মরশুম থেকেই ফিনল্যান্ডের জাতীয় দলের তারকা এটিকে মোহনবাগানের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন। দলের নিউক্লিয়াস তিনি। একের পর এক ম্যাচ তাঁর ডিফেন্স চেরা পাস কৃষ্ণ-উইলিয়ামস-কোলাসোকে গোলে বল জড়াতে সাহায্য করেছে। এবারও দলকে আদর্শ ব্যান্ড মাস্টারের মত খেলানোট মূল দায়িত্ব তাঁর ওপরই ছাড়বেন কোচ। সেই হিসাবে হুগো বৌমাসকে হয়ত বাইরে বসতে হবে।

উইং: ফেরান্দো উইং নির্ভর আক্রমণে বিশ্বাসী। তাই এবার দেশের অন্যতম সেরা দুই উইঙ্গারকে এটিকে মোহনবাগান ট্রান্সফার সিজনে নিয়ে এসেছে- আশিক কুরুনিয়ান এবং আশিস রাই। আশিস ডান প্রান্ত থেকে অপারেট করবেন। বাঁ চ্যানেল থেকে আক্রমণে বল সাপ্লাই দেওয়ার দায়িত্ব আশিক কুরুনিয়ানের। লম্বা ক্রস তোলা হোক, বা কাট করে বিপক্ষের বক্সে হঠাৎ হানা দিয়ে দুই তারকাই প্রতিপক্ষ শিবিরের মাথা ব্যাথার কারণ হতে চলেছেন।

আরও পড়ুন: ব্যক্তিগত শোকের মৌতাতে ছিন্নভিন্ন ইস্টবেঙ্গল! নতুন রূপকথার জন্ম দিল ISL-এর উদ্বোধন

ফরোয়ার্ড: দুই দেশীয় ফরোয়ার্ড হিসাবে প্ৰথম একাদশে চূড়ান্ত মনবীর, লিস্টন কোলাসো। দুজনেই পরীক্ষিত স্ট্রাইকার। তবে ডুরান্ডে অথবা এএফসিতে দুজনের ফিনিশিংয়ের দুর্বলতায় ভুগতে হয়েছিল দলকে। ফুটবল মহলের ব্যাখ্যা কোলাসোকে নিজের পজিশনে খেলাচ্ছেন না বাগান কোচ। নিজের পছন্দের পজিশন না পেয়েই সেভাবে জ্বলে উঠতে ব্যর্থ হচ্ছেন তিনি।

যাইহোক, মনবীর-লিস্টনের পিছন থেকে উইথড্রয়াল হিসাবে থাকছেন দিমিত্রি পেত্রাতোস। রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন পেত্রাতোস। এ লিগ, সৌদি আরবের লিগে খেলার অভিজ্ঞতা থাকা পেত্রাতোস এবার সবুজ মেরুন শিবিরের মহাস্ত্র হয়ে উঠতে পারেন। তবে তিনি বক্স স্ট্রাইকার নন, আক্রমনাত্মক মিডফিল্ডার হিসাবে খেলেছেন। ফিনিশিংয়ের দুর্বলতাও রয়েছে।

আরও পড়ুন: রয় কৃষ্ণের বিকল্প হয়ে উঠতে কি পারবেন! চেন্নাইয়িন ম্যাচের আগেই বড় বার্তা বাগানের পেত্রাতোসের

গোলকিপার: অমরিন্দর সিংয়ের জমানা যে এটিকে মোহনবাগানে খতম হয়ে গিয়েছে, তা আর্শ আনোয়ার শেখ এবং বিশাল কাইথকে নেওয়ার মধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছিল। পরে অমরিন্দর যোগ দিয়েছেন ওড়িশা এফসিতে। এটিকে মোহনবাগানে কোচ ফেরান্দোর পছন্দের প্ৰথম বাছাই হতে চলেছেন সম্ভবত বিশাল কাইথ।

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে এটিকে মোহনবাগানের সম্ভাব্য প্ৰথম একাদশ: বিশাল কাইথ/ আর্শ আনোয়ার শেখ, ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটাল, শুভাশিস বোস, ফ্লোরেন্টিন পোগবা/কার্ল ম্যাকহিউ, আশিস রাই, আশিক কুরুনিয়ান, জনি কাউকো, দিমিত্রি পেত্রাতোস/ হুগো বৌমাস, লিস্টন কোলাসো, মনবীর সিং

Mohunbagan Kolkata Football Indian Football ATK Mohun Bagan ISL atk-mohun-bagan
Advertisment