পড়শি ক্লাবে বেশ কয়েক বছর ধরেই 'রিমুভ এটিকে' আন্দোলন চলছে। সমর্থকদের প্রতিবাদ অগ্রাহ্য করে এবারেও আইএসএল-এ মোহনবাগান নয় খেলতে দেখা যাবে এটিকে-মোহনবাগানকে। তবে আইএসএল শুরুর আগেই ইস্টবেঙ্গল সমর্থকদের বড়সড় সারপ্রাইজ দিল ইনভেস্টর ইমামি।
সমস্ত সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল হ্যান্ডল থেকে সরিয়ে নেওয়া হল 'ইমামি' শব্দবন্ধনী। আইএসএল-এর সময়ে সোশ্যাল মিডিয়ায় 'ইস্টবেঙ্গল এফসি' টুইটার হ্যান্ডল থেকেই লাল-হলুদ সমর্থকদের যাবতীয় আপডেট দেওয়া হবে। কয়েকদিন আগেও যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল ইমামি-ইস্টবেঙ্গল'এর লোগো। সেটাই পরিবর্তিত হয়ে আপাতত 'ইস্টবেঙ্গল এফসি'।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের নতুন জার্সিতে ‘আপত্তিকর’ লোগো, ক্ষোভে ফেটে পড়ল লাল-হলুদ জনতা
ইমামি বিনিয়োগকারী হিসাবে লাল-হলুদ তাঁবুতে পা রেখেই জানিয়ে দিয়েছিল ইমামি-ইস্টবেঙ্গল নয়, ইস্টবেঙ্গল নামেই আইএসএল-এ খেলবেন ক্লেইটন সিলভা, আলেক্স লিমারা। নিজেদের সেই প্রতিশ্রুতিকেই বরাবর মান্যতা দিয়ে এসেছেন ইমামি কর্তৃপক্ষ। আইএসএল-এ আগেই ইস্টবেঙ্গল এফসি নামে নথিভুক্ত হয়েছিল ক্লাবের নাম। এবার সোশ্যাল মিডিয়া থেকেও নিজেদের সরিয়ে নিল ইমামি শিবির।
আরও পড়ুন: সেরার সেরা তিন তারকার বহুদিনের ঠিকানা বাগানেই! ষষ্ঠীর দিনেই বিরাট আপডেট
এমনিতেও আইএসএল-এ নিয়ম অনুযায়ী বিনিয়োগকারী সংস্থার নাম ক্লাবের সঙ্গে যুক্ত করা যায় না। সেই কারণেই গত সিজনে শ্রী সিমেন্টও বাধ্য হয়েছিল ইস্টবেঙ্গল এসসি নামে মাঠে নামতে। 'এসসি' শব্দের অর্থ শ্রী সিমেন্টের তরফে বলা হয়েছিল স্পোর্টিং ক্লাব। যদিও ময়দানি মহলের ব্যাখ্যা নিজেদের নামের আদ্যক্ষর কৌশলে ইস্টবেঙ্গলের সঙ্গে ঢুকিয়ে দিয়েছিল শ্রী সিমেন্ট। নিয়ম বাঁচিয়ে।
এবার অত কৌশলের পথে হাঁটেনি ইমামি কর্তৃপক্ষ। বরাবর সমর্থকদের আবেগকে মর্যাদা দেওয়ার চেষ্টা জারি রেখেছে ইমামি কর্তৃপক্ষ। আইএসএল-এর আগে সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের সরিয়ে নেওয়া সেই ইঙ্গিতই বহন করছে।