ইস্টবেঙ্গল কোচের দায়িত্ব নেওয়ার জন্য একসময় ফেভারিট ছিলেন তিনি। পর্তুগালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, যুব বিশ্বকাপজয়ী জর্জে কোস্তাই ইস্টবেঙ্গলের হেড কোচ হিসেবে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে বাজিমাত করেন স্টিফেন কনস্টানটাইন।
ইস্টবেঙ্গল থেকে ব্রাত্য সেই জর্জে কোস্তাই এবার পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের একাডেমিকো দে ভিসুর হেড কোচ হলেন। যে দলের হয়ে অতীতে লুইস আলমেইদা, ম্যানুয়েল কাজুদা, ফ্লোরিস শ্যাপের মত ম্যানেজাররা দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন: ইস্টবেঙ্গল নয়, ISL-এ এই দলের কোচিংয়ের দৌড়েও ছিলেন কনস্টানটাইন! ইন্টারভিউ পর্যন্ত গড়ায় নিয়োগ
কয়েক সপ্তাহ আগে যখন জর্জে কোস্তা একাডেমিকার দায়িত্ব নিয়েছিলেন, ক্লাব তখন যথেষ্ট খারাপ অবস্থায় ছিল। ১৭ নম্বরে নেমে গিয়েছিল। তবে কোস্তার কোচিংয়ে বর্তমানে পর্তুগিজ ক্লাবটি ১১ নম্বরে উঠে এসেছে। টানা চার ম্যাচ জিতেছে ক্লাবটি। এর মধ্যে কোস্তার কোচিংয়ে একাডেমিকা চলতি মাসের শুরুতে ৬-২ বিশাল ব্যবধানে হারিয়েছে ফেব্রিলকে। অন্যদিকে স্টিফেন কনস্টানটাইনের ইস্টবেঙ্গল প্ৰথম দু-ম্যাচেই হেরেছে। বৃহস্পতিবার খেলতে নামছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে।
জর্জে কোস্তা আইএসএল-এ আগেই কোচিং করিয়েছিলেন মুম্বই সিটি এফসিকে। ইস্টবেঙ্গল কোচ হওয়ার জন্য সের্জিও লোবেরা, আলবার্তো রোকারা সিভি পাঠালেও চূড়ান্ত কোচ হওয়ার লড়াইয়ে ছিলেন জর্জে কোস্তা এবং স্টিফেন কনস্টানটাইন।
আরও পড়ুন: মনে হয় না কনস্টানটাইন আমার থেকে বড় কোচ! ইস্টবেঙ্গলের কোচ ঘোষণার দিনেই বিষ্ফোরক কোস্তা
ইউরো কাপ, চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট ২৪টি শীর্ষ পর্যায়ের খেতাবের মালিককে ভাবা হয়েছিল ইস্টবেঙ্গলের কোচের হয়ে অটোমেটিক চয়েস। পর্তুগালের হয়ে বিশ্বকাপে খেলা সুপারস্টারের কোচিং প্রোফাইলও বেশ নজরকাড়া। এফসি ব্রাগা, সিএফআর ক্লুজ, একাডেমিকা সহ ইউরোপের একাধিক লিগে কোচিং করিয়েছেন রোনাল্ডোর জাতীয় দলের পূর্বসূরী। গ্যাবন জাতীয় দলের কোচ হিসাবেও যুক্ত থেকেছেন। আইএসএল-এ কোচিং করিয়েছেন মুম্বই সিটি এফসিতে। দুই মরশুমের প্ৰথম সিজনে দলকে প্লে অফেও পৌঁছে দিয়েছিলেন কোচ জর্জে কোস্তা।
ভারতে দ্বিতীয়বার কোচিংয়ের জন্য ছক কষে ফেলেছিলেন পর্তুগালের সুপারস্টার। তবে রোনাল্ডোর দেশের কোচ পর্তুগালেই নিজের পরবর্তী আস্তানা খুঁজে নিলেন।