Advertisment

ISL-এ কোচিং করানো বিদেশি তারকার আচমকা মৃত্যু! লিগ শুরুর আগেই শোকের ছায়া টুর্নামেন্টে

কেরালা ব্লাস্টার্সে মাত্র চার মাস সহকারী কোচ হিসেবে যুক্ত ছিলেন প্যাট্রিক ভ্যান কেটস। তাঁর প্রয়াণে শোকের ছায়া আইএসএল-এ।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইএসএল-এ কোচিং করিয়ে গিয়েছেন এক মরশুম আগেই। কেরালা ব্লাস্টার্সে কোচিং করিয়ে গিয়েছেন। সেই প্যাট্রিক ভ্যান কেটস হঠাৎই প্রয়াত হলেন নিজের দেশ বেলজিয়ামে।

Advertisment

বেলজিয়ান সংবাদমাধ্যমে জানানো হয়েছে, চার্কট রোগে ভুগছিলেন তিনি বেশ কিছুদিন। অগাস্ট থেকেই শয্যাশায়ী ছিলেন এই মাসল ডিসঅর্ডারে। চলতি সপ্তাহেই আচমকা তাঁর মৃত্যু ঘটে।

কেরালা ব্লাস্টার্সের হেড কোচ ইভান ভুকোম্যানোভিচের সহকারী হিসাবে দেখা গিয়েছিল বেলজিয়ান প্যাট্রিককে। তবে ব্যক্তিগত কারণে তিনি নিযুক্ত হওয়ার চার মাস পরেই অক্টোবরেই ব্লাস্টার্স ছেড়ে দিয়েছিলেন। তাঁর প্রয়াণে লিগ শুরুর আগেই শোকের ছায়া আইএসএল দুনিয়ায়।

আরও পড়ুন: কলকাতায় পা রাখছে ‘লাল-হলুদ’ Man U! পুজোর আগে বিশাল ঘোষণায় হৈচৈ রোনাল্ডোদের

পেশাদারি কেরিয়ার শুরু হয়েছিল বেলজিয়ান ক্লাব মেচেলেন-এ। এর পরে খেলেছেন সেন্ট ত্রুডেনেসে। কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন ফ্রান্সের লা মেন্স এফসিতে। চার বছরে ৫৩ গোল করেছেন ল্য মেন্সের জার্সিতে। টানা দু-বছর ১৯৯৫, ১৯৯৬-এ লিগা-২'এর দ্বিতীয় টপ স্কোরার ছিলেন। ২০০২-এ অবসর নেওয়ার আগে আজসিও, রেসিং প্যারিস, রেড স্টার-এ খেলেছেন।

অবসরের পর বিখ্যাত বেলজিয়ান ক্লাব স্ট্যান্ডার্ড লিগা-র যুব দলের হেড কোচ হন। এরপরে নিজের পুরোনো ক্লাবে সিন্ট ত্রুডেন্সের সহকারীর ভূমিকা পালন করেন দু-বছর। যে ক্লাবে কেরিয়ারের শুরুর দিকে বেশ কয়েক বছর খেলেছিলেন সেই ক্লাবেই হেড কোচ ইভান লেকোর সহকারী হিসাবে টানা চার বছর কাটানোর পর আমিরশাহির বিখ্যাত ক্লাব আল আইনের সহকারী কোচ হন। ভারতে কোচিং করাতে আসার আগে বেলজিয়ামের ওয়াসেল বেভারেন-এ সহকারী কোচ ছিলেন নিকি হাইনের।

Indian Football ISL
Advertisment