হায়দরাবাদ বনাম গোয়া ম্যাচে বিদ্যুৎ বিভ্রাট। দেরিতে খেলা শুরু হয়েছে। তাই সম্প্রচারের সামঞ্জস্য বজায় রাখতে এবার কলকাতা ডার্বি পিছলো ২০ মিনিট। ৭.৩০-এর পরিবর্তে খেলা শুরু হবে ৭.৫০-এ।
শনিবার ডার্বি মহারণের স্বাদ নিতে বাইপাস মুখ শহরের ফুটবল সমর্থকদের স্রোত নেমেছিল। মোবাইল জ্বালিয়ে সমর্থকরা অনন্য মায়াবি পরিবেশ তৈরি করেছে। এমন সময়েই দুসংবাদ ভেসে আসে। সংগঠকদের তরফে জানিয়ে দেওয়া হয়, হায়দরাবাদ বনাম গোয়া ম্যাচে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ডার্বি ম্যাচও দেরিতে শুরু হবে। সেক্ষেত্রে ম্যাচ শেষ হতে প্রায় ১০টা বাজবে। বাড়ি ফেরার জন্য রাতে পর্যাপ্ত পরিবহন থাকবে কিনা, তা নিয়ে নতুন করে চিন্তা চেপে বসেছে সমর্থকদের।
আরও পড়ুন: সৌরভের সামনে ‘দাদাগিরি’ বাগানের! হুগো, মনবীরদের গোলায় কেঁপে গেল স্টিফেনের ইস্টবেঙ্গল
এদিকে, প্রত্যাশা মতই চার বিদেশির কোটায় ডার্বিতে ফেরান্দো খেলাচ্ছেন ব্রেন্ডন হ্যামিল, জনি কাউকো, দিমিত্রি পেত্রাতোস এবং হুগো বৌমাসকে। বাইরেই ঠাঁই হচ্ছে ফ্লোরেন্তিন পোগবার। তিন ডিফেন্ডার পজিশনে বাগান বস হ্যামিলের সঙ্গে জুড়ে দিয়েছেন, শুভাশিস এবং প্রীতম কোটালকে। আশিক কুরুনিয়ানেরও জায়গা হয়নি। মাঝমাঠে থাকছেন দীপক টাংরি, হুগো বৌমাস এবং জনি কাউকো।
আরও পড়ুন: ডার্বিতে নামছে ‘মস্তান’ ইস্টবেঙ্গল! বাগান-মহারণের আগেই উত্তাপ বাড়ালেন দেবব্রত সরকার
ম্যাচে নামার আগে এটিকে মোহনবাগান বস হুয়ান জানিয়েছিলেন, "আমি কেবল নিজের দল নিয়েই ভাবছি। দল মোটামুটি ঠিকঠাক রয়েছে। প্রত্যেকেই প্রতিপক্ষ সম্পর্কে ভাল মত ওয়াকিবহাল। ওঁদের স্কোয়াড নিঃসন্দেহে ভাল। তবে আমরা কেবলমাত্র নিজেদের নিয়েই ফোকাস করছি। আমাদের এখনও অনেক ম্যাচ খেলতে হবে। তবে সত্যি কথা বলতে প্রতিপক্ষ দল নিয়ে আমরা খুব বেশি ভাবি না।”
এদিকে, ইস্টবেঙ্গল এলিয়ান্দ্রকে বাইরে রেখেই দল সাজাল। আলেক্স লিমা, তুহিন, সৌভিক চক্রবর্তীর মত তারকাদের পরিবর্ত হিসাবে রেখে একাদশ গড়েছেন কোচ কনস্টানটাইন।
এটিকে মোহনবাগান একাদশ: বিশাল কাইথ, ব্রেন্ডন হ্যামিল, শুভাশিস বোস, প্রীতম কোটাল, জনি কাউকো, হুগো বৌমাস, আশিস রাই, দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসো, মনবীর সিং, দীপক টাংরি
ইস্টবেঙ্গল একাদশ: কমলজিৎ সিং, ইভান গঞ্জালেজ, নুঙ্গা, ক্লেইটন সিলভা, সুহের ভিপি, সার্থক গলুই, জেরি, জর্ডন দোহার্তি, হাওকিপ, নাওরেম মহেশ, কিরিয়াকু