ইস্টবেঙ্গলের অফারে সরাসরি ‘না’ ISL, I League জয়ী বাঙালি তারকার, বাঁধ ভাঙল অপেক্ষার

দল গঠনে দীর্ঘসূত্রিতার কারণে একের পর এক তারকা ক্লাব ছাড়ছেন ইস্টবেঙ্গলে। সেই তালিকায় নতুন নাম দেবজিত মজুমদার।

ইস্টবেঙ্গলের অফারে সরাসরি ‘না’ ISL, I League জয়ী বাঙালি তারকার, বাঁধ ভাঙল অপেক্ষার

কবে হবে সই, কবে হবে দলগঠন! তা জুনের শেষ সপ্তাহে এসেও চূড়ান্ত নয়। প্রবল অনিশ্চিয়তার মুখে ইস্টবেঙ্গল ছাড়ছেন একের পর এক তারকা। রাহুল পাসোয়ান, শঙ্কর রায় কলকাতাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মহামেডানে সই করে।

এবার ক্লাবের অফার প্রত্যাখ্যান করাদের তালিকায় নবতম সংযোজন হতে চলেছেন দেবজিত মজুমদার। সবকিছু ঠিকঠাক থাকলে দেবজিৎকে ইস্টবেঙ্গল নয়, আগামী মরশুমে চেন্নাইয়িনের জার্সিতে আইএসএল কাঁপাতে দেখা যাবে। বেশ কিছুদিন ধরেই ইস্টবেঙ্গলের অফার ছিল তারকা গোলকিপারের কাছে। ক্লাব কর্তাদের ‘আশ্বাস’ পেয়ে এতদিন অপেক্ষা করতে রাজিও হয়েছিলেন। তবে জুলাই শুরু হওয়ার আগেই ধৈর্য্যের বাঁধ ভেঙেছে সুপারস্টারের। চেন্নাইয়িনের অনুশীলন কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তাই আর অপেক্ষা না করে দক্ষিণী ক্লাবের কাস্টোডিয়ানের ভূমিকায় ফিরে যাচ্ছেন বঙ্গসন্তান।

আরও পড়ুন: একদম অচেনা নয় কলকাতা! এটিকে মোহনবাগানেই রয়েছে পোগবার পুরোনো বন্ধু

মহামেডান বাদ দিয়ে বাকি দুই প্রধানেই খেলেছেন তারকা। ২০১৪/১৫ আইলিগের সেরা গোলকিপারও হন দেবজিত। তুখোড় ফর্মে থাকা দেবজিত সেবার একের পর এক ম্যাচে মোহনবাগানের ত্রাতা হিসাবে আবির্ভূত হয়েছিলেন। সঞ্জয় সেনের বাগানকে চ্যাম্পিয়ন করার অন্যতম নেপথ্য কারিগর ছিলেন হিন্দমোটরের তারকা। এক মরশুম পরে ফের একবার লিগ সেরা গোলকিপারের তকমা জোটে তাঁর। ২০২০-এ কিবু ভিকুনার দলকেও আইলিগ জয়ের স্বাদ দেন তিনি। ২০১৬-য় খেতাব জিতিয়েছেন এটিকেকেও। সেই বছরেই ফেডারেশনের কাপ জয়েও দেবজিতের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

কোচ ববি মিমসের সঙ্গে ইস্টবেঙ্গলে দেবজিত (আইএসএল)

ময়দানি ফুটবলে তখন ভরসার অন্যতম নাম-ই হয়ে দাঁড়িয়েছিল দেবজিত মজুমদার। ২০১৫-য় আইলিগজয়ী মরসুমের পর তারকাকে আর ফিরে তাকাতে হয়নি। আইএসএলে খেলেছেন এটিকে, মুম্বই সিটি এফসির হয়ে।

রবি ফাউলারের ইস্টবেঙ্গলে খেলার পর গত বছরই চেন্নাইয়িনের জার্সিতে সই করিয়েছিলেন বঙ্গ গোলকিপার। এবার কলকাতায় ফেরার প্রস্তাব ছিল ইস্টবেঙ্গলে খেলার জন্য। দেবজিত প্রাথমিকভাবে রাজিও হয়েছিলেন। তবে ইনভেস্টর-সংস্থার সঙ্গে চুক্তি বিভ্রাটে জড়িয়ে পড়ে ক্লাবের দল গঠনের কাজ-ই শুরু হয়নি। এমন অবস্থায় তাই নিজের ক্লাব চেন্নাইয়িনেই ফিরে যাচ্ছেন দেবজিত।

আরও পড়ুন: ইউরো কাপ জয়ী যুব বিশ্বকাপের সেরা স্ট্রাইকার হাতছাড়া বাগানের! নাম লেখালেন গোয়ায়

চেন্নাইয়িন এই মরশুমে শক্তিশালী দল গড়ছে। ইস্টবেঙ্গল থেকেই মহম্মদ রফিককে যেমন সই করিয়েছে, তেমন চেন্নাইয়িনের স্কোয়াডে এবার দেখা যাবে সন্তোষ ট্রফিতে বাংলার ক্যাপ্টেন মনোতোষ চাকলাদারকেও। একদিন আগে চেন্নাইয়িন চমক সেলেগালের জাতীয় দলের ডিফেন্ডার ফালো দিয়াগনেকে নিয়ে। যিনি বুন্দেশলিগা, লিগা ওয়ানে মেটজ্, ফ্রেইবুর্গ, ওয়ার্ডার ব্রেমেন, রেনে-র মত ক্লাবে।

সবমিলিয়ে আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের ভালো দল গড়ার সম্ভবনা যে ক্ষীণ, দেবজিতের প্রত্যাখ্যান যেন সেই বিষয়েই সিলমোহর দিয়ে গেল।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Isl 2022 transfer debjit majumder to leave east bengal set to join chenayin fc

Next Story
ফ্লোরেন্তিনের পর নয়া চমক! পোগবার বন্ধুকে সই করাল কলকাতার এই প্রধান
Exit mobile version