Subhasish Bose Wife Pregnancy: 'বেবি বোস কামিং সুন', সংসারে নতুন সদস্য আসার সুখবর দিলেন বাগান অধিনায়কের স্ত্রী

Subhasish Bose Wife Pregnancy News: এই মুহূর্তে দেশের অন্যতম সেরা লেফট ব্যাক ISL-এ ৬টি গোলও করেছেন। সামনেই সুপার কাপ। এবার ত্রিমুকুট জয় বা ট্রেবল করার অপেক্ষায় দলকে সফল ভাবে নেতৃত্ব দেওয়া শুভাশিস বোসের সামনে। 

Subhasish Bose Wife Pregnancy News: এই মুহূর্তে দেশের অন্যতম সেরা লেফট ব্যাক ISL-এ ৬টি গোলও করেছেন। সামনেই সুপার কাপ। এবার ত্রিমুকুট জয় বা ট্রেবল করার অপেক্ষায় দলকে সফল ভাবে নেতৃত্ব দেওয়া শুভাশিস বোসের সামনে। 

author-image
IE Bangla Sports Desk
New Update
Subhasish Bose Wife Pregnant: মা হতে চলেছেন শুভাশিসের স্ত্রী কস্তুরী ছেত্রী

Subhasish Bose Wife Pregnant: মা হতে চলেছেন শুভাশিসের স্ত্রী কস্তুরী ছেত্রী

Subhasish Bose Wife Pregnancy: স্বপ্নের মরশুমে কেটেছে এবছর মোহনবাগান ক্যাপ্টেন শুভাশিস বোসের। একই মরশুমে ISL শিল্ড এবং কাপ এসেছে বাগানের তাঁবুতে। এই মুহূর্তে দেশের অন্যতম সেরা লেফট ব্যাক ISL-এ ৬টি গোলও করেছেন। সামনেই সুপার কাপ। এবার ত্রিমুকুট জয় বা ট্রেবল করার অপেক্ষায় দলকে সফল ভাবে নেতৃত্ব দেওয়া শুভাশিস বোসের সামনে। 

Advertisment

এর মধ্যেই আরও সুখবর শুভাশিসের জীবনে। মা হতে চলেছেন শুভাশিসের স্ত্রী কস্তুরী ছেত্রী। তিনি অন্তঃসত্ত্বা। শনিবার ISL ট্রফি জয়ের সেলিব্রেশনের রাতে প্রকাশ্যেই সুখবরটা দিয়েছেন দম্পত্তি। 

রবিবার সকালে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন কস্তুরী। সেখানে দেখা গিয়েছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনির পর মাঠে নামেন কস্তুরী। মোহনবাগানের অন্য ফুটবলারদের স্ত্রী-বান্ধবীর মতো তিনিও ফটোশুট করছিলেন। একটি ভিডিওতে দেখা যায়, নিজের গলার মেডেল খুলে কস্তুরীর গলায় পরিয়ে দেন শুভাশিস। এরপর হাঁটু মুড়ে বসে কস্তুরীর পেটে স্নেহচুম্বন দেন। পেটে হাত রেখে দুজনে ভিডিও শেষ করেন।

আরও পড়ুন শুভাশিসের হ্যান্ডবল ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেলেন রেফারি? এবার মুখ খুললেন মেহতাব

Advertisment

ভিডিওর ক্যাপশনে কস্তুরী লিখেছেন, 'আমরা অনেক করেছিলাম। এতদিন ধরে অনেক প্রার্থনী করেছিলাম। অবশেষে খুব উৎসাহের সঙ্গে আমরা জানাচ্ছি, আমাদের ছোট্ট মিরাকল আসছে।' হ্যাশট্যাগে তিনি লিখেছেন 'বেবি বোস কামিং সুন'। এই ভিডিওর মাধ্যমে সন্তানের খবর দিয়েছেন কস্তুরী। যা নিয়ে খুশিতে ভাসছেন মোহনবাগান ভক্তরা। কমেন্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনেকে। চলতি মরশুমে এত সাফল্যের পর আরও খুশির খবরে বাঁধনছাড়া উচ্ছ্বাস সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে। 

ISL 2024-25 Mohun Bagan Super Giants Subhasish Bose