Mehtab Hossain on Mohun Bagan Win: শুভাশিসের হ্যান্ডবল ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেলেন রেফারি? এবার মুখ খুললেন মেহতাব

Subhasish Bose Handball: রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। আর সেটা হল মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসুর হ্যান্ডবল। অনেকেই দাবি করেছেন যে ওই জায়গায় পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া উচিত ছিল রেফারির।

Subhasish Bose Handball: রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। আর সেটা হল মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসুর হ্যান্ডবল। অনেকেই দাবি করেছেন যে ওই জায়গায় পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া উচিত ছিল রেফারির।

author-image
Koushik Biswas
New Update
Mehtab Hossain

শুভাশিস বসুর হ্যান্ডবল প্রসঙ্গে মুখ খুললেন মেহতাব হোসেন

Mehtab Hossain: ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024-25) খেতাব জয় করেছে মোহনবাগান (Mohun Bagan Super Giants)। গোটা টুর্নামেন্ট জুড়ে তারা দাপুটে পারফরম্য়ান্স করেছিল। ফাইনাল ম্য়াচে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে খেলতে নামে মেরিনার্সরা। এই ম্যাচে শেষপর্যন্ত ২-১ গোলে জয়লাভ করেছে সবুজ-মেরুন ব্রিগেড।

Advertisment

আইএসএল ফাইনালে মোহনবাগান জয়লাভ করলেও, রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। আর সেটা হল মোহনবাগান সুপার জায়ান্ট দলের অধিনায়ক শুভাশিস বসুর (Subhasish Bose) হ্যান্ডবল। অনেকেই দাবি করেছেন যে ওই জায়গায় পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া উচিত ছিল রেফারির। যদিও তেমনটা কিন্তু একেবারে মনে করছেন না ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন।

Joy Sarkar on Mohun Bagan Win: বাগানের জয়ে বাঁধভাঙা উচ্ছাস, অভিনব কায়দায় সেলিব্রেশন সবুজ-মেরুন ভক্ত জয় সরকারের

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, 'বলটা ওর হাতে লাগার পর ডেড হয়ে গিয়েছিল। এটা একান্তই রেফারির সিদ্ধান্ত। ও হ্যান্ডবল দিতেও পারত, আবার নাও দিতে পারত। কারণ শুভাশিসের হাতটা শরীরের একেবারে কাছে ছিল। এটুকু বলতে পারি, এটা রেফারির কল ছিল। তবে খুব ভাল একটা ম্যাচ উপভোগ করলাম।'

Advertisment

Sanjiv Goenka: কেন ডাকা হল না ক্রীড়ামন্ত্রীকে? ফাইনালের পর 'জবাব' সঞ্জীব গোয়েঙ্কার

সেইসঙ্গে তিনি জেমি ম্য়াকলারেনের ভূয়শী প্রশংসা করলেন। মেহতাব বললেন, 'শনিবার ISL ফাইনালে যথেষ্ট টাফ একটা ম্যাচ হয়েছে। ম্যাকলারেন বড় মাপের ফুটবলার। যেভাবে ছোঁ মেরে বলটা ও কেড়ে নিল, সেটা সত্যিই প্রশংসনীয়। এই বলটা সানা অনায়াসেই ক্লিয়ার করে দিতে পারত। কিন্তু, ও বলটা রিসিভ কেন করল, সেটাই বুঝতে পারলাম না। এই গোলটা করে ম্য়াকলারেন নিজের জাত চিনিয়ে দিয়েছে। ওখানে গুরপ্রীতের কিছু করার ছিল না।'

Mohun Bagan ISL Win: 'কী অসাধারণ একটা রাত...', মেরিনার্সদের শুভেচ্ছা জানিয়ে কী বললেন মনোজ?

প্রসঙ্গত, ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু, দ্বিতীয়ার্ধে দেখতে পাওয়া যায় একের পর এক নাটক। প্রথমে রডরিগসের আত্মঘাতী গোলে এগিয়ে গিয়েছিল বেঙ্গালুরু এফসি। এরপর সানার হাতে বল লাগার কারণে পেনাল্টি পায় মোহনবাগান। সেই সুযোগ কাজে লাগিয়েই ম্য়াচে সমতা ফেরান কামিন্স। অবশেষে অতিরিক্ত সময়ে বাগানের হয়ে জয়সূচক গোলটি করলেন ম্যাকলারেন।

Mamata Banerjee Congratulates Mohun Bagan: 'তোমাদের কুর্নিশ জানাই...', মোহনবাগানের জয়ে গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়

তবে এই ম্য়াচে আবারও জ্বলে উঠেছিলেন সুনীল। কিন্তু, দূর্ভাগ্য যে শেষপর্যন্ত তিনি গোল করতে পারেননি। কিন্তু, ৪০ বছর বয়সে তিনি যে পারফরম্য়ান্স করলেন, তা প্রশংসা আপাতত গোটা দেশজুড়ে করা হচ্ছে।

আলাদা করে প্রশংসা সুনীলের

মেহতাব বললেন, 'সুনীল ছেত্রীকে দেখে বর্তমান প্রজন্মের শেখা উচিত। যেভাবে এই গরমের মধ্যেও ৪০ বছর বয়সে মাঠ কাঁপাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা অনেকেই বিদেশি ফুটবলারদের অনুসরণ করি। কিন্তু, আমি বলতে চাই যদি অনুসরণ করতেই হয়, তাহলে সুনীল ছেত্রীকেই করা উচিত।'

ISL 2024-25 Bengaluru FC Subhasish Bose Mohun Bagan Super Giants Mehtab Hossain