/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/mohun-bagan.jpg)
মোহনবাগান (এক্সপ্রেস ফটো শশী ঘোষ)
বাগান থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। চোট পাওয়ার পর তাঁকে আর দেখা যায়নি সবুজ মেরুন জার্সিতে। আসন্ন সিজনে সেই তিরি খেলবেন আইএসএল-ই। মুম্বই সিটি এফসির হয়ে রক্ষণ সামলাবেন স্প্যানিশ স্টপার। বৃহস্পতিবারই মুম্বই সিটি এফসি জানিয়ে দিল, এক বছরের চুক্তিতে তিরি সই করছেন ক্লাবে।
গত সিজনে এএফসি কাপে গোকুলাম ফরোয়ার্ড লুকা মাজসেনকে ট্যাকল করতে গিয়ে চোট পেয়েছিলেন। গোটা আইএসএল সিজন থেকেই তারপর ছিটকে যান টানা তিন মরশুম এটিকে-মোহনবাগানের রক্ষণের অতন্দ্র প্রহরী।
বলা হয়েছিল এসিএল টিয়ারের কারণে অস্ত্রোপচার এবং তার পরবর্তী পর্যায়ে রিকভারির জন্য জানুয়ারি পর্যন্ত ছিটকে যান। ঘটনা হল, তিরিকে বড়সড় চোট সত্ত্বেও রেখে দেওয়া হয়। আনরেজিস্টার্ড প্লেয়ার হিসাবে স্কোয়াডে রেখে দেওয়া হয় মরসুমের শেষ পর্যন্ত। ফাইনালে বেঙ্গালুরুর বিপক্ষে তিরিকে স্পেন থেকে উড়িয়ে আনা হয়েছিল। দলের সঙ্গেই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ উপভোগ করেন তিনি।
#HeyTiri, welcome to आमची मुंबई! 🫶👋#AamchiCity 🔵 @Tiri1991pic.twitter.com/b9tZZIUe1S
— Mumbai City FC (@MumbaiCityFC) July 6, 2023
এরপরেও ছেড়ে দেওয়া হয় চলতি সিজনের শুরুতে। স্প্যানিশ লিগে কাডিজ, আতলেতিকো মাদ্রিদের বি দলের হয়ে খেলে আসা তিরি আতলেতিকো ডি কলকাতায় জার্সিতে আইএসএল অভিষেক ঘটান। প্ৰথম সিজনেই দলকে সেমিফাইনালে পৌঁছতে সাহায্য করেন। ২০১৬-য় এটিকের জার্সিতে প্ৰথমবার চ্যাম্পিয়নও হন।
তিরি পরের সিজনে স্প্যানিশ লিগের তৃতীয় ডিভিশনের মারবেলা এফসির হয়ে খেলেন। ২০১৮-য় আইএসএল-এ প্রত্যাবর্তন করেন জামশেদপুর এফসির জার্সিতে। তিন বছর ইস্পাত নগরীর ফ্র্যাঞ্চাইজিতে খেলার পর ২০২০-তে এটিকে মোহনবাগানে প্রত্যাবর্তন ঘটে তিরির।
আইএসএল-এ ১১০ টি ম্যাচ খেলেছেন। সর্বাধিক ম্যাচ খেলা বিদেশি তিনিই। মুম্বই সিটি এফসিতে সই করে তিরি জানিয়ে দিয়েছেন, "মুম্বই সিটি এফসিতে যোগ দিতে পেরে ভাল লাগছে। দলের ফুটবল সংস্কৃতি নিয়ে আইএসএল-এ প্রচুর চর্চা হয়। এখানে খেলার আকাঙ্খা সকলের থাকে। ভারতে বহুদিন ধরে খেলছি। নিজের সাফল্যের ধারা এখানেও অব্যাহত রাখতে চাই। লিগ খেতাব ডিফেন্ড করতে মুখিয়ে রয়েছি। মুম্বইকে নতুন ট্রফি এনে দিতে চাই। এটা আমার কেরিয়ারে নতুন অধ্যায়। নতুন করে শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।"