Advertisment

ISL Derby 2024-25: ডার্বি: ঘটির জলে মশাল নিভল গুয়াহাটিতে, বাগানে হাসি ফোটালেন অজি মালি ম্যাকলারেন

Mohun Bagan has beaten East Bengal: ম্যাচের ১ মিনিট ৩৮ সেকেন্ডের মাথায় গোল করে আইএসএলে দ্রুততম গোলের রেকর্ড করলেন জেমি ম্যাকলারেন। ৬৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন শৌভিক চক্রবর্তী।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jamie Maclaren: জেমি ম্যাকলারেন।

Jamie Maclaren: জেমি ম্যাকলারেন। (ছবি- টুইটার)

Mohun Bagan has beaten East Bengal: দিনের শেষে ম্যাচে ফলাফলটাই শেষ কথা। আর, শনিবার সেই ফলাফল বলছে, মোহনবাগান ১ এবং ইস্টবেঙ্গল ০। যার ফলে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) তালিকায় মোহনবাগান ১ নম্বরে আর ইস্টবেঙ্গল ১১ নম্বরেই থাকল। আইএসএল ডার্বির পরিসংখ্যানে ১০ বারের দর্শনে ৯ বার জয়ী হল মোহনবাগান। কারণ, বাকি ১টি ম্যাচ ড্র হয়েছিল। 

Advertisment

ম্যাচের ১ মিনিট ৩৮ সেকেন্ডের মাথায় গোল করে আইএসএলে দ্রুততম গোলের রেকর্ড করলেন অস্ট্রেলীয় স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। তারমধ্যেও গুয়াহাটিতে দুর্দান্ত খেলার চেষ্টা করেছে ইস্টবেঙ্গল। ম্যাচের ৬৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখেছেন শৌভিক চক্রবর্তী। ১০ জনেও লাল-হলুদ শিবির মোহনবাগানকে চাপে রাখার চেষ্টা করেছে। বহু গোলের সুযোগ পেয়েছে। কিন্তু, শেষ পর্যন্ত কাজের কাজটা করে উঠতে পারেনি। লাল-হলুদ সমর্থকদের বলার মত মুখ বলতে একটাই, রেফারি ন্যায্য পেনাল্টি দেননি। কিন্তু, পরিসংখ্যান সেসব কথা শুনবে না। দিনের শেষ হাসি হাসল বাগান শিবিরই। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা অন্যদের চেয়ে আরও এগিয়ে গেল।  

যে গোলটা অজি স্ট্রাইকার এদিনের ম্যাচে করলেন, সেটা এনে দিল তাঁর গোলের খিদে আর সুযোগসন্ধানী প্রবণতা। ইস্টবেঙ্গল রক্ষণের দোষেই বলটা তিনি পেয়ে যান। আশিস রাইয়ের পাসটা আটকাতে পারেননি হিজাজি মাহের। সেই বলই ধরে নেন অজি তারকা। হেক্টর ইয়ুস্তে চেষ্টা করেও রুখেতে পারেননি ম্যাকলারেনকে। এরপর লাল-হলুদের গোলরক্ষক প্রভসুখন গিলকে হার মানাতে বাগানের অস্ট্রেলীয় তারকাকে আর বেগ পেতে হয়নি।

গোলের আরও সুযোগ পেয়েছিল মোহনবাগান। ১১ নম্বর জার্সির মনবীর সিং ম্যাচের ২১ মিনিটের মাথায় গোলের সুযোগ পান। কিন্তু, মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ডার ইস্টবেঙ্গল গোলরক্ষকের হাতে মারেন। এদিনের ম্যাচে মোহনবাগান ছিল অত্যন্ত সাবধানী। দল নামিয়েছিল ৪-৪-২ ছকে। সেখানে ইস্টবেঙ্গল ছিল অনেক আক্রমণাত্মক। লাল-হলুদ শিবির খেলেছে ৩-৪-৩ ছকে। সাবধানী বাগান, জয় নিশ্চিত করতে ম্যাচে ২০ মিনিটের পরই খেলার গতি কমিয়ে দেয়। 

Advertisment

আরও পড়ুন- শামি ফিরলেন জাতীয় দলে, জায়গা পেলেন না পন্থ

দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় ইস্টবেঙ্গল। এই সময়ই প্রতিআক্রমণ ঠেকাতে গিয়ে লালকার্ড দেখেন ইস্টবেঙ্গলের শৌভিক চক্রবর্তী। এতে হিতে বিপরীত হয়। ১০ জন হয়ে যায় লাল-হলুদ দল। তাদের সব আক্রমণই মোহনবাগান রক্ষণে গিয়ে থমকে যায়। এই ম্যাচ বুঝিয়ে দিল, পার্থক্য গড়ে দেওয়ার মত স্ট্রাইকারের অভাব থাকলে বাকি মরশুমেও ভুগতে হতে পারে ইস্টবেঙ্গলকে।

East Bengal Club Derby ISL Mohun Bagan Super Giants East Bengal Mohun Bagan sports
Advertisment