T20 series against England: ছেলেবেলার কোচ আগেই বলেছিলেন, ও জাতীয় দলে ফিরবে। তাঁর আশা ছিল অস্ট্রেলিয়া সফরেই ফিরবেন শামি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে ফিরতে না পারলেও অবশেষে ইংল্যান্ড সফরে জাতীয় দলে ফিরলেন পেসার মহম্মদ শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে শামিকে দলে নেওয়া হল। নির্বাচকরা দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ধ্রুব জুরেলকে দলে রেখেছেন। ফর্মে থাকা সঞ্জু স্যামসন প্রথম পছন্দ। বাদ দেওয়া হয়েছে ঋষভ পন্থকে।
২২ জানুয়ারি কলকাতায় শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টি২০ সিরিজ। সেই ম্যাচেই জাতীয় দলে ফিরবেন মহম্মদ শামি। তিনি শেষবার ভারতের হয়ে আহমেদাবাদে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন। তার পরে গোড়ালির চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। অস্ত্রোপচারের দরকার হয়েছিল। ৩৪ বছর বয়সি ক্রিকেটার রঞ্জি ট্রফিতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। টি২০ সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলেছেন। চলতি ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফিতেও খেলছেন। এরপর হাঁটু ফুলে যাওয়ায় সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সফর মিস করেন।
২৩ ডিসেম্বর বিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, 'বর্তমান চিকিৎসা মূল্যায়নের ভিত্তিতে, বিসিসিআইয়ের মেডিকেল টিম নির্ধারণ করেছে যে বোলিং লোডের নিয়ন্ত্রণে শামির হাঁটুর আরও সময় প্রয়োজন। ফলে, বর্ডার-গাভাসকর ট্রফির বাকি দুটি টেস্টে তাঁকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হয়নি।'
অস্ট্রেলিয়ায় সফরসঙ্গী করলেও ধ্রুব জুরেলকেও খেলায়নি টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড সিরিজে কিন্তু, নির্বাচকরা দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে ধ্রুব জুরেলকে বেছে নিয়েছেন। ফর্মে থাকা সঞ্জু স্যামসন তাঁদের প্রথম পছন্দ। ঋষভ পন্থ চান্স পাননি। ধ্রুব জুরেল জিতেশ শর্মার পরিবর্তে দলে ঢুকলেন। অস্ট্রেলিয়া টেস্ট সফরের ফলাফল বিচার করে অলরাউন্ডার নীতীশকুমার রেড্ডিকে রমনদীপ সিংয়ের জায়গায় টি২০ দলে রাখা হল। আরেক অলরাউন্ডার শিবম দুবেকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। চোটের জন্য মিডল অর্ডার ব্যাটসম্যান রিয়ান পরাগকেও দল থেকে বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- অস্ট্রেলিয়া সফরের পর্যালোচনা, ইংল্যান্ডের সিরিজের দল বাছল বোর্ড
ভারতের টি২০ দল: সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতীশ রেড্ডি, মহম্মদ শামি, অর্শদীপ সিং, হর্ষিত রানা, ধ্রুব জুরেল, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী ও ওয়াশিংটন সুন্দর।