Mohun Bagan vs East Bengal ISL Derby Preview: ম্যাচের আগের দিন ধারেভারে মোহনবাগান এগিয়ে। কিন্তু, ডার্বি মানেই অন্য মেজাজ। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) শনিবাসরীয় ম্যাচে তাই জবাব দেওয়ার পালা। সুযোগ ছাড়তে নারাজ লাল-হলুদ। স্পর্ধার হাওয়ায় পালতোলা নৌকো ডোবাতে গুয়াহাটির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তাই কোমর বেঁধে নামতে চলেছে অস্কার ব্রুজোঁর দল। প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাতের জমানায় দলের ফিটনেসের মত নানা সমস্যা চেগে উঠেছিল। ব্রুজোঁ দায়িত্ব নিয়েই হাল অনেকটা ফিরিয়েছেন। বেশ কয়েকটা ম্যাচে লাল-হলুদ জয় পেয়েছে। তার মধ্যেই গত ম্যাচে মুম্বই সিটি এফসি-র কাছে হেরে আপাতত পয়েন্টস টেবিলে ১১ নম্বরে ইমামি ইস্টবেঙ্গল। আর, ১ নম্বরে মোহনবাগান এসজি।
পরিসংখ্যান বলছে, আইএসএলে এখনও অবধি ৯ বার মুখোমুখি হয়েছে কলকাতার দুই বড় ক্লাব। মোহনবাগান জিতেছে ৮টিতে। একটি ড্র হয়েছে। এটা আইএসএলের দশম ডার্বি। বাগান শিবির ১০-এ ৯ করতে মাঠে তুফান তুলবে। জবাবে, খাতা উলটে দিয়ে হিসেব পালটে দিতে চায় লাল-হলুদ ব্রিগেড। যদিও, চোট-আঘাত এখনও পিছু ছাড়েনি লাল-হলুদকে। মাদিহ তালাল মরশুমের মাঝপথেই ছিটকে গেছেন। আনোয়ার আলি গত ম্যাচে চোট পেয়েছেন। ম্যাচের আগের দিনও অনুশীলনে নামেননি আনোয়ার। শনিবার না-ও খেলতে পারেন। বাগান শিবিরও সেই তিমিরে। অনিরুদ্ধ থাপা চোটের জন্য বাইরে। আশিক, ধীরজ সিং খেলতে পারবেন না। দিমিত্রি, স্টুয়ার্ড পুরো ম্যাচে থাকবেন কি না, সন্দেহ।
আরও পড়ুন- খেলা শেষ হতেই হেলসের দিকে তেড়ে গেলেন তামিম, বিপিএলে ধুন্ধুমার
যুবভারতীর উত্তেজনা গুয়াহাটির বুকে ততটা মিলবে না। তবুও ম্যাচ সরাতেই হয়েছে। বিধাননগর পুলিশ হাত তুলে দিয়েছে। জানিয়েছে, নিরাপত্তা দিতে পারবে না। কারণ, গঙ্গাসাগর মেলা চলছে। মশাল জ্বালতে তাই তড়িঘড়ি গুয়াহাটি ছুটেছে ইস্টবেঙ্গল। হোসে মোলিনার মোহনবাগান অবশ্য ম্যাচের আগের দিন যুবভারতীর মাঠেই শেষ মহড়া নিয়েছে। পোড়খাওয়া মোলিনা হাইভোল্টেজ ম্যাচের উত্তেজনা দেখেই বুঝে গিয়েছেন, পরিসংখ্যান স্রেফ ইতিহাস। ওসব লাইব্রেরি আর গবেষকদের তথ্য সংগ্রহ ছাড়া কোথাও কাজে লাগে না। আসল খেলা হবে মাঠে। সেটা বুঝেই মোলিনা সমর্থকদের, 'যতবার ডার্বি, ততবার হারবি' সুরে গলা মেলালেন না। সোজাসুজি বললেন, 'আগের ম্যাচ অস্কার ব্রুজোঁর কাছে প্রথম ম্যাচ ছিল। তারপর ও অনেক খেটেছে। এবারের ডার্বি তাই মনে হয় অন্যরকম হবে। তবে, দলের প্রতি আমার পুরোপুরি আস্থা আছে। সমর্থকদের কাছে এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওঁদের মুখে হাসি ফোটাতেই আমাদের জিততে হবে।'