Advertisment

Tamim Iqbal and Alex Hales in BPL: খেলা শেষ হতেই হেলসের দিকে তেড়ে গেলেন তামিম, বিপিএলে ধুন্ধুমার

Tamim Iqbal charges at Hales after BPL Loss: বরিশাল অধিনায়ক ম্যাচ-পরবর্তী হ্যান্ডশেকের সময় খেপে ওঠেন। যাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Tamim Iqbal-BPL: সেই গন্ডগোলের মুহূর্ত

Tamim Iqbal-BPL: সেই গন্ডগোলের মুহূর্ত।(ছবি- স্ক্রিনগ্যাব)

Tamim Iqbal charges at Hales after BPL Loss: রাগে ফেটে পড়লেন তামিম ইকবাল। বিপিএলে লজ্জাজনক হারের পর তিনি অ্যালেক্স হেলসের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন। এমনিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কখনও নাটকের অভাব হয় না। তার মধ্যে এবার খেলার পর সংঘর্ষের ছবি ধরা পড়ল। ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্সের মধ্যে ম্যাচের শেষে ধরা পড়ল বিশৃঙ্খলার এই ছবি। তামিম ইকবালকে দেখা গেল অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যেতে। বরিশাল অধিনায়ক ম্যাচ-পরবর্তী হ্যান্ডশেকের সময় খেপে ওঠেন। যাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। 

Advertisment

লাইন ধরে হ্যান্ডশেকের সময় হেলস এমন একটি মুখ করেন যা তামিমের অসম্মানজনক মনে হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বরিশাল অধিনায়ক। শান্ত স্বভাবের বলে পরিচিত তামিম হেলসের দিকে ঝাঁপিয়ে পড়েন। তামিম বলতে থাকেন, 'এমন করছ কেন? কিছু বলার থাকলে মুখে বল। ভদ্রলোকের মত আচরণ কর।' 

অ্যালেক্স হেলসও চুপ করে ছিলেন না। তিনি জবাব দেন। তাতে পরিস্থিতি আরও বিগড়ে যায়। রংপুরের অধিনায়ক নুরুল হাসান-সহ অন্যান্যরা হেলসকে শান্ত করার চেষ্টা করেন। তার মধ্যেই তামিমকে রেগেমেগে হেলসের দিকে তেড়ে যেতে দেখা যায়। রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম ও বরিশালের সাপোর্ট স্টাফরা তামিমকে আটকে রেখে পরিস্থিতি সামাল দেন।

Advertisment

এই ঘটনায় সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন ম্যাচের অন্যতম খেলোয়াড় নুরুল হাসান। তিনি বলেন, 'শেষ ওভারের পর আমি ওসব দেখে অবাক হয়ে গিয়েছি। কী ঘটেছে, বুঝতে পারিনি। আমি দেখলাম যে লোকজন তামিমকে শান্ত করার চেষ্টা করছে। কিছু নিশ্চয়ই ঘটেছে। কিন্তু, কী হয়েছে আমি জানি না।' নুরুল শুক্রবারের ম্যাচেই তাঁর সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন। কিন্তু, তারপর পরিস্থিতি দেখে একেবারে চুপ করে যান।

আরও পড়ুন- ধোনি-যুগের আরেক অধ্যায়ের অবসান! অবসর, মাহির অত্যন্ত কাছের ফাস্ট বোলারের

এই ম্যাচে ফরচুন বরিশাল প্রথমে ব্যাট করে। তামিম, নাজমুল হোসেন শান্ত, কাইল মায়ার্স ও ফাহিম আশরাফের দৌলতে ফরচুন ৫ উইকেটে তোলে ১৯৭ রান। কিন্তু, রংপুর রাইডার্স ইফতেখার আহমেদ ও খুশদিল শাহের দৌলতে ম্যাচে দুর্দান্ত রান করে। তবে প্রকৃত নায়ক ছিলেন নুরুল হাসান। তিনি শেষ ওভারে কাইল মায়ার্সের বলে ৩টি ছক্কা ও ৩টি চার মেরে রংপুরের জয় নিশ্চিত করেন। 

cricket Tamim Iqbal Bangladesh Premier League (BPL) sports Cricket News stadium
Advertisment