ফের আইএসএলে মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। সরকারিভাবে ঘোষণা না করা হলেও জানা গিয়েছে ১৯ ফেব্রুয়ারি ফের একবার চিরপ্রতিদ্বন্দী দুই দল মুখোমুখি হতে চলেছে।
গোয়ার ফতোরদা স্টেডিয়ামে এই ম্যাচ হতে চলেছে। এর আগে আইএসএলের প্রথম ডার্বিতে বাজিমাত করেছিল হাবাসের এটিকে মোহনবাগান। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলতে নেমেই হার হজম করে মোহনবাগানের বিপক্ষে। ২-০ গোলে সবুজ মেরুন এটিকে উড়িয়ে দিয়েছিল রবি ফাউলারের দলকে। ৪৯ মিনিটে মোহনবাগানকে প্রথম গোল করেন রয় কৃষ্ণ। এরপরে শেষদিকে জয় নিশ্চিত করে গোল করে যান মনবীর সিং।
আরো পড়ুন: তিনটে ব্লক সৌরভের ধমনীতে, পারিবারিকভাবেই হৃদরোগের শিকার মহারাজ
এরপর হাবাসের এটিকে মোহনবাগান লিগে ক্রমশই এগিয়েছে। বর্তমানে লিগ তালিকায় একনম্বরে রয়েছে তারা। ৮ ম্যাচ খেলার পর আপাতত তাদের পয়েন্ট ১৭। ৫টি জয়ের পাশাপাশি ২টো ড্র করেছে মেরিনার্সরা। হারতে হয়েছে মাত্র ১টি ম্যাচে। রয় কৃষ্ণ গোল করেছেন নিয়মিত। টুর্নামেন্টের অন্যতম সেরা স্ট্রাইকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
অন্যদিকে, ইস্টবেঙ্গল আবার ততটাই পিছিয়ে গিয়েছে। একটাও জয় পায়নি এখনো রবি ফাউলারের দল। ৭ ম্যাচ খেলার পরে ইস্টবেঙ্গল আপাতত ৩ পয়েন্ট অর্জন করেছে তিনটে ড্রয়ের সৌজন্যে। বাকি চারটে ম্যাচেই হেরেছে লাল হলুদ ব্রিগেড।
১৯ তারিখ ফিরতি পর্বের ডার্বিতে তুখোড় ফর্মে থাকা এটিকে মোহনবাগানকে ইস্টবেঙ্গল হারাতে পারে কিনা, সেটাই দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন