কনস্টানটাইনের ইস্টবেঙ্গলে ভালো খেলেও ব্রাত্য! ISL জয়ী তারকার ঠিকানা এবার লোবেরার ওড়িশা

ইস্টবেঙ্গল ছেড়ে দিতেই তারকার সই চূড়ান্ত করে ফেলল ওড়িশা

ইস্টবেঙ্গল ছেড়ে দিতেই তারকার সই চূড়ান্ত করে ফেলল ওড়িশা

author-image
Subhasish Hazra
New Update
NULL

কনস্টানটাইন জমানার অন্যতম ধারাবাহিক তারকা। তবে কার্লেস কুয়াদ্রাত কোচ হয়ে আসার পর রাখা হয়নি তাঁকে। একের পর এক তারকার সঙ্গেই বাতিল করে দেওয়া হয়েছে জেরি লালরিনজুয়ালাকে। সেই জেরিকেই এবার সই করাতে চলেছে সের্জিও লোবেরার ওড়িশা এফসিতে।

Advertisment

সরকারিভাবে কলিঙ্গ রাজ্যের ফ্র্যাঞ্চাইজির তরফে এখনও কনফার্ম করা হয়নি। তবে ওড়িশা কয়েকদিনের মধ্যেই ঘোষণা করে দিতে পারে জেরির নাম।

সের্জিও লোবেরা পুরো ওড়িশা এফসি খোলনলচে বদলে ফেলতে চাইছেন। পুরোনো শিষ্য আহমেদ জাহু, মুর্তাদা ফলের মত তারকাদের সই করিয়েছে ওড়িশা। দেশীয় তারকাদের মধ্যে লেনি রদ্রিগেজ, এমে রানাওয়াদে, লালসাঙ্গা রেন্থলেই, সেন্টার ফরোয়ার্ড আফাওবাকে নিয়েছে। এটিকে মোহনবাগান থেকে লিস্টন কোলাসোকেও চাইছেন লোবেরা। সেই সঙ্গে এবার চুক্তি প্রায় পাকা করে ফেলল জেরি লালরিনজুয়ালার সঙ্গেও।

এক বছরের চুক্তিতে জেরি চেন্নাইয়িন থেকে সই করেছিলেন ইস্টবেঙ্গলে। ৩১-এ মে’তেই চুক্তি শেষ হয়েছে জেরির সঙ্গে। তবে তাঁর সঙ্গে চুক্তি আর বাড়ায়নি ইস্টবেঙ্গল।

Advertisment

আরও পড়ুন: বেলজিয়ামে খেলা ইন্ডিয়ার সুপারস্টার এবার ISL! ইউরোপ ছেড়ে খেলতে চান ভারতীয় জাতীয় দলে

ইস্টবেঙ্গলে তিনি যেন ছিলেন কাদায় পদ্মফুল। স্টিফেন কনস্টানটাইনের প্রশিক্ষণাধীন গোটা দল যখন আইএসএল-এ একের পর এক ম্যাচে হতাশা উপহার দিয়েছেন। তিনি সেখানেই ব্যতিক্রমীভাবে ভালো খেলে গিয়েছেন ধারাবাহিকভাবে। স্বল্প যে কয়েকজন ফুটবলার লাল-হলুদ জার্সিতে নজর কেড়েছিলেন, তাঁদের মধ্যেই একজন ছিলেন জেরি লালরিনজুয়ালা।

কনস্টানটাইনের হতাশার মরশুমে আলো হয়ে উঠেছেন মিজো এই ডিফেন্ডার। এআইএফএফ-এর এলিট একাডেমির প্রোডাক্ট জেরি সিনিয়র কেরিয়ার শুরু করেন চেন্নাইয়িন এফসির হয়ে টানা সাত মরশুম খেলেছেন জাতীয় দলে খেলা যুব এই তারকা।

বাঁ পায়ের তারকা। বল কন্ট্রোল অসাধারণ। ওভারল্যাপে উঠে নিখুঁত সেন্টার যেমন বাড়াতে পারেন, তেমন প্রতিপক্ষ বক্সেও হানা দিতে পারেন। আগে ডিফেন্ডিং কোয়ালিটি দুর্বল ছিল। তবে সময় গড়ানোর সঙ্গেসঙ্গে নিজের রক্ষণের দিকটিও মজবুত করেছেন তিনি।

আরও পড়ুন: কামিন্স-সাদিকুর থেকেও হাইপ্রোফাইল! বিশ্বকাপ খেলা Man U সুপারস্টার এবার ISL-এ

চেন্নাইয়িনেই জার্সিতে আইএসএল যেমন জিতেছেন তেমন এমার্জিং প্লেয়ারের পুরস্কারও জিতেছেন। দক্ষিণী ক্লাবটিতে খেলার সময় এক সিজন লোনে পুনে এফসিতে নাম লিখিয়েছিলেন। আইলিগেও এমার্জিং প্লেয়ারের তকমা পান। সবমিলিয়ে, ছয় মরশুমে চেন্নাইয়িনের হয়ে ১০৩ ম্যাচ খেলছেন। জার্মানির মেটজ-এ ট্রেনিং নিয়ে আসা চেন্নাইয়িনের অন্যতম সেরা অস্ত্র হয়ে উঠেছিলেন। হেনরিখ সোরেনো, মেলসন আলভেজ, ইগ্নাসিও ক্যালডেরন-দের মত বিদেশিদের সঙ্গে দুর্ধর্ষ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন চেন্নাইয়িন রক্ষণে।

গত সিজনে ইস্টবেঙ্গলের জার্সিতে ২১ ম্যাচ খেলেছেন। ২৪ বছরের ডিফেন্ডার ইস্টবেঙ্গলের আগামী দিনে দীর্ঘমেয়াদি ভিত্তিতে সম্পদ হতে পারতেন। তবে কলকাতা ছেড়ে আপাতত তাঁর ঠিকানা ওড়িশা।

Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal ISL East Bengal FC